ঢাকা মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

পটুয়াখালীর চার উপজেলার পরিবহন বন্ধ, পরিত্রানে ডিসি কার্যালয়ের সামনে মানবন্ধন


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১-৬-২০২৩ বিকাল ৫:৫৪

বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির স্বেচ্ছাচারীতায় পটুয়াখালীর চার উপজেলায় পরিবহন সেবা বন্ধ রয়েছে র্দীঘদিন। পরিবহন সেবা অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করেও সমাধান আসতে পারেনি পরিবহন মালিক ও  সংশ্লিষ্টরা। এমনিক উপজেলা গুলোতে পরিবহন সেবা অব্যাহত রাখতে ডিসির দরবার হলে অনুষ্ঠিত বৈঠকে স্থানীয় বাস মালিক সমিতিকে অনুরোধ করা হলেও তা আমলে নেয়নি তারা। এসব ঘটনায় বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানবন্ধন কর্মসূচী পালন করেছেন সেবা প্রত্যাশিরা। এরআগে পটুয়াখালী প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিবহন চলাচলের দাবী জানান তারা। চলমান এ দুর্ভোগ থেকে রেহাই পেতে ডিসি মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারক লিপি দেয়া হয়েছে।

আয়োজিত সংবাদ সম্মেলন ও মানবন্ধনে অংশ নেয়া অন্তত ৫ শতাধিক ব্যক্তিরা বলেন-র্দীঘদিন থেকে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহন পটুয়াখালী জেলার বাউফল,দশমিনা,দুমকী এবং গলাচিপা রুটে চলাচল করে আসছে। কিন্তু গত বছরের ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু চালুর পর বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির নেতৃবৃন্দরা রুট পারমিটের দোহাই দিয়ে এসকল রুটের পরিবহন বন্ধ করে দেন। র্দীঘদিন এ রুটে পরিবহন বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পরছেন। ভাঙ্গা-ভাঙ্গা পথে গন্তব্যে পৌছাতে নারী-শিশু যাত্রীদের পোহাতে হয় অসহনীয় দুর্ভোগ। চুরি-ছিনতাইয়ের কবলেও পরেন তারা। ভুক্তভোগীরা আরও বলেন-নব্বইয়ের দশকের সেই অনুন্নত রুটে এসকল পরিবহন চলাচল করছে। অথচ সড়ক ব্যবস্থা আধুনিক হলে বাস মালিক সমিতি নিজস্ব ক্ষমতাবলে পরিবহন বন্ধ করে দেন। ৭২ ঘন্টার মধ্য পরিবহন সেবা সচল না করা হলে আগামীতে আন্দোলন-সংগ্রামের আল্টিমেটাম দিয়েছেন তারা। এতে অংশ  নেন পরিবহন সংশ্লিষ্ট দশমিনা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইকবাল মাহামুদ লিটন, মোঃ জিয়া উদ্দিন খান পিয়াল, মো. জালাল মৃধা, আবুল বশার, রফিক তালুকদার, ফিরোজ আলম ও রিয়াজুল খান প্রমূখ। এসব প্রসঙ্গে পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন মৃধা বলেন-রুট পারমিট না থাকায় প্রশাসন পরিবহন বন্ধ করেছেন,আমরা নয়।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ওএমএস ডিলার পয়েন্ট বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দুই মহাসড়ক অবরোধ, দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার যান চলাচল বন্ধ

চাঁদপুরে মাদক কারবারি ইউপি সদস্যের স্ত্রীসহ আটক ২

ঝিনাইদহে মহিলা রোগীর গালে থাপ্পড় মারলেন ডাঃ দেবাশীষ বিশ্বাস; অন্তরালে যা ঘটেছিল

বড়লেখায় দুই সিএনজি-অটোরিক্সা চুর আটক, গণপিটুনিতে নিহত-১

সাতক্ষীরায় কথিত সাংবাদিকের চাঁদাবাজিতে অতিষ্ঠ সকলে

সাভারে ইউএনওর এক বছর পূর্তিতে উন্নয়নের ভূয়সী প্রশংসা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির "ফল-২০২৫" ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নাচোলে রাতের আঁধারে আমের ডাল কর্তন ও চুরি ক্ষতি প্রায় ৮০ হাজার টাকা

রায়গঞ্জে এক অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালো শিক্ষার্থী শেখ রিয়াদ

বাউবিতে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান

নড়াইলে ইব্রাহিম মোল্যাকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার নাটকের অবসান : ভিকটিম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

শালিখায় অবৈধ মৎস্য সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস