ঢাকা শনিবার, ২ আগস্ট, ২০২৫

নারীর অর্থনৈতিক অবলম্বন সৃষ্টি করছে জয়িতা ফাউন্ডেশন


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৮-৭-২০২৩ দুপুর ১:৩১

দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ও সেবা বিপণন এবং বাজারজাতকরণের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল ‘জয়িতা’। ২০১১ সালের ১৬ নভেম্বর ‘জয়িতা’র কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশে নারীর ক্ষমতায়ন, নারীর অর্থনৈতিক অবলম্বন সৃষ্টি ও নারীদের স্বাবলম্বী করার করার উদ্দেশ্যে জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয়েছিল। এ সম্পর্কে জয়িতা ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শেখ মুহাম্মাদ রিফাত আলি জানান- উদ্যোক্তা যেন তাদের পণ্য বিক্রি করতে পারেন, তারা যেন দেশব্যাপী উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করেন সে জন্য নারী উদ্যোক্তাদের ব্যবসায়ী হিসেবে নিবন্ধন ও প্রশিক্ষণ প্রদান করা হয় জয়িতা ফাউন্ডেশন থেকে। নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রমে সহায়তা প্রদান করার জন্য রয়েছে জয়িতা বিপণন কেন্দ্র, জয়িতা ফুড কোর্ট, জয়িতা ক্রাফট জোন ও ই-জয়িতা (অনলাইন মার্কেট প্রেস)। নারীদের তৈরি করা পণ্য নারীরা বিক্রি করেন জয়িতায়। বিপণীবিতান ও ফুডকোর্ড এর দোকানগুলো পরিচালিত হয় নারীদের মাধ্যমে। ক্রেতা হিসেবে নারী পুরুষ সবাই আসতে পারে এখানে। প্রতিনন্ধীদের জন্য আছে আলাদা দুটি স্টল। ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের জন্য আছে আলাদা স্টল। কেনা-কাটার সুন্দর পরিবেশ, সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা, বিপণীবিতানের নিচে গাড়ি পার্কিং এর স্থানসহ অত্যাধুনিক প্রায় সব সুবিধা আছে জয়িতায়। এছাড়াও ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে উদ্যোক্তাদের পণ্যের প্রচার করা হয়। ২০১৯ সালের ১৬ ডিসেম্বর জয়িতা বিজনেস ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, এমপি। ইনকিউবেশন সেন্টারে রয়েছে উদ্যোক্তাদের জন্য আবাসিক প্রশিক্ষণের ব্যবস্থা। রয়েছে ১ লাখ উদ্যোক্তা সংযুক্ত করার সক্ষমতা সম্পন্ন প্লাটফর্ম ই-জয়িতা।  ফাউন্ডেশনে জুন ২০২৩ পর্যন্ত প্রায় ৮ হাজার  নারী উদ্যোক্তা নিবন্ধিত হয়েছে। এছাড়াও ২৯৬টি নারী উদ্যোক্তা সমিতি নিবন্ধিত আছে। করোনা অতিমারীতে সরকার ঘোষিত ১ হাজার ৫০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় জয়িতা ফাউন্ডেশন অংশীদার ব্যাংকের মাধ্যমে ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরে মোট ৩৮২ জন নারী উদ্যোক্তাদের মধ্যে ৩০ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। দেশের নারী জনগোষ্ঠীর জীবনমান উন্নায়ন ও তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষে জয়িতা ফাউন্ডেশনের নিবন্ধিত ব্যক্তি নারী উদ্যেক্তা ও নারী উদ্যেক্তা সমিতির অনুকূলে ঋণ বিতরণের লক্ষ্যে জয়িতা ফাউন্ডেশনের রিভলভিং ক্যাপিটাল সাপোর্ট ফান্ড গঠন করা হয়েছে।

এ পর্যন্ত রিভলভিং ক্যাপিটাল সাপোর্ট ফান্ডে ৫০ কোটি টাকার মধ্যে ৩১ কোটি টাকা জয়িতা ফাউন্ডেশনের সক্ষমতা বিনির্মাণ প্রকল্প হতে ফান্ডে প্রদান করা হয়েছে।  ৪ টি ব্যাংকের মাধ্যমে এ ঋণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এনআরবিসি ব্যাংক লি. ওয়ান ব্যাংক লি. ইউসিবিএল লি. সিটি ব্যাংক লি. এর মাধ্যমে এ পর্যন্ত ৩৫ জন নারী উদ্যোক্তাদের রিভলভিং ক্যপিটাল সাপোর্ট ফান্ড হতে ঋন প্রদান করা হয়েছে। নারী উদ্যোক্তাদের উপার্জন এবং নারীদের স্বাচ্ছন্দে পথচলা নিশ্চিত করার জন্য নারীদের দ্বারা চালিত জয়িতা স্কুটি ঋণ বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। যেকোনো নারী এই ঋণের জন্য আবেদন করতে পারবেন। জয়িতার ফেইসবুক পেজ এ ৪৭ হাজার ৫০০ জন ফলোয়ার। সপ্তাহে একদিন ফেসবুক লাইভ সেশন হয়। নারী উদ্যোক্তাদের ব্যবসা প্রচারে বিজ্ঞাপন, নারী উদ্যোক্তাদের তৈরি জয়িতা লোগো সম্বলিত মাস্ক বিতরণ, জয়িতার পণ্যের ওভিসি ও টিভিসি প্রচার করার জন্য রাপা প্লাজার বাইরে স্থাপন করা হয়েছে এলইডি ডিসপ্লে প্যানেল। ফুড কোর্ট ও বিপণন কেন্দ্রে আছে টিভি দেখাসহ নানা বিনোদনের ব্যবস্থা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নারী উদ্যোক্তাদের পণ্য বিপণন ও বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ, এসএমই মেলা, এফওএসএ মেলা, অফিসার্স ক্লাবে আনন্দমেলাসহ অন্যান্য মেলায় অংশগ্রহণের ব্যবস্থা করে জয়িতা ফাউন্ডেশন।

ভারতের নয়াদিল্লি ও কলকাতা এবং নেপালসহ বিভিন্ন আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করেছে জয়িতা ফাউন্ডেশনের নারী উদ্যোক্তা সদস্যবৃন্দ। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দিয়েছেন জয়িতা ফাউন্ডেশনকে ১০০ কোটি টাকা ঋণ সহযোগিতা দিবেন। এ পর্যন্ত প্রাপ্তি ৪০ কোটি টাকা পেয়েছে জয়িতা ফাউন্ডেশন। অবশিষ্ট ৬০ কোটি টাকা প্রক্রিয়াধীন আছে।  জয়িতা ফাউন্ডেশনের চলমান প্রকল্পের মধ্যে আছে ২৮ হাজার উদ্যোক্তা তৈরির লক্ষমাত্রা নিয়ে জয়িতা ফাউন্ডেশনের সক্ষমতা বিনির্মান প্রকল্প। এরই মধ্যে ২ হাজার ৭৭৭ জন নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়াও ঢাকায় জয়িতা টাওয়ার নির্মাণ প্রকল্প এবং ঢাকার বাইরে ৭টি বিভাগীয় শহরে জয়িতা টাওয়ার স্থাপনের উদ্যোগ রয়েছে। ঢাকায় নির্মাণাধীন জয়িতা টাওয়ারে থাকবে- নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ও সেবা বিপণনের ভৌত অবকাঠামোগত সুবিধা, নারী উদ্যোক্তা প্রশিক্ষণের সুবিধা, প্রশিক্ষনার্থীদের জন্য বিশ্রাম কক্ষ, নিজেস্ব সদর দপ্তর পরিচালনার সকল সুবিধা, ডে কেয়ার সেন্টার, নারীদের জিমনেশিয়াম, সুইমিংপুল, ব্যাংক, ফুডকোর্ট, সেমিনার হল, বিউটি পার্লার, নিজস্ব অডিটোরিয়াম, আয়বর্ধক ও বিনোদনমুলক জেন্ডার সংবেদনশীল অবকাঠামোগত সুবিধা। যা হবে পরিবেশন বান্ধব আইকনিক স্থাপনা। আশা করা যাচ্ছে যে, এ বছরই জয়িতা টাওয়ারের শুভ উদ্বোধন হবে। 

 

Sunny / Sunny

হোটেল ও রেস্টুরেন্ট শিল্পের সফল জাদুকর সুকান্ত সৈকত

শুরু হয়ে গেল রাঁধুনী নিবেদিত মাংসের সেরা রেসিপি ২০২৫ সিজন ৪ রান্নার প্রতিযোগিতা

অপরাজিতায় কবিতার শাড়ি 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে শক্তিশালী করতে এসএমই ফাউন্ডেশন ও অক্সফ্যাম একসাথে কাজ করবে

ঈদ ফ্যাশন ফিক্সেশন এর উদ্বোধন

ভর্তার স্বাদ ও সাতকাহন 

মাসরুমের গুরুত্ব ও মাশরুমের উৎপাদন কৌশল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

আমার মমতাময়ী মা 

শেষ হলো আইডিয়া পিচিং কম্পিটিশন ক্রিয়েভেঞ্চার ৩.০

ছোট উদ্যোক্তা থেকে বড় উদ্যোক্তা হওয়ার প্লার্টফর্ম সম্পূর্ণা বাংলাদেশ

টিকটকে যে নারীরা অনুপ্রেরণা যোগায়

চল্লিশেই সফল ব্যবসায়ী- নিয়াজ মোর্শেদ এলিট

ইপি-উদ্যোক্তা প্ল্যাটফর্ম এর বিভিন্ন জেলায় পুষ্পস্তাবক অর্পণ -