বিষাক্ত বর্জ্রে কোটি টাকার ক্ষতি মাথায় নিয়ে রাস্তায় খামারিরা
বিষাক্ত বর্জ্রে থামছেই না ফুলজোর নদীতে মাছ মরা,চাষীদের হয়েছে প্রায় ১৪ কোটি টাকার ক্ষতি। সিরাজগঞ্জের রায়গঞ্জের ফুলজোড় নদীতে খাচায় মাছ চাষ করা খামারিরা অসহায় হয়ে পড়েছেন। এর আগে বগুড়া জেলার শেরপুরে ক্ষতিগ্রস্থ মাছ চাষি ও সচেতন মহল নদী দূষণ নিয়ে মানববন্ধন করেন।তারপরেই রায়গঞ্জের চান্দাইকোনা বাসস্ট্যান্ডে মানববন্ধন করেন সচেতন মহল ও ক্ষতিগ্রস্থরা। উপজেলার মাঝ দিয়ে প্রবাহিত ফুলজোর নদীর পানি গত কয়েকদিন থেকে বিষাক্ত হয়ে পড়েছে। নদীর পানি দূষণের ফলে খাঁচায় চাষকৃত মাছ ও নদীর নানা প্রজাতীর জলজপ্রাণী মারা যাচ্ছে। এতে করে ব্যাপক ক্ষতি হয়েছে মৎস্য চাষীদের। পানি দূষণের ফলে পরিবেশ পড়েছে হুমকির মুখে। কারখানার কেমিক্যালের বিষাক্ত বর্জ্রে নদীতে ফেলার কারণে খাঁচা ও নদীর মাছ গুলো মারা যাচ্ছে। মাছ মরা যেনো থামছেই না।প্রায় ১৪ কোটি টাকা ক্ষতিগ্রস্থ হয়ে উপজেলার নলকা ইউনিয়নের সাহেবগঞ্জ বাজার বাসস্ট্যান্ডে আবারো মানববন্ধনে নেমেছে ক্ষতিগ্রস্থ ৭০ টি খাচায় মাছ চাষ করা পরিবার। বুধবার ৩১ মে সকালে এই মানববন্ধন করেন স্থানীয় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। মানববন্ধনে ক্ষতিগ্রস্থ পরিবাররা বলেন,এনজিও, বিভিন্ন ব্যাংক থেকে চরা সুদে লোন ও আত্মীয় স্বজনদের থেকে ধারদেনা করে আমরা এই ফুলজোড় নদীতে খাঁচায় মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছি।এই মাছ চাষই আমাদের মুল জীবিকার উৎস। কারখানার বিষাক্ত বর্জ্রে আমাদের চাষ করা মাছ মরে সব শেষ হয়ে গেছে।এখন আমরা নিঃস্ব হয়ে গেছি।আমাদের ক্ষতিপূরণ না দিলে একেবারে পথে বসতে হবে। তাই নদী দূষণ বন্ধ করে ক্ষতিগ্রস্থ পরিবারের ক্ষতিপূরণের দাবি নিয়ে রাস্তায় মানববন্ধনে নেমেছি আমরা।নলকা ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক বলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তার দিক নির্দেশনায় সকলকে নদীতে না নামার জন্য নদীর কিনারে লাল নিশানা টাঙিয়ে দেওয়া হচ্ছে এবং নদী কেন্দ্রীক এলকাগুলোতে মাইকিং ও বিভিন্ন মসজিদ,মন্দিরে এ বিষয়ে সচেতন করা হচ্ছে। এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল বলেন,বিষাক্ত বর্জ্যে নদীতে খাঁচায় মাছ চাষ করা ক্ষতিগ্রস্থ পরিবারের কথা ভেবে আমরা জেলা প্রশাসক মহোদয়ের নিকট হস্তক্ষেপ কামনা করেছি। নদীতে বিষাক্ত বর্জ্য থাকায় ফুলজোড়সহ শাখা নদীতে মানুষ,পশু পাখিসহ জীবজন্তুকে পানি দূষণ মুক্ত না হওয়া পর্যন্ত নদীতে নামা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
চুয়াডাঙ্গায় নবযোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের দিনব্যাপী গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম
পালের গোদা উমেদার লোকমান সিন্ডিকেটে জিম্মি ঢাকা সদর সাব-রেজিস্ট্রি অফিস,যেন দেখার কেউ নেই
শ্যামনগরে ড. মনিরুজ্জামানের পক্ষে বিশাল গন-মিছিল ও পথ সভা
গোপালগঞ্জে আওয়ামী লীগের চার নেতার দল থেকে পদত্যাগ
কোম্পানীগঞ্জে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষায় ৩৫০ শিক্ষার্থীকে সম্মাননা ও বৃত্তি প্রদান
উলিপুরে শহীদ রায়হান ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উলিপুর লালদল চ্যাম্পিয়ন
গাজীপুরের নয়া জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
ঘরহীন জীবনের গল্প: রায়গঞ্জে নৌকার ওপর ভাসমান এক বৃদ্ধ দম্পতির দিনযাপন
ধামইরহাটে ‘আরডিআরএস’ এর ২৯৮ তম শাখার উদ্বোধন
মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া (ফাজিল)-এর নতুন বহুতল একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন
জয়পুরহাটে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সিএসডিকে এনজিও'র বাস্তবায়নে বিএনএফ এর অর্থায়নে হত-দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ প্রদান।