শেরপুরে অক্সিজেনের অভাবে মরে যাচ্ছে মাছ,পুর্ণ তথ্য নেই মৎস্য কর্মকর্তার অফিসে
বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় বৈরী আবহাওয়ার কারণে পুকুর-জলাশয়ের পানিতে গ্যাসের সৃষ্টি হয়ে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। এতে প্রচুর মাছ মরে মৎস্যচাষিদের কোটি টাকার ক্ষতি হয়েছে। অথচ ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য পাওয়া যায়নি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার অফিসে।
উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, অতিরিক্ত তাপদাহের কারণে পুকুর-জলাশয়ে অক্সিজেন সংকট দেখা দেওয়ায় উপজেলার পুকুর-জলাশয়ের মাছ মরে যাচ্ছে। বৃহস্পতিবার ৮ জুন সকাল থেকে উপজেলার বারোদুয়ারী হাট মাছের আড়ত, চান্দাইকোনা বাজারসহ বিভিন্ন মাছের আড়ৎগুলোতে লোকজনের ভিড় লক্ষ করা গেছে। বিভিন্ন ওজনের সিলভার কার্প, জাপানী রুই, টেংরা, ব্রিগেড, তেলাপিয়া, পব্দা, বাটা মাছ।
মির্জাপুর এলাকার মৎসচাষী গোলাম নবী এবং আব্দুস সাত্তার জানান, সকালে জানতে পারেন তাদের পুকুরে মরা মাছ ভাসছে। পরে পুকুরে গিয়ে দেখতে পান অনেক মাছ মরে ভাসছে। দ্রুত মাছগুলো কিছু তুলে বাজারে নেয়। বাকি মাছ মরে পচে গেছে। গোলাম নবী জানান, তার মোট ২২ বিঘার তিনটি পুকুরের অন্তত ৬৫ থেকে৭০ মণ মাছ মারা গেছে একই এলাকার আব্দুর সাত্তার জানান তার ১০ বিঘা জলা বিশিষ্ট একটি পুকুর থেকে প্রায় ৪০ মন মাছ মরে ভেসে উঠেছে। এসব মৎস্য চাষীদের পুকুরে অক্সিজেন দেওয়ার এয়ারেটর ব্যবস্থা রয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে বিদ্যুৎ না থাকায় তারা পুকুরে এয়ারেটর চালু করতে পারেনি। ফলে অতি গরমে পুকুরে গ্যাস হয়ে অক্সিজেন স্বল্পতার সৃষ্টি হয়। শেরপুর উপজেলায় প্রায় ১৫০৭ হেক্টর জলাভূমিতে মাছ চাষ করা হয়। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ১০-১২ জন মৎস্য চাষীর প্রায় ২০০ বিঘা জলাভূমির লক্ষ লক্ষ টাকার মাছ মরে ভেসে উঠেছে বলে জানা গেছে। মাছের আড়তদার ইব্রাহিম হোসেন জানান শেরপুরে প্রায় ১৮০ থেকে ২০০ মন বিভিন্ন প্রজাতির মরা মাছ গড়ে ১০০ টাকা কেজিতে কম দরে বিক্রি হয়েছে। তাতে মৎস্যচাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে।
এ বিষয়ে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার জানান, বিচ্ছিন্নভাবে আমরা তথ্য সংগ্রহ করছি। সপ্তাহ জুড়েই এই সকালবেলা করে পুকুরে মাছ ভাসছিল। আজ সূর্য ওঠেনি সকালে। অতিরিক্ত তাপদাহে কারনে পুকুরগুলোতে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়। ফলে মাছ মরে ভেসে ওঠে। ঠিক কতজন মাছ চাষির কি পরিমান ক্ষতি হয়েছে জানতে চাইলে তার অফিসে যানবাহন এবং মাঠপর্যায়ের জনবলের অভাবে সঠিক তথ্য দিতে সময় লাগবে তবে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের তালিকা তৈরি হচ্ছে বলে জানান।
এমএসএম / এমএসএম
নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ
জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ
ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক
রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক
কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি
Link Copied