৬৮ বছরের গ্লানি থেকে মুক্তি পেয়েছিলেন বিলুপ্ত ছিটমহলবাসী
অর্ধযুগ আগে জীবনের ৬৮ বছরের গ্লানি থেকে মুক্তি পেয়েছিলেন বিলুপ্ত ছিটমহলবাসী। তাই ছিটমহল বিনিময়ের দিনটিকে স্মরণীয় করে রেখেছেন সাবেক ছিটমহলবাসীরা।
গতকাল শনিবার মধ্যরাত তাদের কাছে মুক্তি লাভের দিন। ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে। পহেলা আগাস্টের প্রথম প্রহরে থেকে শুরু হয়েছে তাদের জীবনের এই মুক্তি ও বিজয়। ওই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ৩১ জুলাই মধ্যরাতে নানা কর্মসূচি আয়োজন করা হয়। মাহামারি করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে ছিটমহল বিনিময়ের ছয় বছর পূর্তি উদযাপন করেছেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৪ নং খেঙ্গীর সাবেক ছিটমহলবাসীরা। ৬৮ বছর ধরে নাকরিকত্বহীনভাবে ছিল বন্দীদশা। ভারত- বাংলাদেশ সরকার যৌথ ঘোষণায় ২০১৫ সালের ৩১ জুলাই ছিটমহলের নামে দেশের অভ্যন্তরে ছড়িয়ে থাকা ভূমি গুলো নিজেদের দেশে টেনে নেন। ফলে ১ আগস্ট থেকে ব্রিটিশদের করে রাখা ছিটমহলের বিলুপ্তি ঘটে। ২০১৫ সালের পর মাত্র ৬ বছরে সবক্ষেত্রে উন্নয়নের বদৌলতে পুরো চিত্র পাল্টে গেছে। উন্নত হয়েছে জীবন মান।
বিলুপ্ত ছিটমহল বিনিময়ে আগে রয়েছে নানা ধরণের আন্দোলন, সংগ্রামের ঘটনা। ঘটনা গুলোর স্মৃতি রক্ষার্থে উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের সমশেরপুর এলাকায় মুজিব- ইন্দিরা নগর নামে একটি এলাকার নামকরণ করা হয়েছে। বিলুপ্ত ছিটমহল বিনিময়ে অবদান রাখা ভারত- বাংলাদেশের ৫ নেতার নামে তৈরি করা হয়েছে স্মৃতি স্তম্ভ। ওই এলাকার গোলাম মতিন রুমি ব্যক্তি উদ্যোগে এসব একাধিক স্থাপনা তৈরি করেছেন। এলাকায় ছিটের নেতা হিসেবে পরিচিত কবি গোলাম মতিন রুমি। তাঁর বাড়ির উঠানে গড়ে তুলেছেন বিলুপ্ত ছিটমহল জাদুঘর, বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমান, ইন্দিরা গান্ধী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নরেন্দ্র দামোদাস মোদী ও মমতা ব্যানার্জীর স্মৃতি স্মরণে মুক্তির স্মৃতিমঞ্চ। ইট, সিমেন্ট দিয়ে তৈরি প্রতিটি স্মৃতি মিনারে সেঁটেছেন ওই ৫ নেতার ছবি। বিশ্রামাগার, আলোচনামঞ্চ, মিডিয়া স্মৃতি কলম, নামাজ ঘর, হাওয়া খানা, পুকুর ঘাট ফুল ও ফলের বাগান প্রভৃতি নির্মাণ করেছেন তিনি। তাঁর বাড়ির নিকটবর্তী বিলুপ্ত ছিটমহলের সাতটি ভূমিহীন পরিবারকে ৩৫ শতাংশ জমি দান করেছেন, ভাড়াবিহীন বীজতলা, শুধু তেল কিনে ধান খেতে সেচ দেয়ার জন্য রেখেছেন শ্যালো মেশিন ধান ও ভুট্টা শুকানোর মাঠ এমনকি মানুষের খাওয়ার জন্য নিজে নিদ্দিষ্ট কিছু ফলের গাছ লাগিয়ে রেখেছেন। এছাড়াও তাঁর বসবাসরত ছিটমহল ৪ নং বড় খেঙ্গির এলাকায় শিশুদের লেখাপড়ার জন্য স্কুল, বয়স্কদের শিক্ষার জন্য গণশিক্ষা কেন্দ্র, ধর্মীয় শিক্ষার জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা এবং এলাকার মানুষদের নামাজ পড়ার জন্য একটি নামাজ ঘরও প্রতিষ্ঠা করেছেন তিনি।
ছিটমহল বিনিময়ে জনমত তৈরিতে রেখেছেন ভূমিকা। খোঁজ নিয়ে জানা গেছে, গোলাম মতিন রুমি ১৯৮৭ সাল থেকে ছিটমহলের মানুষদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি ধরে রাখতে ছিটমহল আঞ্চলিক পরিষদ গঠন করেন। ২০০৫ সালে বাংলাদেশের অভ্যন্তরে ১১১ টি ছিটমহলের প্রতিনিধিদের নিয়ে ছিটমহল ইউনাইটেড কাউন্সিল গঠন করেন। ২০০৯ সালে ভারত- বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কেন্দ্রীয় কমিটি গঠন করেন। ওই কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। ছিটমহল বিনিময়ের আগে প্রতি ২/১ মাস পর ছিটমহলের সংগঠন গুলোর সদস্যদেরকে নিয়ে ১৯৭৪ সনের মুজিব- ইন্দিরা চুক্তি বাস্তবায়নের জন্য বিভিন্ন সভা- সমাবেশ ও আলোচনাসভার আয়োজন করতেন। ভারত- বাংলাদেশের একাধিক টিভি চ্যানেল, জাতীয় প্রেস ক্লাবে বক্তব্য দেন। ১৯৭৪ সনের চুক্তি বাস্তবায়নে জোর দাবি তুলে ধরেন। ছিটমহল বিনিময়ের দাবিতে সভা- সমাবেশ করতে গিয়ে মামলা- হামলারও শিকার হন মতিন। দুই মামলায় ২১০ দিন হাজতবাসও হয় তাঁর। পরবর্তীতে আদালত মামলা থেকে অব্যাহতি দেন তাঁকে।
ছিটমহল বিনিময় কমিটিতে যারা নের্তৃত্ব দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন- বিলুপ্ত ছিটমহলের বুড়িমারী ইউনিয়নের লতামারী ছিটমহলের দুলাল হোসেন, সিরাজুল ইসলাম। শ্রীরামপুর ইউনিয়নের ভোটবাড়ি ছিটমহলের মোজাহারুল ইসলাম, লতমারী বিলুপ্ত ছিটমহলের জহুরল হক, আহিদার রহমান, করমতুল্লা, মহসিন আলী, জোংড়া ইউনিয়নের বাঁশকাটা ছিটমহলের উকিল চন্দ্র বর্মণ, মকছুল হোসেন, বলরাম বর্মণ, কুচলিবাড়ী ইউনিয়নের বালাপুকুরী বিলুপ্ত ছিটমহলের সেলিম মুন্না, রেজাউল ইসলাম, জগতবেড়র ইউনিয়নের বাঁশকাটা ছিটমহলের আমীর হোসেন, তোবারক হোসেন। ভারতীয় বিলুপ্ত ছিটমহলের দীপ্তমান সেনগুপ্ত, ইউনুস আলী, হাফিজুল ইসলাম, খোকা মিয়া প্রমূখ।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক
মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক
হাতিয়ায় শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠান
ট্রাক মালিক সমিতির সঙ্গে সম্পর্ক জোরদারে মজমপুরে শ্রমিক নেতাদের সভা
ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা
সাভারে শীতার্তদের মাঝে যুবদল নেতার শীতবস্ত্র বিতরণ
বাউফল নার্সিং ইনস্টিটিউটে ৩৯ শিক্ষার্থীর প্রতীকী পরিবর্তন ও নবীন বরণ অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন
খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা
খাস জমির পথ বন্ধ, সাজানো মামলার ফাঁদ:চিতলমারীতে অবরুদ্ধ ১০টি পরিবার
অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ
দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনঃভর্তিতে কৌশলে অতিরিক্ত ফি আদায় করছে প্রধান শিক্ষক
কুমিল্লা সীমান্তে ৭৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ
Link Copied