প্রবেশ পত্রে ছবি থাকার পরেও ১০টি বদলি পরিক্ষা কিভাবে দিল ছাত্র
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বদলী পরিক্ষা দিতে গীয়ে এক বছর কারাদন্ডে দন্ডিত হয় গোলাপবাগ সিনিয়র আলিম মাদ্রাসার আলীম শ্রেণীর ছাত্র আকাশ (১৯)। গত ২৭ মে শনিবার পরিক্ষা দিতে গীয়ে ম্যাজিসট্রেট এর হাতে আটক হয়। পরে মোবাইল কোর্টে তাকে এক বছরের কারাদন্ড দেওয়া হয়। সে এখন গাইবান্ধা জেলা কাড়াগারে সাজা ভোগ করছে। গোলাপবাগ সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা শুরুর প্রথম দিন থেকে খলসি মাদ্রাসার ছাত্র মিজানুরের পরিবর্তে পরিক্ষা দিয়ে আসছিল সে। পরিক্ষা চলা কালিন সময় প্রবেশ পত্রের সাথে ছবি মিলাইয়ে প্রতিটি পরিক্ষার খাতায় সাক্ষর করে সংশ্রিষ্ট পরীক্ষা কক্ষে দায়িত্বে থাকা শিক্ষক। তাহলে পর পর দশটি পরিক্ষা কিভাবে দিলো ঐ ছাত্র, এ সময় দায়িত্বে থাকা শিক্ষকরা তাহলে কোথায় ছিল। এ অপরাধ কি শুধু ছাত্রের, দায়িত্ব অবহেলা কি কোন অপরাধ নয় বা পরিক্ষা দিতে সহায়তা করা কি অপরাধ নয়। তাহলে কেন এই বৈশম্য, শুধু ছাত্রকে জেল দেওয়া হলো কিন্তু সহায়তা কারী শিক্ষকরা ধরাছোয়ার বাহিরে কেন। অপরাধ করা এবং সহায়তা করা সমান অপরাধ যদি হয় তাহলে শুধু ছাত্র একা কেন জেলেএ প্রশ্ন এখন জনমনে। যদি পরিক্ষা কক্ষে দায়িত্বে থাকা শিক্ষকরা তার প্রবেশ পত্র দেখে নিশ্চিত হয়ে স্বাক্ষর করতো তাহলে প্রথম পরিক্ষায় এটার সমাধান হতো। ঐ ছাত্রের জীবন নষ্ঠ হত না, সাথে অন্য এক ছাত্রের। এ বিষয়ে গোলাপবাগ আলিম মাদ্রাসার অধ্যক্ষর নিকট দায়িত্বে থাকা শিক্ষকের তালিকা চাইলে তালিকা দিতে পারবে না জানায়। তিনি বলেন, অনেক পরিক্ষা কেন্দ্রেই এরকম পরিক্ষা দিচ্ছে রহরহ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ-আলম পারভেজ বলেন, বিষয়টি জানিনা আমি মহিমাগঞ্জ কেন্দ্রের দায়িত্বে ছিলাম। তবে দায়িত্ব অবহেলা পরিক্ষা কেন্দ্রে কখনই কাম্য নয়। এ সকল শিক্ষকের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিসট্রেট আরিফ হোসেন বলেন,আমি ঐ দিন দায়িত্বে থাকা দুই শিক্ষককে বহিস্কার করেছি তবে পূর্বে য়াবা দায়িত্ব পালন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইনানুগ ব্যবস্তা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
পেশাগত নিষ্ঠার স্বীকৃতি বিশেষ সম্মাননায় ভূষিত হলেন সাংবাদিক সাইফুদ্দিন রমিজ
বিএনপির মনোনয়ন প্রত্যাশি সামিরা আজিম দোলার বিশাল মোটরসাইকেল শোডাউন
রায়পুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফয়েজের লাশ উত্তোলন
কুমিল্লা-৯ আসনে শো-ডাউন দিয়ে জনপ্রিয়তার জানান বিএনপি নেত্রী সামিরা আজিম দোলা
নাগেশ্বরীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ, নগদ অর্থ ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান
গোপালগঞ্জ-১ আসনে বিএনপি, ইসলামী আন্দোলন ও জামায়াতের প্রার্থীরা ব্যাপক প্রচারণায়
সিডিএ’র ভূমি অধিগ্রহণে শতকোটির ঘুষ বাণিজ্য
সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী এড. নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে লিফলেট বিতরন ও সমাবেশ অনুষ্ঠিত
সুবর্ণচরে ভুমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত
জরাজীর্ণ ভবনে চলছে নয়াবিল ইউনিয়ন পরিষদের কার্যক্রম: ব্যহত হচ্ছে সেবা
বাগেরহাট জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
সরকারি বিধি-নিষেধ মেনে নড়াইল ২ আসনে গণ অধিকার পরিষদের লায়ন নূর ইসলামের লিফলেট বিতরণ শুরু