ঈদের আগে পূর্ব রেলে যুক্ত হচ্ছে ৯০ টি কোচ
রেলের পূর্বাঞ্চলে বিভিন্ন ট্রেনের সঙ্গে আসন্ন ঈদে যুক্ত হবে ৯০টি কোচ। মন্ত্রনালয়ের টার্গেট ৮৫টি হলেও পাহাড়তলীস্থ কারখানায় প্রায় ৯০টি কোচ মেরামত সম্পন্ন হবার কথা রয়েছে। ৬৮টি কোচ মেরামত শেষে ১৫ জুন যুক্ত করা হবে মেইল এবং এক্সপ্রেস ট্রেনের সঙ্গে। আগামী ২৬ জুন ২২টি কোচ যুক্ত হবে ঈদ স্পেশাল ট্রেনের সঙ্গে। চট্টগ্রাম রেল স্টেশন সূত্রে জানা গেছে, রেলের পূর্বাঞ্চল তথা চট্টগ্রাম-চাঁদপুর, চট্টগ্রাম-ঢাকা ও চট্টগ্রাম-সিলেট রুটে আন্তঃনগর ট্রেনগুলো সব সময় কোচ সঙ্কটের মধ্য দিয়ে চলাচল করছিল বিগত বছরগুলোতে। কিন্তু এখন আর সেই সঙ্কট নেই। কারণ ইন্দোনেশিয়া ও কোরিয়ান কোচ থাকায় রেলের সেই সঙ্কট কেটে গেছে। এবার মোট ৯০ টি কোচ সংযোজনের মধ্যদিয়ে মেইল ও এক্সপ্রেস ট্রেনের সিডিউল কম্পোজিশনে অন্তত কোন ঘাটতি থাকবে না।
তবে, অবকাঠামোগত সংস্কার কাজ ছাড়াও শতবর্ষী মেশিনারিজ কোচ মেরামতে প্রতিবন্ধকতা সৃষ্টি করলেও কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের কারনে কোচ মেরামত প্রায় দ্বিগুন হয়েছে। গত কয়েকদিন আগে ৫৪টি কোচ সরবরাহ করা হয়েছে পরিচালন বিভাগে। প্রতিবছরের ন্যায় এই বছরও ২২টি কোচ দিয়ে ২টি ঈদ স্পেশাল ট্রেন চালু হবে। চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী এসব স্পেশাল ট্রেন প্রথম দিন রেল কর্মচারীদের জন্য বহনে ব্যবহৃত হলেও পরের দিন থেকে জনসাধারনের জন্য উন্মুক্ত হবে। এভাবে ঈদের পরের সাতদিনও চলাচল করবে।
এ ব্যাপারে পাহাড়তলী রেলওয়ে কারখানার সহকারী কর্মব্যবস্থাপক(টি) মোহাম্মদ আলাউদ্দীন সকালের সময়কে বলেন, মেরামতের মাধ্যমে মেইল এবং এক্সপ্রেস ট্রেনের জন্য ৯০টি কোচ চলনক্ষম করা হয়েছে। নানা সমস্যা থাকা সত্ত্বেও আমরা ঈদযাত্রার সঙ্কট নিরসনে এসব কোচ মেরামত করে বিভিন্ন ট্রেনে সংযোজনের সুযোগ তৈরী করে দিয়েছি। পারিপার্শ্বিক অবস্থা ভাল থাকলে আরো কোচ মেরামত করা যেত। এরপরও এখন কোচ মেরামত এখন টার্গেটের প্রায় দ্বিগুণ।
পাহাড়তলীস্থ রেলওয়ে কারখানা সূত্রে জানা গেছে, প্রতিবছরের ন্যায় এ বছরও পাহাড়তলীস্থ রেলওয়ে কারখানা থেকে বিপুল পরিমাণে কোচ মেরামতের পর ঈদ যাত্রায় কোচ সঙ্কট নিরসন করছে। কারখানার একটি পরিসংখ্যানে দেখা গেছে, আন্তঃনগর ট্রেনের ৬৮টি কোচ শতভাগ সম্পন্নের পর পরিবহণ বিভাগকে ১৫ জুন বুঝিয়ে দেয়া হবে। এরপর আরো ২২ কোচ মেরামত শেষে আগামী ২৪ জুনের মধ্যে সরবরাহ করার সিডিউল রয়েছে। পাহাড়তলী কারখানা থেকে সর্বমোট ৯০টি কোচ মেরামতের টার্গেট নিয়ে কাজ চলছে। এরপরও আরো ৫টি কোচ অতিরিক্ত মেরামতের সম্ভাবনা রয়েছে। রেলের পূর্বাঞ্চলে চট্টগ্রাম-ঢাকা, চট্টগ্রাম-সিলেট ও চট্টগ্রাম-চাঁদপুর রুটের বিভিন্ন মেইল, এক্সপ্রেস ও লোকাল ট্রেনের সঙ্গে এসব কোচ যুক্ত হবে। এছাড়াও যাত্রীসেবা বাড়াতে ঈদ যাত্রায় ৫টি স্পেশাল ট্রেন চালু করার কথা রয়েছে। এরমধ্যে ২টি চট্টগ্রাম ও চাঁদপুরের মধ্যে চলাচল করবে রবিবার থেকে ঈদের আগের দিন পর্যন্ত। আবার ঈদের পরের দিন থেকে ৭দিন।
অভিযোগ রযেছে, পাহাড়তলীস্থ রেলওয়ে কারখানা থেকে কোচ ও ওয়াগনের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি ছাড়াও বড় ধরনের মেরামত কাজ সম্পন্ন করা হয়। জরাজীর্ণ মেশিনারিজ দিয়ে এমনকি শতবর্ষী মেশিনারিজের ব্যবহারও রয়েছে এ কারখানায়। নানা ঝক্কি ঝামেলার মাঝেও এ কারখানা ঈদযাত্রাসহ সারা বছরের টার্গেট পূরণ করে আসছে জানিয়েছেন কয়েক কর্মকর্তা। সঙ্কট দূর করতে সারা বছর প্রতিদিন গড়ে আড়াইটি করে কোচ অথবা ওয়াগন মেরামতের পর পরিবহণ বিভাগে পাঠানো হয়। কিন্তু ঈদ যাত্রাকে কেন্দ্র করে মাত্র একমাসের মধ্যে ৮০ থেকে ৯০টি কোচ মেরামতের পর সংযুক্ত করার পরিকল্পনা থাকে কর্মরতদের।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫