খতিয়ানে ৮০ ও মিছ মামলায় ৫০ হাজার টাকা ঘুস!
চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা (তহশিলদার) উজ্জ্বল কান্তি দাশের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ উঠেছে। এই কর্মচারীর অনৈতিক কর্মকাণ্ডের প্রতিকার চেয়ে ইতোপুর্বে জেলা প্রশাসক বরাবরে একাধিক অভিযোগ দিয়েও প্রতিকার পাননি সেবাপ্রত্যাশীরা। এছাড়াও চাহিদা মতো ঘুষ নিয়ে ভূমি কেন্দ্রীক আদালতে মনগড়া প্রতিবেদন দাখিলের অভিযোগও রয়েছে ওই তহশিলদারের বিরুদ্ধে।
ভূক্তভোগিদের অভিযোগ সূত্রে জানা যায়, ইব্রাহিম ফয়েজী নামে এক ব্যক্তি তাঁর আত্মীয় আহম্মদের নামে ৬২ দশমিক ৫০ শতাংশ জমি খতিয়ানের আবেদন করে চরপাথরঘাটা তহশিল অফিসে যান। পরে তহশিলদার নানা হয়রানি করায় ৮০ হাজার টাকা ঘুষ দিতে বাধ্য হন তিনি। ঘুষ নিয়ে চরপাথরঘাটা মৌজার ৩১০৬ নামজারি করে দেন। এ বিষয়ে ইব্রাহিম জানান, চরপাথরঘাটা ইউনিয়ন ভূমি অফিসে হতদরিদ্র মানুষ, গরিব মানুষ এসব বলে কোন লাভ হয়নি। ঘুষ দিলে সব ধরনের নামজারি খতিয়ানের প্রতিবেদন দেন তহশিলদার।
এদিকে মইন উদ্দিন নামে আরেক ব্যক্তি বলেন, ‘আদালত হতে দেওয়া ১৪৫ ধারা মিছ মামলা নম্বর ১৪৮ ও ১৯৪ মামলার তদন্ত প্রতিবেদন আমাদের পক্ষে দেওয়ার কথা বলে চরপাথরঘাটার তহশিলদার ৫০ হাজার টাকা ঘুষ নিয়েছেন। দাবিকৃত পুরো টাকা দিলেও এখনো তিনি ওই প্রতিবেদন দুটি কোর্টে পাঠাতে পারেননি। শুনেছি উপজেলা ভূমি অফিসে আটকে রয়েছে।’
এরকম আরও নানা ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ওই ভূমি সহকারি কর্মকর্তার বিরুদ্ধে। অনুসন্ধানে জানা যায়, চরপাথরঘাটা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারি কর্মকর্তা উজ্জ্বল দাশের বিরুদ্ধে যে কোনো কাজে টাকা নেয়ার অভিযোগ নিয়মিত করে আসছেন। ঘুষ ছাড়া তিনি কাজ করেন না। কোন ফাইল ধরেন না।
অভিযুক্ত উজ্জ্বল কান্তি দাশ ঘুষ নেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমি কারো কাছ থেকে কখনও অতিরিক্ত টাকা নেই না। আর এসব কাজে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। অনেকে কাজে খুশি হয়ে টাকা পয়সা দেন।’
এ বিষয়ে কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পীযুষ কুমার চৌধুরী বলেন, ‘ঘুষ নেওয়ার বিষয়টি আমিও শুনেছি। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নিব। মানুষ টাকা দেওয়ার আগে আমাদের কাছে আসে না। টাকা দেয়ার পরে আসে। মানুষকে ভূমি অফিসের কাজে নিয়মের বাইরে কোনো টাকা না দেওয়ার জন্য অনুরোধ করছি বারবার। আর অভিযোগ পেলে যে কারো বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।##
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫