ঢাকা বৃহষ্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

ঈদ আসলেই বেড়ে যায় গাড়ি ভাড়া


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৬-৬-২০২৩ বিকাল ৫:২০

ঈদ আসলেই বোনাস প্রথার প্রচলনে বেড়ে যায় সিএনজি ও অটোরিকশা ভাড়া। সারাদেশের ন্যায় এমন দৃশ্য চোখে পড়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলাতেও। সাধারণ যাত্রীরা বলছেন,ঈদের আগের দিন ও পরের দিন  গণপরিবহন সংকটের কারণে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চালকরা উৎসব বোনাস নামে অতিরিক্ত ভাড়া আদায় করেন যাত্রীদের কাছ থেকে।

ভুক্তভোগী সাধারণ যাত্রীরা বলছেন, ঈদের আগে ও পরের দিন সাধারণত দেখাযায় গ্রাম অঞ্চলের প্রতিটি সড়কই  যাত্রী থাকে ভরপুর। কর্মজীবী মানুষের সিংহভাগ ঢাকা  কর্মস্থল থেকে পরিবারের টানে বাড়িতে ফেরায় সড়ক সহ প্রতিটি অলিগলিতে মানুষের সংখ্যা অনেক বেশি থাকে। মানুষের বেশি উপস্থিতির কারণে সড়কে সেভাবে গণপরিবহনগুলোও নামে না এ সময়। ঠিক তখনই  সুযোগ বুঝে সিএনজিচালিত অটোরিকশা আর রিকশা চালকরা যাত্রীদের কাছে বেশি ভাড়া আদায় করে বলে অভিযোগ যাত্রীদের। 

ঢাকা চাকুরী করেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফরিদুল ইসলাম নামে এক গার্মেন্টস শ্রমিক।তিনি জানান,গত ঈদুল ফিতরের ছুটি পেয়ে পরিবারের টানে গ্রামে এসেছিলাম। ঈদ পরিবারের সাথে কাটিয়ে ঈদের পরের দিন আত্মীয় স্বজনের বাড়িতে ঘুড়তে যাচ্ছিলাম।এমন সময় শুনি উপজেলার পৌর এলাকা ধানগড়া থেকে জেলা সদরের কাঠেরপুল নামক স্থানের ভাড়া বেড়ে হয়ে গেছে দ্বীগুণ। কারণ জিজ্ঞেস করতেই সিএনজি চালক কড়া ভাষায় উত্তর দিয়ে বললেন, গেলে চলেন,না গেলে থাকেন, বোনাস কম বেশি সব জায়গায় নিচ্ছে আমরাও বোনাসের আশায় এই ঈদের পরের দিন গাড়ি নিয়ে বের হয়েছি।উপজেলার পশ্চিম লক্ষিকোলা এলাকার বাসিন্দা শামীম হোসেন নামে এক ব্যবসায়ী বলেন,স্থানীয় লক্ষিকোলা বাজার থেকে ষোল মাইল নামক স্থানের অটোরিকশা ভাড়া ১০ টাকা। কিন্তু ঈদের আগের দিন থেকে ঈদের ৩ দিন পর্যন্ত ভাড়া হয়ে যায় ২০-২৫ টাকা। কারণ জিজ্ঞেস করলেই অটোরিকশা চালক বলেন,সবাই ঈদ বোনাস পায় আমরা তো সারাবছর একই ভাড়ায় আপনাদের নিয়ে চলাচল করি তাই আমরা ঈদ বোনাস হিসাবে একটু গাড়ি ভাড়া বেশি নিচ্ছি।

সিএনজিচালিত অটোরিকশার বেশি ভাড়া প্রসঙ্গে কথা হয় চালক আল আমিনের সঙ্গে। তিনি বলেন, ঈদের সময় এমনিতেই যাত্রী কম থাকে। কিন্তু সব ধরণের দ্রব্য মূল্যের উর্ধ্বগতিতে আমাদের চলাচলও কঠিন হয়ে পড়ে। ঈদে পরিবারকে সময় না দিয়ে আমরা রাস্তায় নেমে গাড়ি চালাচ্ছি, আর সাধারণ মানুষ নানা প্রয়োজনে আত্মীয় স্বজনদের বাড়িতে ও বিনোদনের জন্য এক স্থান থেকে অন্য স্থানে ঘুরতে বের হয় তাই তাদের কাছ থেকে এভারেজ ভাড়ার পাশাপাশি ঈদ বোনাস হিসেবে কিছুটা বকশিশ চেয়ে নিই আমরা। কোন কোন যাত্রী ইচ্ছে করেই ঈদ বকশিশ দেয় আবার অনেকের কাছে ২০/৫০ টাকা বেশি চেয়ে নিই। ভাড়া আসলে বেশি না, কিন্তু বকশিশ দেওয়ার জন্য যাত্রীরা হয়ত বেশি মনে করে।

উপজেলার ভুইঁয়াগাতি বাসস্ট্যান্ড থেকে উপজেলা সদর  যাওয়ার জন্য রিকশায় উঠে কথা হয় চালক আব্দুল খালেকের সঙ্গে। তিনি বলেন, ঈদের সময় আমরা গ্রামে পরিবারের সঙ্গে ঈদ পালন সে ভাবে না করে রাস্তায় গাড়ি নিয়ে বের হই। একটি আশায়, সেটি হলো ঈদের সময় বাড়তি রোজগার হবে। ঈদের তিন দিন  গণপরিবহন কম থাকে মানুষও রিকশায় ঘুরাঘুরি করে। তাই এসময় আমরা গরিব রিকশা চালকরা একটু বেশি ভাড়া চেয়ে নিই যাত্রীদের কাছ থেকে। যাত্রীরাও খুশি হয়ে বকশিশসহ ভাড়া দেয়। ঈদের আগের দিন থেকে তিন দিন পর্যন্তই একটু বেশি ভাড়া চাইবে রিকশাচালকরা। আবার চারদিন  পর থেকে ভাড়া স্বাভাবিক হয়ে যাবে। বছরের ঈদের সময়ে বেশি ভাড়া পাব এই আশায় আমরা বছরজুড়েই অপেক্ষায় থাকি।রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান,আসছে ঈদুল আযহা উপলক্ষে সাধারণ যাত্রীদের কাছ থেকে যদি বোনাসের নামে অতিরিক্ত গাড়ি ভাড়া আদায়ের অভিযোগ আসে তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

চুয়াডাঙ্গায় নবযোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের দিনব্যাপী গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম

পালের গোদা উমেদার লোকমান সিন্ডিকেটে জিম্মি ঢাকা সদর সাব-রেজিস্ট্রি অফিস,যেন দেখার কেউ নেই

শ্যামনগরে ড. মনিরুজ্জামানের পক্ষে বিশাল গন-মিছিল ও পথ সভা

গোপালগঞ্জে আওয়ামী লীগের চার নেতার দল থেকে পদত্যাগ

কোম্পানীগঞ্জে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষায় ৩৫০ শিক্ষার্থীকে সম্মাননা ও বৃত্তি প্রদান

উলিপুরে শহীদ রায়হান ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উলিপুর লালদল চ্যাম্পিয়ন

গাজীপুরের নয়া জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

ঘরহীন জীবনের গল্প: রায়গঞ্জে নৌকার ওপর ভাসমান এক বৃদ্ধ দম্পতির দিনযাপন

ধামইরহাটে ‘আরডিআরএস’ এর ২৯৮ তম শাখার উদ্বোধন

মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া (ফাজিল)-এর নতুন বহুতল একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন

জয়পুরহাটে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিএসডিকে এনজিও'র বাস্তবায়নে বিএনএফ এর অর্থায়নে হত-দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ প্রদান।

শেরপুরে গারো পাহাড়ের জঙ্গল থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার