হত্যা মামলার বিবাদীর বাড়ি ঘরে হামলা ভাংচুরের অভিযোগ!
সিরাজগঞ্জের রায়গঞ্জে হত্যা মামলার বিবাদীর বাড়ি ঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ করেছেন হত্যা মামলার বিবাদী চা বিক্রেতা রেজাউল । জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে চা বিক্রেতার একটি প্রতিবন্ধি পরিবার ও তাদের স্বজনদের ফাঁসাতে একের পর এক হামলা, মামলা দিচ্ছে একটি প্রভাবশালী মহল। প্রথমে হত্যা মামলা পরে তা খারিজ হওয়ায় আবারও ফাসানো হয়েছে আত্মহত্যার প্ররোচনার মামলায়। শুধু তাই নয় নিরীহ পরিবারের সদস্যগুলোকে গ্রাম ছাড়তে বারবার চালানো হচ্ছে বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাট এমনটি অভিযোগ ভুক্তভোগী পরিবারের। মামলা হামলার শিকার হয়ে ইতিমধ্যে মারা গেছে হত্যা মামলার বিবাদী চা বিক্রেতা রেজাউলের প্রতিবন্ধি বাবা মেজবার আলী (৬০)।
অপরদিকে তদন্তকারী কর্মকর্তা ১৩ জন আসামীর নামে দিয়েছেন আত্বহত্যা প্ররোচনার অভিযোগপত্র। এমনই ঘটনা ঘটেছে উপজেলার পৌরসভাধীন বেতুয়া পুর্বপাড়া গ্রামে। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বেতুয়া পুর্বপাড়া গ্রামের মৃত ময়েজ আলীর তিন সন্তান। এরা হলো দবির উদ্দিন,মেজবার আলী ও নিজাম উদ্দিন। বাবার সম্পত্তি নিয়ে নিজাম উদ্দিনে সাথে অপর দুই ভাই দবির উদ্দিন ও মেজবার আলীর মধ্যে বিরোধ দেখা দেয়। এনিয়ে গ্রামেই সালিশ বৈঠক বসে। বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে নিজাম উদ্দিন ও তার দুই ছেলে জাব্বার আলী এবং আব্দুল মজিদ ধারালো অস্ত্র নিয়ে চা বিক্রেতা রেজাউল করিমের উপর হামলা চালায়। পরে রেজাউল মামলা করলে পুলিশ আসামীদের বিরুদ্ধে দোষি সাব্যস্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। সুত্র জানায়,আদালতে মামলার প্রতিবেদন দাখিলের পরে রেজাউলসহ ৬ জনকে আসামী করে নিজাম উদ্দিন আদালতে ভাঙচুরের ষড়যন্ত্র মুলক মামলা দায়ের করে। মামলাটি আদালত থেকে তদন্তের নির্দেশ দেন। পরে মামলাটি মিথ্যা মর্মে খারিজ হয়ে যায় । এ ঘটনার পরে চা বিক্রেতা রেজাউলের চাচাতো ফুফু খেয়াল নেছা ওরফে আমিনা বেগম তার নিকট থেকে ৮০ শতক জমি জোড় পুর্বক দলিল করে নেয়ার চেষ্টা চালান নিজাম উদ্দিন। খেয়াল নেছা সম্পর্কে নিজাম উদ্দিনের চাচাতো বোন হয়। কিন্ত খেয়াল নেছা প্রভাবশালী নিজাম উদ্দিনকে জমি না দিয়ে মাসুদ রানা,কবির হোসেন,রাকিব হোসেন,আব্দুল মোতালেব,রেজাউল করিম ও মাহমুদুলসহ ৬ জনের নামে দুই দাগ থেকে ৮০শতক জমি দানপ্রত্র মুলে রেজিষ্ট্রি করে দেন। যার দলিল নম্বর ২৪২৬ ও ২৪২৭। এঘটনার পর থেকে নিজাম উদ্দিন জমি ক্রয়কৃতদের দেখে নেয়ার হুমকী প্রদান করেন এবং নানা ষড়যন্ত্রে লিপ্ত হন। নিজাম উদ্দিন জমি নিতে ব্যর্থ হওয়ায় তার সন্তান এবং পরিবারের অন্যান্যের মধ্যে অশান্তি শুরু হয়। নিজাম উদ্দিনের সন্তানেরা তার উপর নানা অত্যাচার শুরু করেন। সন্তানদের অত্যাচারে সে মাঝে মাঝে বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান শুরু করেন। জমি দলিলের কয়েকদিন পরে বেতুয়া মাদ্রাসার উত্তরপার্শে ইউক্যালিপ্টাস গাছের সাথে ঝুলন্ত অবস্থায় ফৌজদারী মামলার আসামী নিজাম উদ্দিনের মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেন। মৃত নিজামের পুত্র আব্দুল মজিদ বাদী হয়ে জমি সংক্রান্ত পুর্ব বিরোধের জেড় ধরে বিরোধকারীদের ফাঁসাতে চা বিক্রেতা রেজাউল এবং এক প্রতিবন্ধিসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। অথচ নিজামের মরদেহে কোন আঘাতের আলামত পাওয়া যায়নি পুলিশের সুরুত হাল রিপোর্টে তা স্পষ্ট উল্লেখ রয়েছে। নিজাম উদ্দিনের মৃত্যুর পর থেকেই আসামীদের বাড়ি ঘরে হামলা ভাংচুর ও লুটপাট চালায় বাদীর স্বজনেরা। তাদের অত্যাচারে বাড়িতে থাকা নারী পুরুষ শিশুরা বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়। এ সংক্রান্ত কোন অভিযোগ আমলে নেয়নি থানা পুলিশ দাবি ভুক্তভোগীর। চা বিক্রেতা রেজাউলের পরিবারে ৬জন প্রতিবন্ধি রয়েছে। এদের মধ্যে রেজাউলের বাবা মেজবার আলী(৬০) শারীরিক প্রতিবন্ধি, মা রেজিয়া খাতুন(৫০) শারীরিক প্রতিবন্ধি, আয়মান খাতুন(১০) বাকপ্রতিবন্ধি,মঞ্জিল শেখ(৪৮) শারীরিক প্রতিবন্ধি,আয়শা খাতুন((২৫) দৃষ্টি প্রতিবন্ধি ও আকলিমা খাতুন(৫) শারীরিক প্রতিবন্ধি। এরাও হামলার শিকার হন এবং বাড়ি ছেড়ে অন্যত্র মানবেতর জীবন যাপন করেন।
হত্যা মামলা দায়েরের পর হাসি খাতুন,কল্পনা খাতুন,কবির হোসেন,দবির উদ্দিন,রাকিব,মাসুদ মোতালেব ও প্রতিবন্ধি মঞ্জিল দীর্ঘদিন ধরে হাজতবাস করে জামিনে মুক্তিলাভ করে। অন্যান্য আসামীগন উচ্চ আদালতের মাধ্যমে জামিন লাভ করে বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর থেকে বাদী পক্ষের লোকজন জামিনে মুক্তি পাওয়াদের উপর হামলা ও বাড়িঘর ভাংচুর চালায়। পরে তারা বিভিন্নস্থানে আশ্রয় নেয়। এব্যাপারে সহিদা খাতুন বাদী হয়ে থানায় অভিযোগ দিতে গেলে তাকে থানা থেকে বের করে দেওয়া হয়। সুত্র আরও জানায় গত ২০২১ সালের ৩০ শে জুন নিজামের ময়না তদন্ত প্রতিবেদন দেওয়া হয় । ময়না তদন্ত প্রতিবেদনে নিজাম উদ্দিন আত্বহত্যা করেছেন ষ্পষ্ট উল্লেখ করা হয়। কিন্ত বাদী তার পিতার মৃতদেহের পুনঃ ময়না তদন্তের জন্য আদালতে আবেদন জানান। আদালতের নির্দেশে আবারও লাশ উত্তোলন করে স্টমাক,লিভার ও কিডনির রাসায়নিক পরীক্ষার জন্য রাসায়নিক পরীক্ষক বিভাগীয় ল্যাব সিআইডি রাজশাহীতে পাঠানো হয়। রাজশাহীতে রাসায়নিক পরীক্ষায় নিজাম উদ্দিনের ভিসারায় ও হারে বিষ পাওয়া যায়নি মতামত প্রদান করেন। এতে আবারও প্রমান হয় নিজাম উদ্দিনকে হত্যা করা হয়নি। সে আত্বহত্যা করেছে।
আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে স্টমাক,লিভার ও কিডনির রাসায়নিক পরীক্ষার জন্য রাসায়নিক পরীক্ষক বিভাগীয় ল্যাব সিআইডি রাজশাহীতে পাঠানো হয়। রাজশাহীতে রাসায়নিক পরীক্ষায় নিজাম উদ্দিনের ভিসারায় ও হারে বিষ পাওয়া যায়নি মতামত প্রদান করেন। এতে ২য় বাররে মতো প্রমান হয় নিজাম উদ্দিনকে হত্যা করা হয়নি। সে আত্বহত্যা করেছে। এলাকাবাসী আরও জানায়, আত্বহত্যার প্রতিবেদন আসার পরে বাদী পক্ষের লোকজন বিবাদী পক্ষের উপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা একের পর এক আসামীদের বাড়িঘরে হামলা ভাংচুর অব্যাহত রাখে। হামলা আর মামলার ভয়ে বিবাদীগন তাদের পরিবারের সদস্যরা নিয়ে রায়গঞ্জ প্রেসক্লাবে আশ্রয় নেন এবং বাড়িঘরে ফিরে যাওয়ার জন্য পুলিশ প্রশাসনসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেন। পরে দিন জাতীয় এবং স্থানীয় সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশ হয়। নির্যাতিতরা জানায় সংবাদ সম্মেলন করার কারণে বাদির লোকজন আবারও তাদের উপর হামলা চালায়। হামলার শিকার হন চা বিক্রেতা রেজাউলের পরিবারের ৬জন প্রতিবন্ধি।মামলা হামলার শিকার চা বিক্রেতা রেজাউল বলেন, মামলা হয়েছে। মামলার প্রতিবেদন আদালতে জমা হয়েছে। মামলা মামলার গতিতে চলবে। কিন্ত আমাদের বাড়িঘরে হামলা ভাংচুর এবং লুটপাট শুরু হয়েছে এর কোন প্রতিকার পাচ্ছিনা। থানায় গেলে আমাদের পাত্তা দেয়না। অথচ অপরপক্ষ থানায় যাওয়ার সাথেসাথে মামলা নিয়ে আমাদের হয়রানী করছে। ইতিপুর্বে লুট হওয়া গুরু ছাড়াতে ২০হাজার টাকা দিতে হয়েছে থানায়। রেজাউল আরও জানায়, মামলা হয়েছে মামলায় আদালত যে শাস্তি দেয় আমরা মেনে নেব। কিন্ত এভাবে অত্যাচারে মধ্যে পুলিশের কোন সহযোগীতা পাচ্ছিনা। আমরা এ ঘটনার সুষ্ট তদন্তে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। মামলার বাদী আব্দুল মজিদ বলেন,আমার পিতা আত্বহত্যা করেনি। তাকে হত্যা করা হয়েছে। এখানে পুলিশ মনগড়া আত্বহত্যা প্ররোচনার ৩০৬ধারায় অভিযোগ পত্র দিয়েছেন। পুলিশের তদন্ত রিপোর্ট সঠিক নয়। এজন্য আমরা উর্দ্ধতন কতৃপক্ষের নিকট পুনরায় তদন্তের জন্য আবেদন করেছি। বারবার বিবাদীর পরিবারের উপর হামলা মামলা করা হচ্ছে এমন প্রশ্ন করলে বাদী এড়িয়ে ফোন কেটে দেন। মাঝে মাঝে ঘটনাস্থল পরিদর্শনকারী সাব ইন্সপেক্টর খোরশেদ আলী জানান, উভয়পক্ষকেই আমি শান্ত থাকার নির্দেশ দিয়ে আসি। কিন্ত আমি চলে আসার পর আবার গোলমাল শুরু হয়। বারবার একই পরিবারের উপর হামলা এবং হামলার শিকার পরিবারের বিরুদ্ধে মামলা হচ্ছে এমন প্রশ্নে তিনি জানান, এ বিষয়টি উর্দ্ধতন অফিসারদের। তাদের সাথে কথা বলেন। মামলার অভিযোগপত্র দাখিলকারী ও তদন্তকারী কর্মকর্তা (তদন্ত) মোঃ ওয়াসিমুল বারীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, যেহেতু দুবার ময়না তদন্ত রিপোর্ট আত্বহত্যা বলা হয়েছে। সেখানে অটোমেটিকভাবে আত্বহত্যা প্ররোচনা করা হয়েছে এটাই স্বাভাবিক। তিনি আরও বলেন বাদী পক্ষের নিকট এ প্রতিবেদন সন্তোষজনক না হলে তারা উর্দ্ধতন সংস্থা দিয়ে তদন্ত করাতে পারেন।রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন ,বিবাদী পক্ষের অভিযোগ পেলেই সেখানে পুলিশ পাঠিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার কথা বলা হয়েছে। ময়না তদন্ত রিপোট ও অভিযোগপত্র দেওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি আরও বলেন,ডাক্তারি পরীক্ষার উপর আমাদের হাত নেই। রিপোটে দুবার আত্বহত্যা এসেছে। এখানে হত্যার কোন প্রমান নেই। একারনে আত্বহত্যার প্ররোচনারঅভিযোগপত্র দেওয়া হয়েছে। তবে এঘটনাটি পিবিআই অথবা অন্য কোন সংস্থা তদন্ত করলে যাদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে তারা সবাই খালাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এমএসএম / এমএসএম
চুয়াডাঙ্গায় নবযোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের দিনব্যাপী গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম
পালের গোদা উমেদার লোকমান সিন্ডিকেটে জিম্মি ঢাকা সদর সাব-রেজিস্ট্রি অফিস,যেন দেখার কেউ নেই
শ্যামনগরে ড. মনিরুজ্জামানের পক্ষে বিশাল গন-মিছিল ও পথ সভা
গোপালগঞ্জে আওয়ামী লীগের চার নেতার দল থেকে পদত্যাগ
কোম্পানীগঞ্জে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষায় ৩৫০ শিক্ষার্থীকে সম্মাননা ও বৃত্তি প্রদান
উলিপুরে শহীদ রায়হান ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উলিপুর লালদল চ্যাম্পিয়ন
গাজীপুরের নয়া জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
ঘরহীন জীবনের গল্প: রায়গঞ্জে নৌকার ওপর ভাসমান এক বৃদ্ধ দম্পতির দিনযাপন
ধামইরহাটে ‘আরডিআরএস’ এর ২৯৮ তম শাখার উদ্বোধন
মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া (ফাজিল)-এর নতুন বহুতল একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন
জয়পুরহাটে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সিএসডিকে এনজিও'র বাস্তবায়নে বিএনএফ এর অর্থায়নে হত-দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ প্রদান।
শেরপুরে গারো পাহাড়ের জঙ্গল থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
Link Copied