ঢাকা বৃহষ্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

ছোট উদ্যোক্তা থেকে বড় উদ্যোক্তা হওয়ার প্লার্টফর্ম সম্পূর্ণা বাংলাদেশ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৯-৫-২০২৪ বিকাল ৫:২০

সম্পূর্ণা বাংলাদেশ এর উদ্যোগে নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়েছে সম্প্রতি। সম্পূর্ণা বাংলাদেশ এর কার্যক্রম নিয়ে কথা হয়েছে সংগঠনটির সাধারণ সম্পাদক তাহমিনা আহমেদ রোজীর সাথে। 

সকালের সময়- সম্পূর্ণা বাংলাদেশ এর উদ্যোগে সফল নারীদের সম্মাননা দেওয়া হয়েছে। কি উদ্দেশ্য থেকে এ সম্মাননা দিয়েছেন? 

তাহমিনা আহমেদ রোজী- নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়ার জন্য। নারী উদ্যোক্তারা সারা বছর অনেক পরিশ্রম করে। ঘরের কাজ করে। বাইরের কাজ করে। নারীদের কাজগুলো সাধারণত ছোট পরিসরে হয়। সেজন্য চোখে পড়ে কম। তারা কাজের প্রশংসা তেমন পায় না। কাজের স্বীকৃতি পায় না। এর জন্য অনেকে কাজের উৎসাহ হারিয়ে ফেলে। সেজন্য আমরা চেষ্টা করেছি আমাদের সংগঠন সম্পূর্ণার উদ্যোগে সফল নারীদের সম্মাননা জানাতে। গত দুই বছর ধরে আমরা এ কাজটি করছি। এতে নারী উদ্যোক্তারা বেশ আনন্দিত। 

সকালের সময়- সম্পূর্ণা প্রতিষ্ঠার কথা জানতে চাই। সংগঠনটি কেন প্রতিষ্ঠা করেছেন?

তাহমিনা আহমেদ রোজী- সমাজের অনেক নরী স্বাবলম্বী হতে চায়। ঘরের কাজের পরে তাদের যে অবসর টুকু থাকে, সে সময়টিকে তারা কাজে লাগাতে চায়। কিন্ত তাঁদের অনেকেই জানে না কি কাজ করে সময়ের সঠিক ব্যবহার করা যেতে পারে। অনেকের বিভিন্ন প্রতিভা আছে। বিভিন্ন কাজের দক্ষতা আছে। সে দক্ষতা ও প্রতিভা ব্যবহার করে কিভাবে অর্থ উপার্জন করা যায়? এমন সব বিষয়ে সহযোগিতা করার জন্য সম্পূর্ণা প্রতিষ্ঠা করা হয়েছে।  সম্পূর্ণা বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সব্রত দে এবং সভাপতি স্বর্ণলতা দেবনাথ এর সৃজনশীল ও সামাজিক সেবামূলক উদ্যোগ সম্পূর্ণা বাংলাদেশ। তারা দুজনেই এ সংগঠনের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছি আমি। এ সংগঠনের মাধ্যমে একজন নারী কিভাবে উদ্যোক্তা হয়ে উঠতে পারে? তার ব্যবসার প্রয়োজনীয় পণ্য কিভাবে তৈরি করতে পারে এবং প্রয়োজনীয় উপকরণ কোন উৎস থেকে সংগ্রহ করা যায় ইত্যাদি বিষয়ে পরামর্শ ও দিক নির্দেশনা দেওয়া হয়। নারীদের অনেকেই তাদের উৎপাদিত পণ্য অনলাইনে বিক্রি করে। অনলাইনের বাইরে ব্যবসার পরিধি বাড়ানোর জন্য সুপার শপে বিক্রয়কেন্দ্র দরকার হয়। প্রয়োজনীয় বিনিয়োগের ঘাটতি থাকার কারণে এটি করা অনেকের পক্ষে সম্ভব হয় না। তাই সম্পূর্ণা উদ্যোগ নিয়েছে সম্মিলিত প্রচেষ্টায় বড় বিপণী বিতানে বিক্রয়কেন্দ্র পরিচালনা করার। গত দুই বছর ধরে ধানমন্ডির রাপা প্লাজায় সম্পূর্ণার একটি বিক্রয়কেন্দ্র পরিচালনা করা হচ্ছে। এ বিক্রয়কেন্দ্রে সম্পূর্ণার সদস্যদের তৈরি ও সংগ্রহ করা পণ্য বিক্রয় করা হয়। 

সকালের সময়- বর্তমান এ সংগঠনের সদস্য হতে পারবে কারা?  

তাহমিনা আহমেদ রোজী- যে কোন বয়সের নারী, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চায় তারাই এর সদস্য হতে পারবে। একটি বিষয় মাথায় রাখতে হবে- যারা বড় ব্যবসায়ী, তাদের জন্য সম্পূর্ণা নয়। সম্পূর্ণ সম্পুর্ন ছোট উদ্যোক্তাদের সংগঠন। এ সংগঠন থেকে অনেক বড় উদ্যোক্তা তৈরি হবে। বলতে পারেন বড় উদ্যোক্তা হওয়ার একটি প্লার্টফর্ম সম্পূর্ণা। 

সকালের সময়- এ সংগঠনের বাইরে আপনি আর কি করেন? 

তাহমিনা আহমেদ রোজী- রোজ কিচেন নামে আমার একটি প্রতিষ্ঠান আছে। সেখানে নারীদের রান্না শেখাই। অনলাইনে খাবার বিক্রি করি। এছাড়া ঘরের কাজ, বাসার রান্না, স্বামীর যত্ন, নাতি নাতনিদের সঙ্গে খেলা, তাদের স্কুল থেকে আনা-নেওয়া ইত্যাদি কাজ তো প্রতিদিন করতেই হয়। 

সকালের সময়-নতুন উদ্যোক্তাদের বিষয়ে আপনার পরামর্শ কি?

তাহমিনা আহমেদ রোজী- উদ্যোক্তা হওয়ার স্বপ্ন যারা দেখেন, তাদের জন্য পরামর্শ হচ্ছে- উদ্যোক্তার জার্নিটা অনেক লম্বা। এখানে প্রতিদিন কাজ শেখা থেকে শুরু করে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে হয়। তারপরেও ব্যবসায় লাভ-ক্ষতির হিসেব আছে। সব ধৈর্যের সাথে সমাধান করতে হয়। এ বিষয়গুলো মাথায় রেখে এ পথে পা বাড়াতে হবে। সাহস ও মনোবল শক্ত রাখতে হবে

Sunny / Sunny

অপরাজিতায় কবিতার শাড়ি 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে শক্তিশালী করতে এসএমই ফাউন্ডেশন ও অক্সফ্যাম একসাথে কাজ করবে

ঈদ ফ্যাশন ফিক্সেশন এর উদ্বোধন

ভর্তার স্বাদ ও সাতকাহন 

মাসরুমের গুরুত্ব ও মাশরুমের উৎপাদন কৌশল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

আমার মমতাময়ী মা 

শেষ হলো আইডিয়া পিচিং কম্পিটিশন ক্রিয়েভেঞ্চার ৩.০

ছোট উদ্যোক্তা থেকে বড় উদ্যোক্তা হওয়ার প্লার্টফর্ম সম্পূর্ণা বাংলাদেশ

টিকটকে যে নারীরা অনুপ্রেরণা যোগায়

চল্লিশেই সফল ব্যবসায়ী- নিয়াজ মোর্শেদ এলিট

ইপি-উদ্যোক্তা প্ল্যাটফর্ম এর বিভিন্ন জেলায় পুষ্পস্তাবক অর্পণ - 

সম্পূর্ণার দ্বিতীয় চেইন শপের উদ্বোধন

অপরাজিতার পোশাকে কথা, কবিতা ও বর্ণমালার আয়োজন