ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের খুটির জোর কোথায় ?

সাংবাদিক পরিচয় দানকারী ক্ষমতাশীন দলের এক নেতার পরিচয়ে দুর্নীতি করে পার পেয়ে যাচ্ছে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ কাশেম। বিদ্যালয়ের জনবল নিয়োগ বাণিজ্য , বিদ্যালয়ের পুকুর খননের নামে টাকা আত্মসাৎ , জাল সনদে শিক্ষাকতা সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির নিউজ করায় সাংবাদিককে জীবননাশের হুমকি। একের পর এক অপরাধ ও অর্থনৈতিক দুর্নীতি কর্মকাণ্ড সাথে জড়িত হলেও ভয়ে কেউ কোনো কথা বলতে পারে না।
বৈকারী কুশখালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক থাকাকালীন সময়ে এম এ কাশেমের বিরুদ্ধে জনবল নিয়োগ সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এলাকায় সমালোচনার শেষ নেই। বিদ্যালয়ের সংস্কার ও পুকুর খননের নামে ভুয়া বিল ভাউচার দেখিয়ে ১ লক্ষ ৬৫ হাজার টাকা আত্মসাৎ করেছে এম এ কাশেম। মানুষের সরলতার সুযোগ নিয়ে কথিত পত্রিকার নির্বাহী সম্পাদক এম এ কাশেম অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে। নিয়োগ বাণিজ্য নামে প্রায় কোটি টাকা দুর্নীতি করে সত্যকে আড়াল করে নিজেকে পত্রিকার নির্বাহী সম্পাদক ও ক্ষমতাশীল দলের পরিচয় দিয়ে ব্যক্তি স্বার্থ চরিতার্থ আর অর্থ কামানোর পথ হিসেবে বেছে নিয়েছে। এলাকার সচেতন মহল জানায় , অর্থলোভী , টাউট বাটপার ও প্রতারক এম এ কাশেম বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। সরে জমিনে প্রমাণ পাওয়া গেছে, বিদ্যালয়ের চাকরি দেওয়ার নাম করে তরিকুল ইসলামের কাছ থেকে ১০ লক্ষ টাকা থেকে ৪ লক্ষ টাকা ফেরত দিয়েছে তা লিখিত প্রাপ্তি স্বীকার পত্রে উল্লেখ আছে । বাকি ৬ লক্ষ টাকা না পেয়ে তরিকুল ইসলাম এম এ কাশেমের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
তথ্যনুসন্ধানে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ কাশেম অবৈধভাবে নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। গোপন সূত্রে জানা যায়, পাতানো নিয়োগ বোর্ড বসিয়ে প্রধান শিক্ষক পদে চাকরি পেয়েছেন। অবৈধ প্রক্রিয়ায় ২৩ শে মার্চ নিয়োগ সীট ডিজির প্রতিনিধি দ্বারা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুনের স্বাক্ষর জাল করে এমপিও সীট জমা দেন। সূত্র মতে, সরকারি নিয়ম অনুযায়ী প্রধান শিক্ষক হতে হলে বি,এড সার্টিফিকেট থাকা আবশ্যক। অসৎ উপায়ে দূর্নীতি এম এ কাশেম অবৈধ বি,এড সনদ দিয়ে প্রধান শিক্ষক হয়েছেন বলে জানা গেছে। আরো জানা যায়, ক্ষমতাশীল দলের একজন প্রভাবশালী নেতা ও সাতক্ষীরা সদর এমপির পিএস মাহফুজুর রহমান, জেলা ও উপজেলা শিক্ষা অফিসের প্রধান কর্মকর্তাদের যোগসাজসে আর্থিক সুবিধা দিয়ে এম এ কাশেম প্রধান শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন।
এম এ কাশেমের বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ রয়েছে। তৎকালীন ৫ বছর ইংল্যান্ড প্রবাসী থাকার পর দেশে ফিরে আসেন। ২০১৪ সাল সময়ে বাগেরহাট জেলায় একটি বিদ্যালয় শিক্ষকতা করেন। সেখানে থাকাকালীন সময়ে বিভিন্ন দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অপরাধে কাশেমের বিরুদ্ধে মামলা হয়। একপর্যায়ে কাশেম সেখান থেকে চলে আসেন সাতক্ষীরা জেলায়। পরবর্তীতে বৈকারী কুশখালি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ পান। সেখানেও বিভিন্ন দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ ওঠে । বৈকারী কুশখালি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী কাম হিসাব সহকারী শূন্যপদ সহ নব সৃষ্ট কম্পিউটার ল্যাব অপারেটর, অফিস সহায়ক, নিরাপত্তাকর্মী ও আয়া সহ মোট পাঁচটি পদে জনবল নিয়োগের সিদ্ধান্ত হয়। জনবল নিয়োগের জন্য প্রধান শিক্ষক ৩১/ ৭/ ২২ ইং তারিখ বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন। পাঁচটি শূন্য পদে জনবল নিয়োগ প্রদানের নামে ৭ জনের কাছ থেকে মোট ৭০ লক্ষ টাকা ঘুষ গ্রহণ করেন এম এ কাশেম। ৭ জনের মধ্যে ৫ জনের এমপিও ভুক্তি করা হয়েছে। বাকি দুই জন ইয়াছিন আলী ও তরিকুল নিয়োগ পাননি। নিয়োগ প্রদানের নামে তরিকুলের কাছ থেকে ১০ লক্ষ টাকা ও ইয়াছিন আলীর কাছ থেকে ১৪ লক্ষ টাকা ঘুষ গ্রহণ করেন।
তরিকুল ও ইয়াছিন আলী টাকা ফেরত চাইলে এম এ কাশেম টালবাহানা করে কালক্ষেপণ করেন । একপর্যায়ে তিনি তাদেরকে বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিতে থাকেন । গোপন সূত্রে জানা যায়, বৈকারী কুশখালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক থাকাকালীন সময়ে এম এ কাশেম , সভাপতি মাহফুজুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান সমন্বয়ে একটি গোপন বৈঠক হয়। সেই সিদ্ধান্ত মোতাবেক একটি পাতানো নিয়োগ বোর্ড বসিয়ে পছন্দের প্রার্থীদের নিয়োগ দিয়ে মোটা অঙ্কের ঘুষ বাণিজ্য করেন।
আদালতের ২৩/২৩ নং মামলার সূত্রে জানা যায়, বৈকারী কুশখালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারি কাম হিসাব সহকারী শূন্য পদে বাদী ইয়াছিন আলী সহ ৫ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। সেখানে ইয়াছিন আলী সর্বোচ্চ নম্বর প্রাপ্ত হন । নিয়োগ বোর্ড কর্তৃক ইয়াছিন আলীকে উক্ত পদে নিয়োগ প্রদানের জন্য ২২/৮/২২ ইং তারিখে সুপারিশ করেন। অপর দিকে কম্পিউটার ল্যাব অপারেটর পদে ১ নম্বর বিবাদী সহ ৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। সেখানে বিবাদী সবুর হোসেন সর্বোচ্চ নম্বর প্রাপ্ত হলে নিয়োগ বোর্ড কর্তৃক সবুর হোসেনকে উক্ত পদে নিয়োগ প্রদানের জন্য সুপারিশ করেন। ২৪/৮/২২ ইং তারিখে ম্যানেজিং কমিটির সভায় বিভিন্ন পদে নিয়োগ প্রাপ্তদের নিয়োগের অনুমোদন হয়। ২৫/৮/২২ ইং তারিখে ১১৮/২২ ও ১১৪/২২ স্মারক মোতাবেক ইয়াছিন আলী ও সবুর হোসেন নিয়োগ প্রাপ্ত হয়। সেই মোতাবেক ৩০/৮/২২ ইং তারিখ ১৩৮/২২ স্বারক মারফত ৫ জনের এমপিও ভুক্তি জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ মহাপরিচালক বরাবর পত্র প্রেরণ করেন। সুনামের সহিত দায়িত্ব পালন করায় প্রধান শিক্ষক ১২১/২২ স্মারকে ইয়াছিন আলী ও ১৪২/২২ স্মারক মোতাবেক সবুর হোসেনকে ব্যাংক হিসাব খোলার জন্য প্রত্যয়ন পত্র সহ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করেন।
অতঃপর, ৩০/৮/২২ ইং তারিখে ১৩৮ নম্বর স্মারকে নিয়োগ প্রাপ্ত বিভিন্ন পদে ৫ জনের মধ্যে ৩ জনের এমপিও ভুক্তির অনুমোদন হয়। অফিস সহকারী কাম হিসাব সহকারী বাদী ইয়াছিন আলী ও কম্পিউটার ল্যাব অপারেটর পদে বেবাদী সবুর হোসেনকে এমপিও ভুক্তি অনুমোদন হয়নি। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। পরবর্তীতে ইয়াছিন আলীকে উক্ত পদ থেকে বাতিল করে দেয়। এবং বেবাদী সবুর হোসেনের সহিত ম্যানেজিং কমিটির সহযোগিতায় সবুর হোসেনের নামে ব্যাকডেট দিয়ে ২৫/৮/২২ ইং তারিখে ১১৪/২২ স্মারক মারফত অফিস সহকারি কাম হিসাব সহকারী পদে নিয়োগ পত্র ইস্যু করেন। যাহা সম্পর্ণ অন্যয় বেআইনি। অপরদিকে প্রধান শিক্ষক এম এ কাশেম ২৫/৮/২২ ইং তারিখে ১১৪/২২ স্মারক মোতাবেক ১নং নম্বর বিবাদী সবুর হোসেনকে কম্পিউটার ল্যাব অপারেটর পদে নিয়োগ পত্র প্রদান করেন। যোগদান পত্র ২৮/৮/২২ ইং তারিখে প্রধান শিক্ষক কর্তৃক গৃহীত হয়। সবুর হোসেনকে ব্যাকডেট দিয়ে অফিস সহকারি কাম হিসাব সহকারি পদে পুনরায় তর্কিত নিয়োগ পত্র ইস্যু করে। এ বিষয়ে বাদী ইয়াছিন আলী অবগত হয়ে প্রধান শিক্ষক এম এ কাশেমের কাছে জিজ্ঞাসা করিলে তিনি কোনো কর্ণপাত না করে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক হয়েছে বলে জানায়। ন্যায় বিচারের দাবিতে সাতক্ষীরা সদর উপজেলার কাথন্ডা , মৃগীডাঙ্গী গ্রামের মোঃ এছাহক আলীর পুত্র মোঃ ইয়াছিন আলী বাদী হয়ে বিভিন্নভাবে হয়রানি ও দূর্ণীতির অভিযোগ এনে বেবাদী করে ১) মোঃ সবুর হোসেন ২) কুশখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ কাশেম ,( বর্তমান ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক)।। ৩) বৈকারী কুশখালি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মাহফুজুর রহমান ও বর্তমান সদর এমপির পি,এস ৪) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ জাহিদুর রহমান ৫) সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন ৬) রুহুল কুদ্দুস ৭) তোতাুউর রহমান ৮) রফিকুল ইসলাম। ৯) মোছাঃ নুরুন্নাহার ১০) সেরাজুল ইসলাম, ১২) আবু বকর, ১২) সেলিম কবির ১৩) মোমতাজ খাতুন ১৪) মোঃ তুহিন ১৫) বিদ্যালয় পরিদর্শক , মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর ১৬) মহা পরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষা ভবন সেগুনবাগিচা, ঢাকা, বাংলাদেশ সহ মোট ১৬ জনকে বিবাদী করে সাতক্ষীরা সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেছেন।
সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসারের কাছে প্রশ্ন? শিক্ষা নীতিমালা আইন অনুযায়ী একজন স্কুলের প্রধান শিক্ষক চাকরিরত থাকাকালীন অবস্থায় সে কিভাবে সাংবাদিক বা পত্রিকার নির্বাহী সম্পাদক হতে পারে !
জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার সাংবাদিক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য কামরুল হাসান এম এ কাশেমের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করে প্রেস ক্লাবে ফেরার সময় এম এ কাশেম (০১৭৪৮১৫৯৩৭২) নং থেকে সাংবাদিক কামরুল হাসানের মুঠোফোনে কল দিয়ে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ সহ জীবননাশের হুমকি প্রদান করে। ব্যাপারে সাংবাদিক কামরুল হাসান সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।যার জিডি নং ১৫১।
এ বিষয়ে প্রধান শিক্ষক এম এ কাশেম এর কাছে মোবাইল ফোনে কথা বললে তিনি প্রকৃত বিষয়টি কৌশলে এড়িয়ে যান। এবং বাঙ্গালি কন্ঠ সাংবাদিককে হুমকি দিয়ে বলেন , নিউজ করলে আমি আপনাকে দেখে নেবো। তিনি একটি পত্রিকার নির্বাহী সম্পাদক বলে পরিচয় দিয়েছেন।
এমএসএম / এমএসএম

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত
Link Copied