ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

ইন্দুরকানীতে বিজিবি সদস্যের নামে মিথ্যা অভিযোগ


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ৫-৬-২০২৩ দুপুর ২:২৬

পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের তানভীর আহমেদ জাহিদ নামের এক বিজিবি সদস্যের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ ও মামলা করেন তার চাচা মোঃ হাবিব হাওলাদার এবং বড় ভাইয়ের ছেলে বউ শাহিদা বেগম।
উল্লেখ্য দীর্ঘদিন চাচাতো ভাইদের সাথে জমা জমি সংক্রান্ত বিরোধের কারণে ভাইদের মধ্যে মারামারি ও হামলা-মামলা হয়। এর জের ধরে তানভীরের চাচা ও চাচাতো ভাইয়েরা তানভীর আহমেদ জাহিদের অসুস্থ ভাইয়ের বউ শাহিদা বেগমকে দিয়ে তানভীর আহমেদ জাহিদের নামে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
উল্লেখ্য শাহিদা বেগমের স্বামী মানসিক রোগী হওয়ায় চাচাতো দেবর কামরুলের বাড়িতে গেরস্থালী কাজ করে শাহিদা বেগম। এই সুযোগে বিভিন্ন উপঢৌকনের বিনিময়ে কামরুল ইসলাম শাহিদাকে দিয়ে জাহিদের বিরুদ্ধে এ মিথ্যা মামলা করে।
গত বছর ২৬ শে নভেম্বর ২০২২ সব চাচাতো ভাইয়ের সম্পত্তি মাপ-ঝোক ও বন্টনের জন্য নির্ধারিত তারিখ ছিল। কিন্তু হাবিব হাওলাদারের ঘর এবং অপর চাচাতো ভাই কামরুল তার চাচতো চাচা মোঃ শাহজাহান এরা জমি জবরদখল করে রাখার জন্য ও অন্য জায়গা ছেড়ে দিতে হবে এই আশঙ্কায় হাবিব, কামরুল গং চাচাতো ভাইদেরকে ভাড়াটে মাস্তান দিয়ে বেধরক মারপিট করেন এবং খুনের উদ্দেশ্য চাচা এবং চাচাতো ভাই মোঃ নান্না মিয়ার উপর অতর্কিত হামলা চালায়। উক্ত ঘটনায় জাহিদের আব্বাসহ মোট ৪জন গুরুতর আহত হয়েছেন। এই  ঘটনায় বাগেরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন জাহিদের বড় চাচা শাহজাহান মিয়া।
এরপর এই মামলা উঠানোর জন্য জাহিদের আব্বা এবং চাচাতো ভাইদেরকে কামরুল ও হাবিব গং বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়ে আসছে। উপায় না দেখে কামরুলের বাড়িতে কাজ করা অসুস্থ ভাই এর বউকে দিয়ে জাহিদের  নামে মিথ্যা মামলা দায়ের করেন। এ ব্যাপারে ইন্দুরকানী থানার অফিস ইনচার্জ জনাব এনামুল হক বলেন, শাহিদা বেগমের কাছ থেকে একটা অভিযোগ পেয়েছি তদন্ত করার আগেই তারা কোর্টে মামলা করেছে। তবে এদের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে।
এ ব্যাপারে ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইমন তালুকদার বলেন, জাহিদ সম্পর্কে আমি যতটুকু জানি ও ভালো ছেলে, তবে তাদের ভাইদের মধ্যে দীর্ঘদিন যাবত সম্পত্তি নিয়ে বিরোধ আছে।

এমএসএম / এমএসএম

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল

তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা

আত্রাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

রাণীশংকৈলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

পবিপ্রবিতে নিয়োগ-বিধি ও প্রমোশন দ্বন্দ্ব, বিএনপিপন্থী শিক্ষকদের বিজয় দিবস বর্জন

বড়লেখায় বিএনপির প্রকাশ্যে গ্রুপিং, কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া ঐক্যের পথ দেখছেন না নেতাকর্মীরা

মেহেরপুরে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ডেইরি খামারিদের মাঝে ঘাস ও খড় কাটার মেশিন বিতরণ

রাজশাহী-৬ আসনে এমপি পদপ্রার্থী আবু সাইদ চাঁদের মনোনয়ন ফরম উত্তোলন

তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী দগ্ধ, গবাদিপশুর প্রাণহানি

জয়পুরহাট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হলেন আনোয়ারুল হক আনু