শেরপুরে অক্সিজেনের অভাবে মরে যাচ্ছে মাছ,পুর্ণ তথ্য নেই মৎস্য কর্মকর্তার অফিসে
বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় বৈরী আবহাওয়ার কারণে পুকুর-জলাশয়ের পানিতে গ্যাসের সৃষ্টি হয়ে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। এতে প্রচুর মাছ মরে মৎস্যচাষিদের কোটি টাকার ক্ষতি হয়েছে। অথচ ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য পাওয়া যায়নি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার অফিসে।
উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, অতিরিক্ত তাপদাহের কারণে পুকুর-জলাশয়ে অক্সিজেন সংকট দেখা দেওয়ায় উপজেলার পুকুর-জলাশয়ের মাছ মরে যাচ্ছে। বৃহস্পতিবার ৮ জুন সকাল থেকে উপজেলার বারোদুয়ারী হাট মাছের আড়ত, চান্দাইকোনা বাজারসহ বিভিন্ন মাছের আড়ৎগুলোতে লোকজনের ভিড় লক্ষ করা গেছে। বিভিন্ন ওজনের সিলভার কার্প, জাপানী রুই, টেংরা, ব্রিগেড, তেলাপিয়া, পব্দা, বাটা মাছ।
মির্জাপুর এলাকার মৎসচাষী গোলাম নবী এবং আব্দুস সাত্তার জানান, সকালে জানতে পারেন তাদের পুকুরে মরা মাছ ভাসছে। পরে পুকুরে গিয়ে দেখতে পান অনেক মাছ মরে ভাসছে। দ্রুত মাছগুলো কিছু তুলে বাজারে নেয়। বাকি মাছ মরে পচে গেছে। গোলাম নবী জানান, তার মোট ২২ বিঘার তিনটি পুকুরের অন্তত ৬৫ থেকে৭০ মণ মাছ মারা গেছে একই এলাকার আব্দুর সাত্তার জানান তার ১০ বিঘা জলা বিশিষ্ট একটি পুকুর থেকে প্রায় ৪০ মন মাছ মরে ভেসে উঠেছে। এসব মৎস্য চাষীদের পুকুরে অক্সিজেন দেওয়ার এয়ারেটর ব্যবস্থা রয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে বিদ্যুৎ না থাকায় তারা পুকুরে এয়ারেটর চালু করতে পারেনি। ফলে অতি গরমে পুকুরে গ্যাস হয়ে অক্সিজেন স্বল্পতার সৃষ্টি হয়। শেরপুর উপজেলায় প্রায় ১৫০৭ হেক্টর জলাভূমিতে মাছ চাষ করা হয়। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ১০-১২ জন মৎস্য চাষীর প্রায় ২০০ বিঘা জলাভূমির লক্ষ লক্ষ টাকার মাছ মরে ভেসে উঠেছে বলে জানা গেছে। মাছের আড়তদার ইব্রাহিম হোসেন জানান শেরপুরে প্রায় ১৮০ থেকে ২০০ মন বিভিন্ন প্রজাতির মরা মাছ গড়ে ১০০ টাকা কেজিতে কম দরে বিক্রি হয়েছে। তাতে মৎস্যচাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে।
এ বিষয়ে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার জানান, বিচ্ছিন্নভাবে আমরা তথ্য সংগ্রহ করছি। সপ্তাহ জুড়েই এই সকালবেলা করে পুকুরে মাছ ভাসছিল। আজ সূর্য ওঠেনি সকালে। অতিরিক্ত তাপদাহে কারনে পুকুরগুলোতে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়। ফলে মাছ মরে ভেসে ওঠে। ঠিক কতজন মাছ চাষির কি পরিমান ক্ষতি হয়েছে জানতে চাইলে তার অফিসে যানবাহন এবং মাঠপর্যায়ের জনবলের অভাবে সঠিক তথ্য দিতে সময় লাগবে তবে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের তালিকা তৈরি হচ্ছে বলে জানান।
এমএসএম / এমএসএম
চুপ্পু থেকে যদি জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয় এরচেয়ে ভালো পানিতে ডুবে মরা: হাসনাত আব্দুল্লাহ
সিইউএফএল সার কারখানায় উৎপাদন শুরুর ১২ ঘন্টা পর ফের বন্ধ
চুয়াডাঙ্গায় অনেক বাড়ি বিক্রি হয়েছে কেউ দিয়েছেন ভাড়ায়
জুড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
ধোপাছড়িতে ইউএনও'র প্রচেষ্টায় মেরামত হচ্ছে পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া কাঠের সেতুটি
কুতুবদিয়ায় বনভূমি বিলীন ও বেদখলে, লবণ মাঠে রাজস্ব হারাচ্ছে সরকার
মান্দায় ভূয়া প্রকল্পের নামে অর্থ হরিলুটের অভিযোগ
পাবনায় প্রিপেইড মিটার সরবরাহ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত
বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকী; থানায় অভিযোগ
তুলশীখালী ও মরিচা সেতুর ইজারা বন্ধে ডিসিকে চিঠি দিয়েছে নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি
বড়লেখায় র্যাব-পুলিশের যৌথ অভিযানে হত্যা মামলার পলাতক আসামী সুনাম গ্রেফতার
জামালপুরে বিদায়ী ওসি আবু ফয়সল মোঃ আতিককে সংবর্ধনা
ভূমিদস্যু গুলজারের বিরুদ্ধে থানায় অভিযোগ
Link Copied