সৈয়দ ফয়সাল আহমেদ অনন্ত
জ্বালাও আলো আপন আলোয়
কারো কাছে ফয়সাল কারো কাছে অনন্ত নামে বেশি পরিচিত। বাবা অবসরপ্রাপ্ত হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ সালেহ আহমেদ এবং মা অবঃ প্রাইমারি স্কুল শিক্ষিকা ফাতেহা আক্তারের তিন ছেলের মধ্যে তিনিই সবার বড়। দূরন্ত শৈশব, কৈশোর ও যৌবনের শুরুটা কেটেছে প্রাণের শহর কুমিল্লায়। বাবা মা দুজনেই চাকুরীজীবি হওয়ার কারণে শৈশব কৈশোর পুরোটাই কেটেছে নানাবাড়ীতে। ডানপিটে না হলেও ছোটবেলা থেকেই হাসি ঠাট্টা আর গল্পের আড্ডায় সব সময়ই ছিলেন মধ্যমণি। ছবি আঁকার প্রতি রয়েছে নিখাঁদ ভালোবাসা। পরিবারের কারো কাছে তেমন সাপার্ট না পাওয়ায় ছবি আঁকার কোন প্রশিক্ষণই আর নেয়া হয়নি যা হয়ে আছে আজন্মের আক্ষেপ।
ছোট্টবেলায় সন্ধ্যায় ইলিক্ট্রিসিটি চলে গেলে ফ্ল্যাট বাসার সব বাচ্চারা মিলে ছাদে ছুটে যেতেন নিচতলার লাকি আন্টির গল্পের আসরে। লাকি আন্টির এই গল্পের আসরই বোধ হয় কুমিল্লা জিলা স্কুলের সপ্তাহিক সাংস্কৃতিক ক্লাসের গল্প, কৌতুক পরিবেশনার কান্ডারী বানিয়ে দেয়। ভোরের কাগজের গোল্লাছুট পাতায় নিজের লেখা কবিতা, ছড়া আর আঁকা ছবি প্রথম যখন পত্রিকায় প্রকাশ পায় তখন থেকেই এই অঙ্গনের প্রতি এক অন্যরকম মোহ যেন তাকে পেয়ে বসে।
তারপর নিয়মিতই প্রথম আলো, কিশোর তারকালোক, রহস্য পত্রিকায় কবিতা, কৌতুক ছাড়াও ছাপা হয় নানান রকম ফিচার। কবিতা থেকেই একটু একটু করে আগ্রহ জন্ম নেয় আবৃত্তিতে। জিলা স্কুলে অধ্যয়নের সময় থেকেই আবৃত্তি সংসদ কুমিল্লা'র প্রশিক্ষক কর্মশালার ৭ম আবর্তণে যুক্ত হয়ে সাংগঠণিকভাবে আবৃত্তি পথচলার শুরু। দেশ বরেণ্য আবৃত্তি শিল্পী কাজী মাহতাব সুমনের কাছেই আবৃত্তির প্রতি মুগ্ধতা শুরু। কাজী মাহতাব সুমনের আগ্রহেই বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রে তালিকাভুক্ত শিল্পী হওয়া ( উপস্থাপনা, আবৃত্তি, নাটক ও সংবাদ পাঠ )। আবৃত্তি সমন্বয় পরিষদের প্রতিশ্রুতিশীল তরুণ আবৃত্তি শিল্পীদের একক পরিবেশনা “ জ্বালাও আলো আপন আলো ”তে ২০১২ ও ২৬ সেপ্টেম্বর ২০২০ এ অংশগ্রহন উল্লেখযোগ্য। তাছাড়া আবৃত্তি সংসদ কুমিল্লা'র হয়ে ঢাকা - কুমিল্লাসহ দেশের প্রায় সব মঞ্চেই আবৃত্তি পরিবেশনার সুযোগ হয়। আবৃত্তি সংসদ কুমিল্লা'র কর্মশালায় সমন্বয়কারী ও সাধারণ সম্পাদকের পদে ছিলেন বেশ কিছুদিন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে সমাজ কর্মে মাস্টার্সের পর ঢাকায় আসা এবং ঢাকা বেতারে কাজের সাথে সম্পৃক্ততা। এখনো চলছে মাইক্রোফোনে নিজেকে মানিয়ে নিয়ে পারর্ফমেন্সে আরো শাণিত হওয়ার চেষ্টা। করোনাকালে থমকে যাওয়া সময়ে প্রযুক্তি'র কল্যাণে প্যারিসের জানালা এবং চ্যানেলে প্রবাহে অনুষ্ঠান উপস্থাপনার দ্বায়িত্ব পালনের মাধ্যমে কাজের পরিধি ও পরিচিতি ঘটেছে দেশ ছাড়িয়ে ইউরোপ, আমিরিকা ও পার্শবর্তী দেশ ভারতেও। শ্রুতি আয়োজিত ২৬ ও ২৭ আগষ্ট ২০১৭ সালে আগরতলায় তৃতীয় ভারত বাংলাদেশ আবৃত্তি উৎসবে আবৃত্তি সংসদ কুমিল্লার হয়ে অংশগ্রহণ। ভারত-বাংলাদেশ বঙ্গবন্ধু নাট্য উৎসব পরিষদের আয়োজনে "বঙ্গবন্ধু নাট্য উৎসব ২০২২" এ ২০ শে ডিসেম্বর “ ৭ই মার্চের ভাষণ ” নাটকে পারফর্ম ছিল তার মনে রাখার মত।
প্রাণের সংগঠন বাংলা সংস্কৃতি বলয়ের আলোচনাচক্র ও কর্মশালায় প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথি হিসেবে ৫ ও ৬ নভেম্বর ২০২২ এ ত্রিপুরা রাজ্যে দেশবরেণ্য আবৃত্তি শিল্পী প্রিয় কাজী মাহতাব সুমন এবং বাংলাদেশের বেশ কয়েক জন গুণী সাংস্কৃতিক ব্যাক্তিত্বদের সফর সঙ্গী হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ ছিল তার জন্য দারুণ এক মুহূর্ত।
বর্তমানে বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটি'র নির্বাহী সদস্য হিসেবে কাজ করছেন নিয়মিত। শুধু আবৃত্তিই নয় জীবনের নানা উপলব্ধির গল্পও যেন কাজী মাহতাব সুমনের কাছে পাওয়া। সৈয়দ ফয়সাল আহমেদ অনন্ত বলেন, যখন সুমন ভাইয়ের মতো যে কোন বিষয় জানতে ও বলতে ইচ্ছে করে তখনই জানলাম ছবি আঁকা ছাড়া কথাবলাও আমার ভালোবাসা। আমার এই কথা বলাকে যিনি আমার চেয়ে আমার উপর বেশী আত্নবিশ্বাসী হয়ে আমাকে এফ এম রেডিও কথাবন্ধু পরিচয় দিয়েছেন তিনি কাজী কামরুন্নাহার হেলেন। যার কাছে আমার আজন্ম ঋণ। ছোট খালামনি শাহীন শিলু জীবনের যেকোন বিষয়ে যেমন সহজ সরল ব্যাখ্যায় পথ দেখান, মিজান মামা ছোট্টবেলা থেকে এখনো যেকোন কাজ কিভাবে আরো নিখুঁত করা যায় সেই তাড়না দেন। আর আমার মা এই মধ্যবিত্ত জীবনে সংস্কৃতি চর্চার মতো বিলাসী কাজে কখনোই না বলেননি। প্রতিনিয়তই পাশে থাকার জানান দেন। আর তাইতো হাজারো মুখ ও মুখোশের ভীড়ে এই প্রিয় মুখগুলোই ভারসা দেয়। মনে হয় আপন আলোয় উদ্ভাসিত হওয়ার পথেই আছি।
Sunny / Sunny