ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

পতেঙ্গার ১১ নং মাতব্বর ঘাট জীবনের ঝুঁকি নিয়ে পারাপার


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৮-৬-২০২৩ রাত ৯:৪২

চট্টগ্রাম নগরীর  পতেঙ্গা-১১নং মাতব্বর ঘাটের জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। উক্ত ঘাট দিয়ে পারাপার হতে গিয়ে বড় ধরণের দুঘটনা ঘটে  প্রানহানির আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানায়। উক্ত ঘাটের চলাচলের রাস্তা সংস্কারের জন্য 
ঝুঁকি নিয়ে প্রতিদিন নৌ পথে -যাত্রীরা পারাপার হচ্ছে। নগরীর ৪১নং ওয়ার্ডস্থ পতেঙ্গা-১১নং মাতব্বর ঘাটের ঝুকিপূর্ণ অবস্থায়  নৌ-যাত্রী পারাপার করছে বলে স্থানীয়রা জানায়। 
  রহিমা আকতার নামের এক মহিলা জানার আমি ইপিজেডে এ চাকুরী করি। প্রতিদিন জুলধা ডাঙ্গারচর থেকে কর্ণফুলী নদী পার হয়ে এ ঘাট দিয়ে যাতায়ত করি। ঘাটের চলাচলের রাস্তা সংস্কার না হওয়ায় বয়স্ক নারী পুরুষ যে কেউ দুঘটনায় পড়তে পারে। যারা হাটাচলা কওে তারা সবাই ঝুঁকি নিয়ে চলাচল করে থাকেন বলে জানান।
 উক্ত ঘাটের ইজারাদার মো. আব্দুস শুক্কুর জানান, গত ৩  বছর আগে রাতের আধারে একটি মালবাহি রাইটার জাহাজের আঘাতে নৌ-ঘাটের  বেশ কিছু অংশ ভেঙ্গে  নদীতে  বিলিন করে দেন।এই ভয়াবহ বিপদ  জেনেও যাত্রীসাধারণ পতেঙ্গা-১১নং মাতব্বর ঘাট হয়ে আনোয়ারা-পটিয়া এবং কর্নফুলী, বাঁশখালীসহ দক্ষিণ চট্টগ্রামের বড় একটি জন গোষ্ঠী নিয়মিত শহরের পথে যাতায়াত করেন। বিশেষ করে চাকুরীজীবী ও  পেশাজীবী  লোকজন। এই বিষয়ে ইজরাদার চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) কর্তৃপক্ষ সহ সরাসারি মেয়র লিখিত ভাবে বার বার জানালেও আজো কোন প্রতিকার পায়নি বলে জানান ইজারাদার । নিয়মিত পারাপার হওয়া জুলধা ও শিকলবাহা পটিয়া এক আংশ বাসিন্দারা জানান   ঘাটে ৫/৬ টি নৌকা/বোর্ট থাকলেও কর্তৃপক্ষ ঘাটের ঝড়াঝির্ণ  অবস্থা ও বড় ধরণের র্দূঘটনার দিকে নজর  রেখে সবগুলো  বোর্ট চালাতে পারছেনা। সে কারণে দূর্ভোগে পড়তে হয় প্রতিনিয়ত পারাপার হওয়া যাত্রীদের। যা অত্যন্ত কষ্ট দায়ক ও হৃদয় বিদায়ক ঘটনা। এ অবস্থায় মৃত্যুর ঝুঁকিেিন্য়ই পতেঙ্গা-১১নং মাতব্ব্রর ঘাট ধরে প্রতিনিয়তই জীবণ বাজি রেখে কেয়া পার হচ্ছেন আনোয়ারা-পটিয়া এবং কর্নফুলী উপজেলার হাজার হাজার বাসিন্দরা।  
ঘাটের  বেহাল অবস্থার ব্যাপারে ৪১ নং ওয়াড় কাউন্সিলর  ছালেহ আহমদ চৌধুরী বলেন, উক্ত ঘাটের দুরাবস্থার বিয়ষটি আমি নিজেই সরেজমিন গিয়ে দেখে এসেছি। এটা সংস্কার হওয়া খুব জরুরী বিষয়টি নিয়ে আমি নিয়মিত মিটিং তুলে ধরব। তবে ইজারাদাররা এ নিয়ে কোন লিখিতভাবে জানিয়েছে কিনা আমি জানি না।   

শাফিন / শাফিন

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা