ঢাকা সোমবার, ৪ আগস্ট, ২০২৫

জননন্দিত আ'লীগ নেতা ওয়াকিল উদ্দিনকে নৌকার কান্ডারি হিসেবে চান এলাকাবাসী


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ৪-৬-২০২৩ রাত ৯:৪৬

বাংলাদেশের বড় ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ আ'লীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ'লীগ  সরকার গঠনের মধ্যে পর্যায়ক্রমে যে আসনগুলি শূন্য হয়েছে এবং উপনির্বাচনের মাধ্যমে সে আসনগুলো পূর্নতা পেয়েছে। তাঁর মধ্যে ঢাকা-১৭ আসনও একটি। সম্প্রতি গত ১৫ই মে আকবর হোসেন পাঠান ফারুক এমপি চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা গেলে, নির্বাচন কমিশন বৃহস্পতিবার (১ জুন) ঢাকা-১৭ এর শূন্য আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে তফসিল ঘোষণা করেন। আসন্ন  ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে কে হবেন সাংসদ সদস্য, কে হবেন নৌকার কান্ডারি এ নিয়ে  এলাকাবাসীর মধ্যে শুরু হয়েছে নানা গুনজন। 

রাজধানীর অভিজাত এলাকা হিসেবে সুপরিচিত এই ঢাকা-১৭ আসন। যা গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেক থানা ১৫, ১৮, ১৯, ২০ ও ৯৫ নং ওয়ার্ড এবং ক্যান্টনমেন্ট থানা নিয়ে গঠিত। এলাকাবাসী ও তৃণমূল আ'লীগের নেতা কর্মীরা বক্তব্যে বলেন, ঢাকা-১৭ আসনকে মাদকমুক্ত, কিশোর গ্যাং ও চাঁদাবাজ মুক্ত এলাকা গঠনে একজন সাদা মনের মাটি ও মানুষের সেবক হতে পারবে সেরকম প্রতিনিধি চাই। যে হবে আগামীর জনগণের সেবক। আলোচনা কালে ৭০ দশকের বর্ণ্যাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আ'লীগ নেতা ওয়াকিল উদ্দিনের বিষয়ে জানতে চাইলে এলাকা বাসি জানান, সময়ের তারুন্য নির্ভর বলিষ্ঠ রাজনৈতিক নেতা ও সাধারন মানুষের বিপদ সারথি ওয়াকিল উদ্দিন এই আসনের দায়িত্ব পেলে অবহেলিত এলাকাবাসী একজন আস্থাশীল অভিভাবক পাবেন তিনি একজন প্রকৃত দেশ ও দল প্রেমিক নেতা, একজন সাদা মনের মানুষ। এছাড়াও ভিআইপি আসন হিসেবে এটি কূটনৈতিক এলাকা এবং সেনানিবাসের অবস্থান হওয়ায় আসনটি রাজনীতিবিদদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ওয়াকিল উদ্দিন বাংলাদেশ আ'লীগের জাতীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে  দীর্ঘ সময় থেকে এ আসনকে মুক্তিযুদ্ধের চেতনায় আ'লীগকে সুসংগঠিত করে রেখেছেন নিষ্ঠার সাথে। নেতা হিসেবে ওয়াকিল উদ্দিন সেরা। কর্মীদের যে কোনো সমস্যায় তাকেই সবার আগে পাওয়া যায়। এলাকার কোনো সমস্যায় নেতা-কর্মীদের নিয়ে ঝাঁপিয়ে পড়েন। করোনাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের মানুষকে আগলে রেখেছেন। অসহায় নিম্ন ও মধ্য আয়ের মানুষদের পাশে দাঁড়িয়েছেন খাদ্য ও বস্ত্র সহায়তা করে। অসহায় মানুষের বিপদ সারথি ও কর্মীবান্ধব এমন নেতাকেই অভিভাবক হিসেবে দেখতে চাই।  

আসন্ন উপনির্বাচনকে ঘিরে একান্ত আলাপচারিতায় ওয়াকিল উদ্দিন গণমাধ্যমেকে বলেন, বর্তমানে গ্লোবালাইজেশনের যুগে সামাজিক বৈষম্য দূরীকরণ এর মধ্য দিয়ে একটি আলোকিত সমাজ গড়তে তৃনমূলের ভূমিকা অপরিসীম। তাই মানবিক এলাকা গঠনের লক্ষে সমাজ নীতিতে রাজনৈতিক চর্চা কোন বিকল্প নেই। দেশের উন্নয়নের ধারাকে তরান্বিত করতে এবং বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক হিসাবে দেশকে এগিয়ে নিতে স্ব-স্বঅবস্থান থেকে উন্নয়নের সকল সূচকের পাশাপাশি  মুক্তচিন্তায় তরুন প্রজন্মের বিকশিত জ্ঞান ও মেধাকে দেশের কাজ লাগাতে হবে। আমি দলের প্রতি শতভাগ আনুগত্য থেকে ত্যাগ স্বীকার করে এখন পর্যন্ত দলের হয়ে কাজ করে যাচ্ছি। আর এ কারণে এবার দল থেকে মনোনয়ন প্রত্যাশা করছি। আশা করি, এবার দল এবং প্রধানমন্ত্রী আমাকে নিরাশ করবেন না। আমি জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল। তিনি যাকে যোগ্য মনে করবেন তাঁর হয়েই আমি কাজ করে যাব। ”।

এমএসএম / এমএসএম

ছাত্রদলের সমাবেশে পরিপূর্ণ শাহবাগ

৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের নতুন কমিটি গঠিত

মাদক ও মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে র‍্যাবের সেমিনার অনুষ্ঠিত

পিআইবি’র গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্সের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

উত্তরার বিদ্যাপিট নওয়াব হাবিবুল্লাহ এর এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান- ছাত্রনেতা মাইদুল হাসান সিয়াম

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন

স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান

তুরাগে রাজউকের খালি প্লট দখলের অভিযোগ সুরুজ মিয়ার বিরুদ্ধে

ই-কমার্স খাতে বিশেষ অবদানের জন্য বাফেসাপ আইকনিক অ্যাওয়ার্ড পেল ই-ক্রয় ডটকম

পুষ্টি ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ শীর্ষক আলোচনা সভা

জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের আলোচনা সভা