ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

অন্য’র বলয়ে বিলীন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের মোতাহের


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২২-৬-২০২৩ রাত ১১:১৪

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মোতাহেরুল ইসলাম চৌধুরী দায়িত্ব পাওয়ার আগ থেকে বিভিন্ন উপজেলা ও পৌরসভায় স্থানীয় এমপি মন্ত্রী এবং কেন্দ্রীয় নেতাদের নিজস্ব একটা বলয় রয়েছে। মোতাহেরুল ইসলাম চৌধুরী দায়িত্ব পাওয়ার প্রায় চার মাস অতিবাহিত হলেও তিনি নিজস্ব কোন বলয় সৃষ্টি করতে পারেনি। বরঞ্চ অন্যর বলয়ে তিনি নিজেই বিলীন হয়ে গেছে বলে নেতা কর্মীরা জানায়। এমন কি নিজের এলাকা পটিয়াতে আওয়ামী লীগের তিনটা গ্রুপ থাকলেও কোন গ্রুপে মোতাহেরুল ইসলাম চৌধুরীকে সাংগঠনিক কর্মকান্ডে প্রধান অতিথি করে না। তিনি নিজেই একটা বলয় সৃষ্টি করে দলীয় ব্যানারে প্রধান অতিথি হওয়ার মত সাংগঠনিক পরিবেশও সৃষ্টি করতে পারেনি। 
সূত্রে জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন প্রায় ১৭ বছর পর গত ২০২২ সালের ১২ ডিসেম্বর নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামের সামনের মাঠে অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনে উদ্বোধক ছিলেন। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন ও ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় নেতারা। সম্মেলনে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দীন আহম্মেদ এমপিকে পুণরায় সভাপতি মফিজুর রহমান পুণরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। গত ৫ ফেব্রুয়ারি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দীন আহম্মদ এমপির মৃত্যু হয়। গত ২৫ ফেব্রুয়ারি দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেন কেন্দ্র থেকে  মোতাহেরুল ইসলাম চৌধুরী। 
এর আগে তিনি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ–সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০০৫ সালের ২৩ জুলাই দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। ওই সম্মেলনে প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুকে সভাপতি এবং মোছলেম উদ্দিন আহমদকে সাধারণ সম্পাদক করা হয়। পরবর্তীতে ২০১২ সালে আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুর পরের বছর কেন্দ্র থেকে সমঝোতার ভিত্তিতে মোসলেম উদ্দিন আহমদকে সভাপতি ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
আগামী শনিবার (২৪ জুলাই) বিকাল ৩টায় নগরীর কাজীর দেউরিস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা সফল করার লক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা বুধবার বিকাল ৪টায় আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 
প্রস্তুতি সভায় এডভোকেট জহির উদ্দিনের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন, হাবিবুর রহমান, সাবেক এমপি চেমন আরা তৈয়ব, প্রদীপ দাশ, মোছলেহ উদ্দিন মনসুর, এডভোকেট মুজিবুল হক, গোলাম ফারুক ডলার, খোরশেদ আলম, বোরহান উদ্দিন এমরান, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, ডা: তিমির বরণ চৌধুরী, বিজয় কুমার বড়ুয়া, মোস্তাক আহমদ আঙ্গুর, আবুল কালাম আজাদ, মাহবুবুর রহমান শিবলী, সেলিম নবী, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকম শামসুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, কর্নফুলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি জাফর আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফৌজুল কবির, আওয়ামী লীগ নেতা মো. ফারুক, রূপকুমার নন্দী খোকন, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহাম্মদ জোবায়ের, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগ সভাপতি আতিকুর রহমান চৌধুরী, সুরেশ দাশ, মনিরুল হক, মমতাজ উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক মো: আবু তাহের প্রমুখ। দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মোতাহেরুল ইসলাম চৌধুরী দায়িত্ব নেয়ার পর রাজনৈকভাবে অভিজ্ঞ এবং সিনিয়র হলেও মাঠে ময়দানে সাংগঠনিক কর্মকান্ডে তিনি তা প্রমান করতে পারেনি বলে কর্মীদের অভিমত। মোতাহেরুল ইসলাম চৌধুরীর বাড়ি এলাকা পটিয়ায় আওয়ামী লীগের রাজনীতি তিন ধারায় বিভক্ত এরমধ্যে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপির নেতৃত্বাধিন গ্রুপ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, বিজিএমইএ সাবেক সহ সভাপতি মোহাম্মদ নাছিরের একটি গ্রুপ সাংগঠনিক কর্মকান্ডে স্বক্রিয় থাকলেও মোতাহেরুল ইসলাম চৌধুরীর নামে কোন বলয় নেই। তিনি এমপি সামশুল হক চৌধুরীর বলয়ের হয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এ প্রসঙ্গে দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, আমি দায়িত্ব নেয়ার পর থেকে সবাইকে সাথে নিয়ে কাজ করার চেষ্ঠা করতেছি, আমি কোন গ্রুপ রাজনীতিতে বিশ্বাস করি না, বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে যারা ভালোবাসে তাদের বলয় নিয়ে আমার রাজনীতি, ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি সংগঠনের জন্য শুভ না, স্থানীয় এমপি মন্ত্রী মহোদয়গণের পরামর্শ নিয়ে এলাকায় রাজনীতি এবং সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করতে হবে এর বাইরে গিয়ে কিছু করার নেই। বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন জানান, দক্ষিণ জেলায় পূর্ণাঙ্গ কমিটি করার কাজ এগিয়ে চলছে, উপজেলা ও পৌরসভার মধ্যে অধিকাংশ এলাকায় সম্মেলন শেষ হয়েছে। নির্বাচনের আগে সাংগঠনিক সমস্যাগুলো সমাধান করা হবে বলে তিনি জানান।

শাফিন / শাফিন

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা