পটুয়াখালীর চার উপজেলার পরিবহন বন্ধ, পরিত্রানে ডিসি কার্যালয়ের সামনে মানবন্ধন
বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির স্বেচ্ছাচারীতায় পটুয়াখালীর চার উপজেলায় পরিবহন সেবা বন্ধ রয়েছে র্দীঘদিন। পরিবহন সেবা অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করেও সমাধান আসতে পারেনি পরিবহন মালিক ও সংশ্লিষ্টরা। এমনিক উপজেলা গুলোতে পরিবহন সেবা অব্যাহত রাখতে ডিসির দরবার হলে অনুষ্ঠিত বৈঠকে স্থানীয় বাস মালিক সমিতিকে অনুরোধ করা হলেও তা আমলে নেয়নি তারা। এসব ঘটনায় বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানবন্ধন কর্মসূচী পালন করেছেন সেবা প্রত্যাশিরা। এরআগে পটুয়াখালী প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিবহন চলাচলের দাবী জানান তারা। চলমান এ দুর্ভোগ থেকে রেহাই পেতে ডিসি মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারক লিপি দেয়া হয়েছে।
আয়োজিত সংবাদ সম্মেলন ও মানবন্ধনে অংশ নেয়া অন্তত ৫ শতাধিক ব্যক্তিরা বলেন-র্দীঘদিন থেকে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহন পটুয়াখালী জেলার বাউফল,দশমিনা,দুমকী এবং গলাচিপা রুটে চলাচল করে আসছে। কিন্তু গত বছরের ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু চালুর পর বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির নেতৃবৃন্দরা রুট পারমিটের দোহাই দিয়ে এসকল রুটের পরিবহন বন্ধ করে দেন। র্দীঘদিন এ রুটে পরিবহন বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পরছেন। ভাঙ্গা-ভাঙ্গা পথে গন্তব্যে পৌছাতে নারী-শিশু যাত্রীদের পোহাতে হয় অসহনীয় দুর্ভোগ। চুরি-ছিনতাইয়ের কবলেও পরেন তারা। ভুক্তভোগীরা আরও বলেন-নব্বইয়ের দশকের সেই অনুন্নত রুটে এসকল পরিবহন চলাচল করছে। অথচ সড়ক ব্যবস্থা আধুনিক হলে বাস মালিক সমিতি নিজস্ব ক্ষমতাবলে পরিবহন বন্ধ করে দেন। ৭২ ঘন্টার মধ্য পরিবহন সেবা সচল না করা হলে আগামীতে আন্দোলন-সংগ্রামের আল্টিমেটাম দিয়েছেন তারা। এতে অংশ নেন পরিবহন সংশ্লিষ্ট দশমিনা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইকবাল মাহামুদ লিটন, মোঃ জিয়া উদ্দিন খান পিয়াল, মো. জালাল মৃধা, আবুল বশার, রফিক তালুকদার, ফিরোজ আলম ও রিয়াজুল খান প্রমূখ। এসব প্রসঙ্গে পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন মৃধা বলেন-রুট পারমিট না থাকায় প্রশাসন পরিবহন বন্ধ করেছেন,আমরা নয়।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতা অনুষ্ঠান
দাউদকান্দিতে মৎস প্রকল্পে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে চাঁদাদাবি ও হামলার অভিযোগ
কুমিল্লা-৬ হাজী ইয়াছিনের মনোনয়নের দাবীতে নারীদের নেতৃত্বে বিশাল বিক্ষোভ
পলাশবাড়ীতে মহিলা বিষয়ক কর্মকর্তা- চেয়ারম্যান দ্বন্দ্বে ভিডাব্লিউবি'র ২৬৬ উপকারভোগী চালবঞ্চিত
ঘোড়াঘাটে বেওয়ারিশ কুকুরের উপদ্রুপ বৃদ্ধি আতংকে পথচারী
চাঁদপুরের তিন উপজেলার পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার
সাভারের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর সিআরপি হাসপাতাল পরিদর্শন
কৃষকের কল্যাণেই গবেষণা হোক : স্বরাষ্ট্র উপদেষ্টা
কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত
দুর্নীতিতে স্বৈরাচার সরকারকেও হার মানিয়েছেন বরগুনার টিসিএফ শহিদুল
বারহাট্টায় বিএনপি'র মনোনীত প্রার্থী আনোয়ারুল হকের শোভাযাত্রা ও সমাবেশ
দুই সাংবাদিকের বিরুদ্ধে আ.লীগ নেত্রীর দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন