অসহায় ছিন্নমূল মানুষের পাশে ঝিনাইদহ জেলা যুবলীগ
শোকাবহ আগস্ট মাস উপলক্ষে ঝিনাইদহ জেলা যুবলীগ শহরে চলাচলকারী অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করছে। করোনাকালে জেলা যুবলীগ দাঁড়িয়েছে অসহায় মানুষের পাশে। সামাজিক দূরত্ব বাজায় রেখে জেলা যুবলীগের সহায়তায় রান্না করা খাবারের প্যাকেট তুলে দেয়া হচ্ছে নিরন্ন মানুষের হাতে। রোববার (১ আগস্ট) দুপুরে এইচএসএস সড়কের দলীয় কার্যালয়ের সামনে রিকসাচালক, গরিব, অসহায় ও দুস্থদের মাঝে সংগঠনের পক্ষ থেকে খাবার পরিবেশন করা হয়। ঝিনাইদহ জেলা যুবলীগের এ মহতী উদ্যোগের ভাচুয়ালি কার্যক্রম উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল আল সোহাগ।
এ সময় জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন, যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, হাফিজুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদুজ্জামান রাসেল, রাজু আহম্মেদ, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ্ মো. ইব্রাহিম খলিল রাজা, পৌর যুবলীগের আহ্বায়ক কাজী জাহিদ হাসান দিপুল, যুগ্ম-আহ্বায়ক রাম সরকারসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শত শত মানুষের মাঝে খাবার তুলে দেন যুবলীগের নেতৃবৃন্দ।
রান্না করা খাবার বিতরণ ১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত মাসব্যাপী চলবে বলে যুবলীগের আহ্বায়ক জানান। অসহায় মানুষেরা একবেলা খাবার হাতে পেয়ে খুবই খুশি এবং সন্তষ্টি প্রকাশ করেন। স্বল্প আয়ের মানুষগুলো বর্তমান পরিস্থিতিতে জেলা যুবলীগের এমন উদ্যোগে মহাখুশি। তারা এর জন্য জেলা যুবলীগকে ধন্যবাদ জানিয়েছেন।
এমএসএম / জামান