ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

সম্রাজ্ঞী আলোর নিয়ন্ত্রনে মাদকের হটস্পট তুলাতলিঃ সিআরবি


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৫-৬-২০২৩ দুপুর ৩:১৩
চট্টগ্রামে রেলের আবাসিক এলাকা ঘিরে মাদক কারবারীদের টার্গেট। এছাড়াও সিআরবিকে ঘিরে প্রতিদিন উঠতি বয়সের আড্ডা জমে। এই আড্ডাকে টার্গেট করে এগুচ্ছে মাদক কারবারীরা। তবে কোতয়ালী থানা পুলিশের কোন তৎপরতা নেই মাদক কারবারীদের দমাতে। পুরুষের পাশাপাশি মহিলারাও নেমে গেছে মাদক ব্যবসায়। রেলওয়ে কোয়ার্টারের আশেপাশে থাকা বস্তিগুলোকে মাদক সেবনের নিরাপদ স্থান হিসেবে বিবেচিত। তবে  স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে বিশ^বিদ্যালয় পড়ুয়া এমনিক বেকার যুবকেরও অভাব নেই সিআরবি শিরীষতলাকে ঘিরে। সন্ধ্যার পর পর শিরীষতলাকে ঘিরে জমে ওঠে মাদকের বাজার।  
অভিযোগ রয়েছে, বিশেষ করে এসব আবাসিক এলাকার রেল কর্মকর্তা ও কর্মচারীরা প্রত্যেকের আবাসগৃহের পার্শ্ববর্তী খালী জায়গা টিনশেড করে ভাড়া দিয়েছে। এসব ভাড়াটিয়া আবার উপভাড়া দিয়ে ক্রমান্বয়ে এসব ঘরকে বস্তিতে রূপান্তর করেছে। এসব বস্তিই এখন মাদকের আঁখড়া। বস্তি থেকে অনতিদূরে রয়েছে কোতয়ালী থানার আওতায় থাকা সিআরবি পুলিশ ফাঁড়ী। পুলিশকে হাতে রেখেই আলো নামের এক তরুণী মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে।
এ ব্যাপারে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) জাহেদুল কবির বলেন, আমরা মাদকের বিরুদ্ধে সবসময় সোচ্চার, সমাজকে মাদক ও অপরাধমুক্ত  রাখতে আমরা বরাবরই সতর্ক অবস্থানে আছি। আটকও করা হচ্ছে,  তবু সিআরবিসহ আশেপাশে মাদকস্পট নিশ্চিহ্ন করার জন্য শীঘ্রই সাঁড়াশি অভিযান চালানো হবে।
 
প্রত্যক্ষভাবে দেখো গেছে, সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং(সিআরবি) এর আশপাশ এলাকা তথা সাত রাস্তার মোড়কে ঘিরে মাদক ব্যবসায়ীদের আষ্ফালন। আবাসিক এলাকা কেন্দ্রীক বস্তিগুলোতেই মাদকের যোগান। এসব বস্তি থেকে নারী পুরুষ শিরীষতলা কেন্দ্রীক মাদকের খুচরা ক্রেতার সন্ধানে নামে। চালান হস্তান্তরে শিশুদেরকেও ব্যবহার করা হচ্ছে। 
অভিযোগ রয়েছে, সিআরবি সংলগ্ন তুলাতলী ও গোয়ালপাড়া বস্তিতে মাদক ব্যবসা নিয়ন্ত্রন করছে জনি ও তৌহিদ নামের দুই যুবক। জামতলা বস্তিতে মিলন, জনি,রাজু ও রুবেল। বয়লার এভ্যিনিউ সংলগ্ন বস্তিতে অলি,খলিল,কালু এবং সোহেল। সিআরবি শিরীষতল’তে কাস্টমার কালেকশনে সাড়া ফেলেছে আলতাফ। 
এদিকে, কদমতলি পুরাতন স্টেশন, নতুন স্টেশন এলাকায় মামুন প্রকাশ্যে মাদক বিক্রি করলেও পুলিশ কিছু বলছেনা সংশ্লিষ্টতা থাকায়। সহ অর্ধ শতাধিক সোর্স ও মাদক হস্তান্তরকারী এসব মাদক বিক্রিতে কাজ করছে। আবার প্রতিটি স্পটে আলো আক্তার প্রকাশ খালাম্মা সিআরবি এলাকায় আসা তরুণীদের মধ্যেও মাদক বিক্রির অভিযোগ রয়েছে। এই তরুণীও সিআরবি পুলিশ ফাঁড়ীকে ম্যানেজ করে মাদক ব্যবসা চালিয়ে আসছে। আবার চাউর আছে আলোই মূলত মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে। উল্লেখ্য, গত ৫ জুন সন্ধ্যা সাতটার দিকে এনায়েত বাজার গোয়াল পাড়া ও তুলাতলী বস্তিতে মাদক কারবারীদের মসধ্যে ছুরি মামামারি হয়েছে। এতে দুয়েকজন আহত হলেও পুলিশের কাছে বিচারের জন্য যায়নি কেউই।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা