ইন্দুরকানীতে বিজিবি সদস্যের নামে মিথ্যা অভিযোগ

পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের তানভীর আহমেদ জাহিদ নামের এক বিজিবি সদস্যের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ ও মামলা করেন তার চাচা মোঃ হাবিব হাওলাদার এবং বড় ভাইয়ের ছেলে বউ শাহিদা বেগম।
উল্লেখ্য দীর্ঘদিন চাচাতো ভাইদের সাথে জমা জমি সংক্রান্ত বিরোধের কারণে ভাইদের মধ্যে মারামারি ও হামলা-মামলা হয়। এর জের ধরে তানভীরের চাচা ও চাচাতো ভাইয়েরা তানভীর আহমেদ জাহিদের অসুস্থ ভাইয়ের বউ শাহিদা বেগমকে দিয়ে তানভীর আহমেদ জাহিদের নামে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
উল্লেখ্য শাহিদা বেগমের স্বামী মানসিক রোগী হওয়ায় চাচাতো দেবর কামরুলের বাড়িতে গেরস্থালী কাজ করে শাহিদা বেগম। এই সুযোগে বিভিন্ন উপঢৌকনের বিনিময়ে কামরুল ইসলাম শাহিদাকে দিয়ে জাহিদের বিরুদ্ধে এ মিথ্যা মামলা করে।
গত বছর ২৬ শে নভেম্বর ২০২২ সব চাচাতো ভাইয়ের সম্পত্তি মাপ-ঝোক ও বন্টনের জন্য নির্ধারিত তারিখ ছিল। কিন্তু হাবিব হাওলাদারের ঘর এবং অপর চাচাতো ভাই কামরুল তার চাচতো চাচা মোঃ শাহজাহান এরা জমি জবরদখল করে রাখার জন্য ও অন্য জায়গা ছেড়ে দিতে হবে এই আশঙ্কায় হাবিব, কামরুল গং চাচাতো ভাইদেরকে ভাড়াটে মাস্তান দিয়ে বেধরক মারপিট করেন এবং খুনের উদ্দেশ্য চাচা এবং চাচাতো ভাই মোঃ নান্না মিয়ার উপর অতর্কিত হামলা চালায়। উক্ত ঘটনায় জাহিদের আব্বাসহ মোট ৪জন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় বাগেরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন জাহিদের বড় চাচা শাহজাহান মিয়া।
এরপর এই মামলা উঠানোর জন্য জাহিদের আব্বা এবং চাচাতো ভাইদেরকে কামরুল ও হাবিব গং বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়ে আসছে। উপায় না দেখে কামরুলের বাড়িতে কাজ করা অসুস্থ ভাই এর বউকে দিয়ে জাহিদের নামে মিথ্যা মামলা দায়ের করেন। এ ব্যাপারে ইন্দুরকানী থানার অফিস ইনচার্জ জনাব এনামুল হক বলেন, শাহিদা বেগমের কাছ থেকে একটা অভিযোগ পেয়েছি তদন্ত করার আগেই তারা কোর্টে মামলা করেছে। তবে এদের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে।
এ ব্যাপারে ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইমন তালুকদার বলেন, জাহিদ সম্পর্কে আমি যতটুকু জানি ও ভালো ছেলে, তবে তাদের ভাইদের মধ্যে দীর্ঘদিন যাবত সম্পত্তি নিয়ে বিরোধ আছে।
এমএসএম / এমএসএম

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদ জন্ম হবে না: শওকত হোসেন সরকার

পাটগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস পালন

টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিরাপদ পানি, স্যানিটেশন, হাইজিন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় সাংবাদিক রফিকুল ইসলাম কালভীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বাউফলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে বাজারের ইজারা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সন্ত্রাসী হামলায় ৫ পুলিশসহ আহত ৬, গ্রেপ্তার ৩

নওগাঁয় মামলা তদন্তে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

টিএইচই র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

আনোয়ারায় মোবাইল কোর্ট অভিযান,তিন মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন ও সাংবাদিক ওরিয়েন্টেশন

রাজশাহী সড়ক-জনপথে কর্মচারীদের জনসংযোগ
