ঢাকা শনিবার, ২ আগস্ট, ২০২৫

ঢাকায় পাওয়া যাবে পাবনার মুখরোচকের খাবার


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১১-৬-২০২৩ দুপুর ২:১১

আয়শা ইরা
পরিচালক
মুখরোচক

আয়শা ইরা, মুখরোচক এর পরিচালক, তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা। ২০০৯ সালে তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। সারাদেশে সংগঠনটির শাখা রয়েছে। ২০২০ সাল থেকে প্রতিবছর দুটি মেলার আয়োজন করেন তিনি।‘আমাদের হাংরি পাবনা’ শিরোনামে আয়োজন করা হয় এ মেলা। এছাড়াও অন্যান্য নারী বান্ধব উদ্যোক্তা গ্রুপ থেকে এ পর্যন্ত প্রায় ১২টি মেলায় অংশ নিয়েছেন তিনি। তাঁর নিজের শহর পাবনায় অনুষ্ঠিত হয়েছে এসব মেলা। 
আয়শা ইরা প্রধানত একজন খাদ্য উদ্যোক্তা। সব ধরনের খাবার নিয়ে কাজ করেন তিনি। তবে অথেনটিক কাচ্চি বিরিয়ানি তাঁর সিগনেচার ডিস। এর পাশাপাশি ফ্যাশন এন্ড বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন। খাবার নিয়ে কাজ শুরু করেছেন ২০২০ সালে। ২০০৮ সাল থেকে  ফ্যাশন এন্ড বিউটি প্রোডাক্ট নিয়ে উদ্যোক্তা জীবনের শুরু। করোনাকালীন রোগীদের পাশে দাঁড়ানোর জন্য খাবার সরবরাহ করার উদ্যোগ নেন তিনি। সেই থেকেই মূলত খাবার পণ্য নিয়ে কাজ শুরু করা। তিনি বলেন- চেষ্টা করি সবসময় সততা, বিশ্বস্ততা, স্বচ্ছতা আর সময়োপযোগী মানসম্মত খাবার ভোক্তার কাছে তুলে দিতে। যে কারণে আমার খাবারের চাহিদাও অন্যদের তুলনায় বেশ ভালো।’

সারাদেশে এখন অনেকের কাছেই হোটেল ছাড়া হোমমেড খাবার মানেই মুখরোচক। পাবনার পাশাপাশি ঢাকা থেকেও অর্ডার গ্রহণ করে মুখরোচক। ঢাকার মানুষদের কাছে মুখরোচকের খাবারের চাহিদা বেশি। প্রতিদিন বাড়ছে অর্ডারের সংখ্যা। তাই পাবনার পাশাপাশি ঢাকায় মুখরোচকের শাখা শুরু করার পরিকল্পনা করছেন আয়শা ইরা। তিনি জানান- খাবারের উদ্যোগ যখন শুরু করেছিলাম প্রথম ইচ্ছা ছিল করোনায় আক্রান্ত বা অসুস্থ্য মানুষের সেবা করা। তারপর যখন করোনার প্রকোপ কমে এলো, তখন শুধুমাত্র পাবনার মানুষদের জন্য খাবার তৈরি করার ইচ্ছা ছিল। অল্প সময়ে অনলাইনে আমার তৈরি করা খাবারের চাহিদা বাড়তে থাকে। বর্তমানের পাবনার বাইরেও অনেক শহর থেকে খাবারের অর্ডার আসে। বেশি অর্ডার আসে ঢাকা থেকে। পাবনা থেকে অনেক সময় দিনে দিনে ঢাকায় খাবার সরবরাহ করা সম্ভব হয় না। তাই ঢাকায় মুখরোচকের নতুন একটি শাখা খোলার পরিকল্পনা করছি। ’ সব ঠিক থাকলে অতিসত্ত্বর ঢাকার মানুষ অর্ডার করে দিনে দিনেই পাবেন মুখরোচকের খাবার।

Sunny / Sunny

হোটেল ও রেস্টুরেন্ট শিল্পের সফল জাদুকর সুকান্ত সৈকত

শুরু হয়ে গেল রাঁধুনী নিবেদিত মাংসের সেরা রেসিপি ২০২৫ সিজন ৪ রান্নার প্রতিযোগিতা

অপরাজিতায় কবিতার শাড়ি 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে শক্তিশালী করতে এসএমই ফাউন্ডেশন ও অক্সফ্যাম একসাথে কাজ করবে

ঈদ ফ্যাশন ফিক্সেশন এর উদ্বোধন

ভর্তার স্বাদ ও সাতকাহন 

মাসরুমের গুরুত্ব ও মাশরুমের উৎপাদন কৌশল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

আমার মমতাময়ী মা 

শেষ হলো আইডিয়া পিচিং কম্পিটিশন ক্রিয়েভেঞ্চার ৩.০

ছোট উদ্যোক্তা থেকে বড় উদ্যোক্তা হওয়ার প্লার্টফর্ম সম্পূর্ণা বাংলাদেশ

টিকটকে যে নারীরা অনুপ্রেরণা যোগায়

চল্লিশেই সফল ব্যবসায়ী- নিয়াজ মোর্শেদ এলিট

ইপি-উদ্যোক্তা প্ল্যাটফর্ম এর বিভিন্ন জেলায় পুষ্পস্তাবক অর্পণ -