ইপি- উদ্যোক্তা প্লার্টফর্ম
অনলাইনে ১ লাখ ৪৬ হাজার সদস্যের সংগঠন

দেশের জনপ্রিয় সোস্যাল প্লাটফর্ম ‘ইপি’। ভোক্তা ও উদ্যোক্তা, সবার কাছেই সমান জনপ্রিয়। বর্তমানে এ প্লার্টফর্মের সদস্য সংখ্যা ১ লাখ ৪৬ হাজার। সারাদেশের ২২ হাজার উদ্যাক্তা সদস্য। ট্রেড লাইসেন্স প্রাপ্ত সদস্য ২ হাজার ১০০ জনের মতো, দক্ষ ২৭ জন মডারেটর, ৬৯ জেলা প্রতিনিধি, ৩৯ সহজেলা প্রতিনিধি ও ৫ জন উপদেষ্টা। সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্যোক্তা প্লার্টফর্মের পরিচালক রনি রহমান। সকালের সময়কে তিনি জানান- উদ্যোক্তাদের সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনার মধ্য দিয়ে এগিয়ে নিতে ২০২১ সালের ২৫ জানুয়ারি যাত্রা শুরু হয় এন্টারপ্রেনার্স এন্ড ই-কমার্স প্লাটফর্ম, ইপি (Entrepreneur and E-commerce Platform(EP)।
তিনি বলেন- ইপিকে সাজানো হচ্ছে একটি মডেল হিসেবে। যেখানে শুধু উদ্যোক্তারাই নন, সমানভাবে লাভবান হবেন ভোক্তারাও।’ অনলাইনে যারা পণ্য বেচেন বা কেনেন, তাদের বেশি সংখ্য নারী। এ জন্য উদ্যোক্তা প্লার্টফর্মে নারী ক্রেতা-বিক্রেতাদের সুযোগ-সুবিধার বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়। এ সময়ে নারীদের অনেকেই উপার্জন প্রত্যাশী। তারা সংসার, সন্তান প্রতিপালনের জন্য প্রথাগত চাকরি ছাড়তে বাধ্য হয়েছিলেন। উদ্যোক্তা প্লার্টফর্মে যুক্ত হয়ে তারা ঘরে বসে সংসারের যাবতীয় কাজ সামলে নতুন করে উপার্জনের পথ খুঁজে পেয়েছেন। এই প্ল্যাটফর্ম চাকরি হারানোর দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে অতিরিক্ত উপার্জনে সহায়ক ভুমিকাও পালন করছে অনেকের জন্য। শহরের সাথে সাথে আমাদের দেশের গ্রামীণ নারী সমাজ নিজেদের কারুশিল্প নিয়ে উপস্থিতি হতে পারছে সকলের দোরগোড়ায়। নিজেদের কারুকার্যের পরিচিতির পাশাপাশি উপার্জন করতে পারছেন। পরিবারের উপার্জনে সহায়তা করতে পারছেন। বিলুপ্ত হতে বসা কুঠিরশিল্প সকলের মাঝে নতুন করে উপস্থিত করতে পারছেন।
সাধারণ উদ্যোক্তাদের ব্যবসার অনেক বিষয় বুঝতে অসুবিধা হয়। তাই ছোট ব্যবসায়ীদের বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করে ইপি। ‘একে অপরের সহযোগিতার মাধ্যমে উদ্যোক্তার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। অনলাইন উদ্যোক্তার পেইজ প্রমোশন থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করা হয়। এছাড়াও উদ্যোক্তা জীবনে সমস্যা এবং তার সমাধান খুঁজে বের করার মাধ্যমে সহযোগিতা করা হয়। ইপি ভোক্তার চাহিদা পূরণে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করে।
এই সংগঠনের কার্যক্রম অনলাইন ও অফলাইন উভয়ক্ষেত্রে চলমান থাকছে। এরই মধ্যে উদ্যোগ গ্রহণ করেছে সকল জেলা, উপজেলা পর্যায়ে অফলাইন মেলার কার্যক্রম। কোন উদ্যোক্তা অসুস্থ বা দুর্ঘটনা ঘটলে তার পাশে থাকছে ইপি। এছাড়াও উদ্যোক্তাদের নিয়ে তৈরি করা হয়েছে উদ্যোক্তা ডাটাবেইজ, যা বায়ারদের কাছে থাকছে। উদ্যোক্তাদের ডাটাবেইজ লিস্ট পিন পোস্টে থাকে। দীর্ঘমেয়াদি এবং সময়ের চাহিদা অনুযায়ী নিজস্ব ই-কমার্স ওয়েবসাইট তৈরি পরিকল্পনা করা হচ্ছে। অনলাইনের পাশাপাশি অফলাইনে ইপির উদ্যোগে আয়োজন করা হবে উদ্যোক্তা মেলা। উদ্যোক্তাদের পরিচিতি বাড়ানোর জন্য অফলাইন মিটাপের ব্যবস্থা আছে। যেখানে সীমিত পরিসরে পন্য প্রদর্শনী করতে পারছে উদ্যোক্তারা। সদস্যদের যারা সুপার অ্যাকটিভ থাকে, তাদের মাসে ২ বার লাইভ করার সুযোগ দেওয়া হচ্ছে। প্রতিমাসে টপ সেলারের ছবি দিয়ে তার পেইজ প্রমোট, ইপি থেকে ইপি অনলাইন হাট এর ব্যবস্থা করা হচ্ছে। যেখানে ক্রেতারা স্বল্প ব্যয়ে পণ্য কেনাকাটা করতে পারে। আর উদ্যোক্তারাও যেন নিজেদের পণ্য স্বল্প লাভে সকলের হাতে তুলে দিতে পারে। এছাড়াও উদ্যোক্তাদের অ্যাক্টিভিটিস এবং কাজের গতি বাড়ানোর জন্য প্রতি মাসে থাকে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা যেখানে বিজয়ীদের পুরষ্ককৃত করা হয়।
উদ্যোক্তা প্লাটফর্মের উদ্যোগে এ পর্যন্ত অনলাইন মেলা হয়েছে ৪ টি। ইপি অনলাইন ঈদ মেলা ৩টি এবং ইপি অনলাইন পূজার মেলা ১ টি। এছাড়াও এখন পর্যন্ত অফলাইন মেলা অনুষ্ঠিত হয়েছে ৬ টি। আগামী ৩ মাসে সারাদেশে ১০ টি অফলাইন মেলার পরিকল্পনা করা হয়েছে। সারাদেশের উদ্যোক্তাদের এক প্লার্টফর্মে আনার পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে ইপি।
Sunny / Sunny

হোটেল ও রেস্টুরেন্ট শিল্পের সফল জাদুকর সুকান্ত সৈকত

শুরু হয়ে গেল রাঁধুনী নিবেদিত মাংসের সেরা রেসিপি ২০২৫ সিজন ৪ রান্নার প্রতিযোগিতা

অপরাজিতায় কবিতার শাড়ি

ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে শক্তিশালী করতে এসএমই ফাউন্ডেশন ও অক্সফ্যাম একসাথে কাজ করবে

ঈদ ফ্যাশন ফিক্সেশন এর উদ্বোধন

ভর্তার স্বাদ ও সাতকাহন

মাসরুমের গুরুত্ব ও মাশরুমের উৎপাদন কৌশল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

আমার মমতাময়ী মা

শেষ হলো আইডিয়া পিচিং কম্পিটিশন ক্রিয়েভেঞ্চার ৩.০

ছোট উদ্যোক্তা থেকে বড় উদ্যোক্তা হওয়ার প্লার্টফর্ম সম্পূর্ণা বাংলাদেশ

টিকটকে যে নারীরা অনুপ্রেরণা যোগায়

চল্লিশেই সফল ব্যবসায়ী- নিয়াজ মোর্শেদ এলিট
