চাঁদপুরে জমজম ড্রিংকিং ওয়াটার ফ্যাক্টরি ভাংচুর
চাঁদপুরের ইচুলী চুন ফ্যাক্টরিসংলগ্ন জমজম ড্রিংকিং ওয়াটার ফ্যাক্টরিতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের ইচুলী চুন ফ্যাক্টরিসংলগ্ন (সাবেক বাগাদী রোড) সফিউদ্দিন বাবলুর মালিকানাধীন ওয়াটার ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।
সরেজমিন ঘটনাস্থলে গেলে জমজম ড্রিংকিং ওয়াটার ফ্যাক্টরির দায়িত্বরত কর্মচারী স্বপন জানান, শুক্রবার বন্ধের দিনে প্রতিষ্ঠানটি বন্ধ ছিল। রাতে আমরা সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর পেয়ে এসে দেখি আমাদের ফ্যাক্টরির দরজা ভেঙে অফিসের জিনিসপত্র তছনছ করে ক্যাশ বাক্সে থাকা টাকা নিয়ে যায়।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সফি উদ্দিন বাবলু জানান, রাতে বেলায় তার প্রতিষ্ঠানে ১৫-২০ জন সন্ত্রাসী হামলা চালায়। তারা প্রথমে সিসি ক্যামেরা ভেঙে ফেলে। পরে রুমে ঢুকে ফ্যাক্টরির ফিল্টার মেশিন, স্ক্যানার মেশিন, ওয়াটার মেশিন, কম্পিউটার, দুটি ফটোকপি মেশিন, সিসি ক্যামেরা, ক্যাশ বাক্সসহ অন্যান্য যন্ত্রপাতি ও মূল্যবান মেশিন ভেঙে গুঁড়িয়ে দেয় এবং ক্যাশ থেকে নগদ অর্থ নিয়ে যায়।
তিনি আরো জানান, তার বোনের নির্মাণাধীন বাড়ির দেয়াল ভেঙে একটি পানির পাম্পের মেশিন নিয়ে যায়। এছাড়া তার ভগ্নিপতি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট নূর মোহাম্মদকে মারধর করেছে বলেও তিনি জানান।
খবর পেয়ে শুক্রবার রাতেই চাঁদপুর নতুনবাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন ও শাহরিন পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রতিষ্ঠানের মালিক সফি উদ্দিন বাবলু জানায়, স্থানীয় মৃত দুলাল ভূঁইয়ার ছেলে আরাফাত রহমান রিংকু আমার কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় তারা আমার প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে। আমি অনেক কষ্টে তিল তিল করে এ প্রতিষ্ঠানটি দাঁড় করিয়েছিলাম। এখানে স্থানীয় ২০-২৫ জন যুবক কাজ করে জীবিকা নির্বাহ করছে। আমার সবকিছু সন্ত্রাসীরা শেষ করে দিয়েছে।
তিনি আরো জানান, আমি চাঁদপুর পুলিশ সুপারকে ঘটনার বিষয়ে অবহিত করেছি। সন্ত্রাসী কর্মাকাণ্ডের বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। আমার ভগ্নিপতি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট নূর মোহাম্মদকে মারধরের ঘটনায় তিনিও পৃৃথকভাবে একটি মামলা করবেন। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আমি প্রশাসনের কাছে ক্ষতিপূরণসহ বিচার দাবি করছি।
এমএসএম / জামান
চুপ্পু থেকে যদি জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয় এরচেয়ে ভালো পানিতে ডুবে মরা: হাসনাত আব্দুল্লাহ
সিইউএফএল সার কারখানায় উৎপাদন শুরুর ১২ ঘন্টা পর ফের বন্ধ
চুয়াডাঙ্গায় অনেক বাড়ি বিক্রি হয়েছে কেউ দিয়েছেন ভাড়ায়
জুড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
ধোপাছড়িতে ইউএনও'র প্রচেষ্টায় মেরামত হচ্ছে পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া কাঠের সেতুটি
কুতুবদিয়ায় বনভূমি বিলীন ও বেদখলে, লবণ মাঠে রাজস্ব হারাচ্ছে সরকার
মান্দায় ভূয়া প্রকল্পের নামে অর্থ হরিলুটের অভিযোগ
পাবনায় প্রিপেইড মিটার সরবরাহ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত
বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকী; থানায় অভিযোগ
তুলশীখালী ও মরিচা সেতুর ইজারা বন্ধে ডিসিকে চিঠি দিয়েছে নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি
বড়লেখায় র্যাব-পুলিশের যৌথ অভিযানে হত্যা মামলার পলাতক আসামী সুনাম গ্রেফতার
জামালপুরে বিদায়ী ওসি আবু ফয়সল মোঃ আতিককে সংবর্ধনা