ঢাকা বৃহষ্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

রায়গঞ্জে পাইপ লাইন কেটে ফেলায় পানির জন্য হাহাকার ৩ শত পরিবারের


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৫-৬-২০২৩ বিকাল ৫:৪৫
সিরাজগঞ্জের রায়গঞ্জে মাটির নিচ দিয়ে পানি সরবরাহের পাইপ লাইন কেটে ফেলায় তিনশত পরিবারের প্রায় দেড় হাজার মানুষ পানির অভাবে চরম ভোগান্তিতে পড়েছে।
 
গত এক মাস ধরে সুপেয় পানির অভাবে পরিবারগুলোর মাঝে হাহাকার শুরু হয়েছে। সমস্যা নিরসনে এখন পর্যন্ত কেউ পাশে দাড়ায়নি এমন ক্ষোভ ভুক্তভোগিদের। তাদের দাবি প্রভাবশালী মহলের রোষাণলে পড়েছে তারা। তবে উপজেলা প্রশাসনের দাবী দোষিদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহন করা হবে। 
 
সরেজমিন গিয়ে জানা যায়, ২০১৭ সালে গ্রামীণ জনগোষ্ঠীকে সুপেয় পানি সরবরাহের জন্য উপজেলার ঘুড়কা কুন্ডু পাড়া এলাকায় বিদেশি সংস্থা কোরিয়ান এলজি কোম্পানির অর্থায়নে রায়গঞ্জ গুড নেইবারস একটি প্রকল্প গ্রহন করে। এতে ব্যয় ধরা হয় ৬৫ লাখ টাকা। ২০১৮ সালের জানুয়ারি মাসে সুপেয় পানি সরবরাহে জন্য প্রকল্পটি উদ্ভোধন করা হয়। ১১ সদস্যের একটি সমবায় সমিতির মাধ্যমে ৩০১টি পরিবারকে এই প্রকল্পের আওয়তায় আনা হয়। গত ৫ বছর ধরে পরিবারগুলো সুপেয় পানির ব্যবহার করে আসছিল। প্রকল্পটি চলমান থাকায় পায় দেড়হাজার মানুষ সুবিধা ভোগ করে আসছে। 
 
সরেজমিনে দেখা যায়,উপজেলা প্রকৌশল অধিদপ্তর অত্র গ্রামে ৮শত মিটার একটি রাস্তা পাকাকরণে দরপত্র আহবান করেন। কাজটি সম্পন্ন করার জন্য একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়। সেই ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি না করে ঘুড়কা গ্রামের জনৈক প্রভাবশালী গৌতুম কুন্ডকে সাব ঠিকাদার হিসেবে নিয়োগ দেন। উপজেলা প্রকৌশল অধিদপ্তর কাজটির কার্যাদেশ দেওয়া হলে সাব ঠিকাদার বেকুমেশিন দিয়ে রাস্তার মাটি তুলে ফেলে। এর ফলে সুপেয় পানির সমস্ত পাইপ লাইন কেটে যায়। পাইপগুলো কেটে বিভিন্নভাবে অকেজো করে দেয়া হয়। পাইপলাইন কেটে ফেলায় তিনশত পরিবারের পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। স্থানীয়রা প্রতিবাদ করেও কোন ফল পায়নি। পানি না পেয়ে নানা সমস্যায় পড়েছেন সুবিধাভোগী পরিবারের সদস্যরা।
 
স্থানীয় সুবিধাভোগী রুনু রানী কুন্ডু,লাইলী খাতুন,নিরেন কুন্ডু,রাম কৃষ্ণ,কৃষ্ণা কুন্ডু,সাধনা কুন্ডু,বাসুদেব কুন্ডুসহ একাধিক ভুক্তভোগীরা বলেন,প্রায় ১ মাস হলো আমরা সুপেয় পানি পাচ্ছি না। বর্তমান তীব্র গরম আর ঘনঘন লোডশেডিং এ এমনিতেই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা অনেকে খেটে খাওয়া মানুষ, দীর্ঘদিন পানি সরবরাহ বন্ধ থাকায় বর্তমানে আমরা অন্যের বাড়ি থেকে পানি এনে পরিবারের সকল কাজ কর্ম করছি। অনেক দূর থেকে পানি টেনে আনতে আমাদের অনেক কষ্ট হয়। পরিবারের সদস্যদের তেমন ইনকাম না থাকায় নতুন করে টিউবওয়েল তৈরি করতেও পারছি না। গৌতম কুন্ডু ১ মাস হলো আমাদের পানি দেওয়া বন্ধ করে দিয়েছে। সে তার নিজের কাজের জন্য আমাদের পানি সরবরাহের পাইপগুলো তুলে ফেলেছে। এখন আমরা পানি জন্য নানা যন্ত্রণায় দিন যাপন করছি। এদিকে গ্রামে কোন পুকুর বা জলাশয় নেই। যেকারনে আরও তীব্র সমস্যার সৃষ্টি হয়েছে। 
 
এ বিষয়ে প্রকল্পটির সভাপতি অনিতা রানী বলেন, সাব ঠিকাদার গৌতম কুন্ডুকে আমি রাস্তার কাজ শুরু করার আগে বলেছি। রাস্তার কাজ যেই ব্যক্তি পায় সে যেনো পানি সরবরাহের লাইনটি ঠিক রেখে রাস্তা নির্মান কাজ করে । গৌতম রাস্তার সাব ঠিকাদার হিসাবে নির্মানের দায়িত্ব পেলে তার ভাইকে সাথে নিয়ে ৩০০ পরিবারের সুপেয় পানি সরবরাহের পাইপ গুলো ভেকু মেশিন দিয়ে ভেঙে ফেলে। আমি বাধা দিলে আমাকে এবং আমার ভাইকে প্রান নাশের হুমকী দিয়েছে। একমাস ধরে আমাদের এলাকার সুবিধাভোগী পরিবার গুলো পানি সরবরাহ থেকে বঞ্চিত হয়ে হাহাকার করছে। 
 
রাস্তাটির সাব ঠিকাদার ও সুপেয় পানি সরবরাহ প্রকল্পের সাধারণ সম্পাদক গৌতম কুন্ডু বলেন,রাস্তা নির্মানের কাজের ফলে পানি সরবরাহের পাইপ গুলো তুলে ফেলা হয়েছে।রাস্তার কাজ শেষ হলে সকল সদস্যদের সাথে বসে এর সমাধান করা হবে।
 
রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী মো. আব্দুল লতিফ বলেন,এবিষয়ে আমাদের কেউ অভিযোগ করেনি। তবে ঠিকাদারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল বলেন,বিষয়টি  উপজেলা প্রকৌশলীকে ব্যবস্থা গ্রহনে নির্দেশ দেওয়া হয়েছে। পানির জন্য মানুষ হাহাকার করবে এমটি মেনে নেয়ার মত নয়।

এমএসএম / শাফিন

চুয়াডাঙ্গায় নবযোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের দিনব্যাপী গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম

পালের গোদা উমেদার লোকমান সিন্ডিকেটে জিম্মি ঢাকা সদর সাব-রেজিস্ট্রি অফিস,যেন দেখার কেউ নেই

শ্যামনগরে ড. মনিরুজ্জামানের পক্ষে বিশাল গন-মিছিল ও পথ সভা

গোপালগঞ্জে আওয়ামী লীগের চার নেতার দল থেকে পদত্যাগ

কোম্পানীগঞ্জে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষায় ৩৫০ শিক্ষার্থীকে সম্মাননা ও বৃত্তি প্রদান

উলিপুরে শহীদ রায়হান ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উলিপুর লালদল চ্যাম্পিয়ন

গাজীপুরের নয়া জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

ঘরহীন জীবনের গল্প: রায়গঞ্জে নৌকার ওপর ভাসমান এক বৃদ্ধ দম্পতির দিনযাপন

ধামইরহাটে ‘আরডিআরএস’ এর ২৯৮ তম শাখার উদ্বোধন

মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া (ফাজিল)-এর নতুন বহুতল একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন

জয়পুরহাটে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিএসডিকে এনজিও'র বাস্তবায়নে বিএনএফ এর অর্থায়নে হত-দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ প্রদান।

শেরপুরে গারো পাহাড়ের জঙ্গল থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার