পতেঙ্গার বালুকারাশিতে লাখো পর্যটক
পড়ন্ত বিকেলে যখন সূর্যাস্তের সময় কি দারুন দৃশ্য পতেঙ্গায়। তখন পতেঙ্গা সমুদ্র সৈকতে লাখো মানুষের ভিড় বালুকারাশিকে মাতিয়ে তুলেছে। ঈদের এই আনন্দকে শতভাগ উপভোগ করতে চট্টগ্রাম নগরীর ভ্রমণ পিপাসুদের উপচেপড়া ভিড়। ফলে রবিবার সল্টগোলা রেল ক্রসিং থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত সড়কে যেমন একদিকে গাড়ির জট অন্যদিকে কর্ণফুলীর তীর ঘেঁষে বয়ে যাওয়া সড়কে নেভাল একাডেমি পর্যন্তও ছিল গাড়ির ভিড়। আহা ঈদের আনন্দে ছুটেছে আত্মহারা পর্যটক। প্রাকৃতিক সৌন্দয্যে গড়া বিভিন্ন স্পটে তিল ধারণের ঠাঁই নেই।
৩ দিনের সরকারি ছুটির শেষ দিনে রবিবার ছিল বিনোদন স্পটগুলোতে সবচেয়ে বেশি ভিড়। পতেঙ্গা সমুদ্র সৈকতের আশপাশ এলাকায় প্রায় দুই কিলোমিটার গাড়ির জটে পড়ে দুপুর গড়িয়ে বিকেল আবার বিকেলে যারা সৈকতে অবস্থান নেয়ার চেষ্টা করেছে তারা সন্ধ্যা নাগাদ সৈকতে পা রাখতে পেরেছে। শত শত গাড়িতে চড়ে আসা লাখো যাত্রীর ভিড়ে এ পর্যটন স্পটটি ছিল কানায় কানায় পরিপূর্ণ। কৌতুহলী মানুষ আর যানবাহনের ভিড়ে অনেকেই এ স্পট এড়িয়ে নেভাল একাডেমীর সংলগ্ন কর্ণফুলীর মোহনা ঘেঁষে বয়ে যাওয়া ভিআইপি সড়কে প্রতিরক্ষা দেয়ালের উপর বসেই সময় কাটিয়েছে। গুটি পিয়াজু আর কাকড়ার স্বাদে সময় কাটিয়েছে অবস্থান নেয়া পর্যটকরা।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ প্রতিবন্ধকতার কারনে কাটগড় হয়ে পতেঙ্গা সড়কে যানবাহন চলাচল জটের যেমন সৃষ্টি হয়েছে। ফলে এয়ারপোর্ট সড়কের উপর চাপ পড়ে গিয়ে সৈকতমুখী বাটারফ্লাই পার্কের রাস্তায় তবুও পর্যটকদের মাঝে ক্লান্তি ছিল না। বিষন্ন মন নিয়ে কেউ ফিরে যায়নি। ঘুরে ফিরে কোন না কোন অংশে ঠাঁই করে নিয়েছে কর্ণফুলী তীর ঘেষে যাওয়া এ সড়কের কোন এক স্থানে।
রবিবার বঙ্গোপসাগরে বিকেল চারটা থেকে কোন জেয়ার ছিল না রাত দশটা পর্যন্ত। ফলে সৈকতের বালুকা রাশিতে পা জোড়া ঘেঁষে চলে পানিতে পাড়ি জমিয়েছে পর্যটকরা। স্পীড বোটে ও ইঞ্জিন বোটে চড়ে অনেক পর্যটক সমুদ্রের বিশালতায় নিজেদের আনন্দের বহির্প্রকাশ ঘটিয়েছে। অনাবিল শান্তির পরশে পতেঙ্গা সৈকতকে মনে রাখবে নবাগত পর্যটকরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে চট্টগ্রামে যারা ঈদ করতে এসেছিলেন তাদের মধ্যে সমুদ্রের অবয়বে নিজেকে মেশাতে সৈকতে পা রেখেছিলেন তারা আবারও ফিরে আসবেন এ আঙ্গিনায় এমনই প্রত্যাশা ব্যক্ত করেছেন নবাগতদের অনেকেই।
এদিকে, নগরীর প্রাণকেন্দ্রে থাকা বহদ্দারহাটের স্বাধীনতা পার্ক আর পাহাড়তলীর ফয়’স লেক টুইটুম্বুর ছিল পর্যটকদের ভিড়ে। বর্তমানে চট্টগ্রামের একমাত্র শিশু পার্ক আগ্রাবাদস্থ কর্ণফুলী শিশু পার্ককে ঘিরে সকল বয়সী মানুষের পদচারণায় মুখরিত ছিল। অপরদিকে, নগরীর প্রাকৃতিক সৌন্দর্যের অভয়বে গড়া কনকর্ড এমিউজমেন্টের ফয়’স লেক ও ফিরোজ শাহ এলাকার সী ওয়ার্ল্ডে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় নবাগতদের মধ্যে অনেকটা বিরক্তি সৃষ্টি করেছে। কারণ, প্রাকৃতিক সৌন্দর্যের অপার সম্ভাবনা থাকা ফয়’স লেককে ঘিরে পর্যটকদের নানাবিধ পরিকল্পনা রয়েছে। কিন্তু কর্তৃপক্ষ পর্যটকদের এ ধরনের পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে পাহাড় কেটে রিসোর্ট তৈরি করার মধ্য দিয়ে। তবুও এ স্পটটিতে পর্যটকদের ভিড় সামলানো যাচ্ছে না নগরীর প্রাণ কেন্দ্রে থাকার কারণে। আগতদের অনেকেই অভিযোগ করেছেনÑ সরকারি সম্পত্তির উপর গড়ে তোলা এ স্পটে অনেকেই পকেট পুরে টাকা নিয়ে আসেন না। কিন্তু এ স্পটে প্রবেশে নগরীর নয়, দেশের সবচেয়ে বেশি আদায় করা হয়। ফলে বিত্তশালীদের ক্ষমতা থাকে প্রবের্শে । মধ্যবিত্ত আর নিম্নবিত্তরা এ আঙ্গিনা থেকে বেশিরভাগ সময় প্রবেশদ্বার থেকেই ঘুরে যেতে হয়।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫