ঢাকা বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

তীব্র গরমে রায়গঞ্জ হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৯-৬-২০২৩ দুপুর ১২:৩

তীব্র গরমে নাজেহাল অবস্থা সিরাজগঞ্জের রায়গঞ্জের সাধারণ মানুষের। বৈশাখ মাসের শুরু থেকে তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া তেমন কেউ রাস্তায় বের হচ্ছেন না। তীব্র গরমে নানা রোগব্যাধিতে আক্রান্ত হয়ে হাসপাতালে বাড়ছে রোগীদের চাপ।দিনে যেমন গরমের প্রচুর প্রভাব তেমন রাতেও কমছে না।এ অবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ । উপজেলার ধানগড়া বাজারে বাজার করতে আসা মো. রফিকুল ইসলাম বলেন, রায়গঞ্জে এবার যে তীব্র গরম পড়েছে তা বলার মত না। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া এখন কষ্টসাধ্য। এ অবস্থায় শ্রমজীবী আর কর্মজীবীদের জীবন বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। তারপরও জীবন-জীবিকার তাগিদে নেই থামার উপায়, ঘাম ঝরিয়ে ছুটছেন অনেকেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে গত ৩১ জুন থেকে ৬ জুলাই ৭দিনে জ¦র আক্রান্ত হয়ে ১৪ জন,হাইপার টেনশন নিয়ে ৩ জন,জেনারেল উইকনেস নিয়ে ১৩ জন,ডাইরিয়া নিয়ে ২৯ জন রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি ছিলেন।পশ্চিম লক্ষিকোলা এলাকার রিকশা চালক আল ইমরান জানান, গরমে আমাদের প্রাণ যায় যায় অবস্থা। তার ওপর আবার বিদ্যুতের লোডশেডিং, সঙ্গে বিভিন্ন এলাকায় পানির সংকট- সব মিলিয়ে এক অন্যরকম অবস্থা।এদিকে গরমের কারণে হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়াসহ তাপদহজনিত রোগীর সংখ্যা। রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি ধানগড়া ইউপির তেলিজানা এলাকার বাসিন্দা ছোরহাব আলী জানান, গরমে কোনো কিছু খেয়ে শান্তি নেই। রাতে ভাত খাওয়ার পরপরই প্রচণ্ড পেট ব্যাথা শুরু হয়েছে। তাই দেরি না করে উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছি।উপজেলার ঘুড়কা এলাকার বাসিন্দা শমির বাবু তার গরম ডায়রিয়া নিয়ে রায়গঞ্জ হাসপাতালের ভর্তি রয়েছেন। তিনি জানান, রায়গঞ্জে একদিকে তীব্র গরম, অন্যদিকে বিদ্যুতের তীব্র লোডশেডিং। ফলে রোগবালাই বাড়ছে। হঠাৎ করে ডায়রিয়া শুরু হওয়ায় হাসপাতালে এসেছি। তাপপ্রবাহের কারণে হাসপাতালে বাড়ছে ডায়রিয়া, জ্বর, ঠাণ্ডা, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগব্যাধি। বিশেষ করে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে বেশি। এদিকে গরমের এই সময়টা সাধারণ জনগণকে আরও বেশি স্বাস্থ্য সচেতন থাকা এবং যে কোন রোগব্যাধি দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেনে বিশেষজ্ঞ চিকিৎসকরা।রায়গঞ্জ উপজেলা প: প: কর্মকর্তা আমিমুল ইহসান তৌহিদ জানান, তীব্র তাপদাহের কারণে মূলত এখন ডায়রিয়া রোগী বাড়ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  প্রতিদিনই রোগী আগের চাইতে বেশি আসছে। হঠাৎ করে গরম বেশি হওয়ায় শিশু ও বয়স্করা বেশি রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে। তাই তাদের এই সময়টা বেশি যত্ন নেওয়া প্রয়োজন।তিনি আরও জানান, এই গরমে আমাদের বেশি সচেতন থাকতে হবে। ঘরের বাইরের খাবার বর্জন, বেশি বেশি বিশুদ্ধ পানি পান, অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়া, শ্রমজীবীদের যতটুকু পারা যায় নিরাপদ ও ছায়াযুক্ত স্থানে কর্ম সম্পাদন করা এবং শারীরিক অসুস্থাবোধ করলে দেরি না করে চিকিৎসকের শরাণাপন্ন হওয়া প্রয়োজন।

এমএসএম / এমএসএম

পায়গ্রাম কসবায় প্রভাতী সমাজ উন্নয়ন যুব সংঘের দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাঁশখালীতে নির্বিচারে কাটছে চরের মাটি, ঝুঁকিতে বেরিবাঁধ

শান্তিগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত

কম দামের ফাঁদে কৃষক, রায়গঞ্জে ভেজাল সার-কীটনাশকে ফলন বিপর্যয়ের শঙ্কা

বাঙ্গালহালিয়া বাজারে বহু বছর ধরে জরাজীর্ণ ঝুঁকিতে গুরুত্বপূর্ণ একমাত্র যাত্রী ছাউনি

কুমিল্লায় নিহত র‍্যাব সদস্যের গার্ড অব অনার দিয়ে দাফন সম্পন্ন

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ ও সমাবেশ

গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্য পদক পেলেন জুড়ীর ওয়ারিশা রাহমান

আওয়ামিলীগের সাথে কোন আপোষ নয় - মনিরুল হক চৌধুরী

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপির গফুর ভূঁইয়ার রিট

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক

সাভারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হ্যাঁ ভোটের প্রচারণা

আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা