উপ নির্বাচনে নৌকার বিপরীতে পাঁচ প্রার্র্থী
চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের (ডবলমুরিং-হালিশহর-খুলশী) উপ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু দলীয় প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগ প্রার্থীর বিপরীতে বিভিন্ন দলের আরও পাঁচ প্রার্থী মনোয়ন ফরম জমা দিয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম অঞ্চলিক নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের কাছে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ নির্বাচনে চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু ছাড়াও বাংলাদেশ স্বাধীনতা পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব দীপক কুমার পালিত, স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম ভূঁইয়া ও মো. আরমান আলী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া, জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগর সহ সভাপতি মো. সামসুল আলম মনোনয়ন জমা দিয়েছেন। নির্বাচনী মাঠে বাংলদেশ স্বাধীনতা পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব দিপক কুমার পালিত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি ও মুক্তিযুদ্ধের সপক্ষের সাথে জড়িত। তাকে জাতীয় হিন্দু মহাজোট, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, বাংলাদেশ জন্মষ্টমী উদযাপন পরিষদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সমর্থন দেয়া হয়েছে। তবে জাতীয় পার্টির প্রার্থী ফরম জমা দেয়ার সময় চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সিনিয়র কোন নেতাকে সাথে দেখা যায়নি। এই উপনির্বাচনে অংশ নিতে ২৯ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
এ বিষয়ে জাতীয় স্বাধীনতা পার্টির যুগ্ম মহাসচিব দিপক কুমার পালিত বলেন, আমি নির্বাচনে অংশ নেয়ার আগে আওয়ামী লীগের তৃণমূল ও কেন্দ্রীয় পর্যায়ের সিনিয়র নেতাদের সাথে কথা বলছিলাম, তারা আমাকে নির্বাচন করার নির্দেশ দিয়েছে। দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে মাঠে থাকতে বলছে। আমার জনসমর্থন জনপ্রিয়তা আওয়ামী লীগ দলীয় প্রার্থীর চেয়ে কোন অংশে কম না। ফরম সংগ্রহ করার পর থেকে আমার সাথে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সিনিয়র অনেক নেতারা নিয়মিত যোগাযোগ করে উৎসাহ দিচ্ছে। বিজয়ের ব্যাপারেও তিনি আশাবাদী বলে জানান।
এ বিষয়ে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মহিউদ্দীন বাচ্চু বলেন, আওয়ামী লীগের কর্মী সমর্থক পরিচয়ে কেউ নির্বাচন করলে দলীয় নেতা কর্মীরা তা মেনে নিবে না। যেহেতু আমাকে দলীয়ভাবে মনোনয়ন দেয়া হয়েছে বিষয়টি কেন্দ্রীয়ভাবে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
জাতীয় পার্টির প্রার্থী সামশুল আলমের সাথে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা জানান, আমাদের প্রার্থী মাঠে থাকুক আমরা চাই। আওয়ামী লীগের চাপে পড়ে যাতে মাঠ থেকে সরে না যায়। জাতীয় পার্টির প্রচুর কর্মী সমর্থক রয়েছে বলে তিনি দাবি করেন তাদের দলীয় প্রার্থীও বিজয় হওয়ার মত ভোট ব্যাংক উক্ত এলাকায় রয়েছে।
প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন। গত তিনটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ডা. আফছারুল আমীন এই আসনে টানা তিনবার বিজয়ী হয়েছিলেন। গত ২ জুন আফছারুল আমীন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় আগামী ৩০ জুলাই এ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় মঙ্গলবার (৪ জুলাই)। এছাড়া মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই, আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই। সব কেন্দ্রে ভোট নেওয়া হবে ইভিএম ব্যবহার করে। ভোটকেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫