মীরসরাইয়ে বেহাল সড়কে চরম ভোগান্তি

দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে মীরসরাইয়ের ওচমানপুর ইউনিয়নের মরগাং স্কুল সড়কের এখন বেহাল দশা। এক কিলোমিটারের সংযোগ সড়কটির বিভিন্ন স্থানে ইট খোয়া উঠে কাদাপানিতে সেখানে সৃষ্টি হয়েছে ছোট-বড় খানাখন্দের। এবড়োথেবড়ো সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে করে এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন মরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতী শিশু শিক্ষার্থীসহ পথচারিরা।
স্থানীয় বাসিন্দা মো. নিজাম উদ্দিন ও মোশারফ হোসেন বলেন, ‘গ্রামীণ সড়কটি অনেক গুরুত্বপূর্ণ হলেও কয়েক বছর ধরে মেরামত না করায় এটি দিয়ে আমরা বহু কষ্টে যাতায়াত করি। সড়কটির অনেক জায়গা ভেঙ্গে পুকুর ও খালের পানিতে পড়াসহ বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হয়েছে এবং বর্ষাকালে গর্তে পানি ঢুকে তা কর্দমাক্ত হয়ে পড়ে। হবে হচ্ছে বলে বারবার মিথ্যা আশ্বাস দিচ্ছে স্থানীয় চেয়ারম্যান।’
এ ব্যাপারে শিশু শিক্ষার্থী হামিদুর রহমান, ফাহমিদা ও আফরিনা আক্তার বলেন, প্রতিদিন এই ভাঙ্গা সড়ক দিয়ে স্কুলে যেতে আমাদের খুবই কষ্ট হয়। বর্ষাকালে স্কুলে যেতেই পারিনা।
মরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, বিদ্যালয়ে প্রবেশের মূল সংযোগ সড়কটি বেহাল হওয়ায় কোমলমতি শিশু শিক্ষার্থীরা চরম দুভোর্গে পড়ে। বর্ষাকালে কাদাপানি মাড়িয়ে তাদের বিদ্যালয়ে আসার সময় অনেকে পড়ে গিয়ে আহত হয়। এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও সড়কের কাজ হয়নি।
স্থানীয় ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহাদাৎ হোসেন বলেন, মরগাং স্কুল সড়কটি সংস্কারের বিষয়ে চেয়ারম্যান মহোদয়কে অবহিত করা হয়েছে। শীঘ্রই সড়কটির কাজ করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
এ ব্যাপারে ৫নং ওচমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল হক জানান, এক কিলোমিটার মরগাং স্কুল সংযোগ সড়কটির আইডি হয়েছে। উন্নয়ন তহবিলের মাধ্যমে ঈদুল আযহা’র আগে সড়কটিতে ডাবল ইট সলিংয়ের কাজ করা হবে।
এমএসএম / এমএসএম

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক
