ঢাকা বৃহষ্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

সফল তরুণের গল্প- ১

চল্লিশেই সফল ব্যবসায়ী- নিয়াজ মোর্শেদ এলিট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৩-২০২৪ দুপুর ২:১২

এ সময়ের একজন সফল তরুণ ব্যবসায়ী ও দক্ষ সংগঠক নিয়াজ মোর্শেদ এলিট। সমাজ সেবা ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন ছাত্র জীবন থেকে।  মাত্র ৪০ বছর বয়সেই হয়ে উঠেছেন তারুণ্যের তারুণ্যের অহংকার। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত নিয়াজ মোর্শেদ এলিট তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক। বড়তাকিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক।

তাঁর জন্ম চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছরা ইউনিয়নের মসজিদিয়া গ্রামে। ব্যবসায়ী মনিরুল ইসলাম ইউসুফ ও লুৎফুর নাহারের ছেলে নিয়াজ মোর্শেদ এলিট ছাত্র জীবন থেকেই সমাজের অগ্রগতির জন্য কাজ করছেন। তিনি নেতৃত্ব দিয়েছেন জুনিয়র চেম্বার অব বাংলাদেশ, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, চট্টগ্রাম আন্তঃজেলা পরিবহন মালিক সমিতি, চিটাগং খুলশী ক্লাব লিমিটেড, জুনিয়র চেম্বার অব কমার্স চট্টগ্রামসহ নানা ব্যবসায়িক সংগঠনের। রক্ত দিয়ে অন্যের প্রাণ বাঁচানোর কাজে মানুষকে উৎসাহিত করতে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘নিয়াজ মোর্শেদ এলিট ব্লাড ডোনার্স ক্লাব’।

স্ব-প্রতিভায় তিনি নিজেকে যুক্ত করেছেন রাজনীতিতে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে পরিচালিত দল আওয়ামী লীগে তিনি স্থান করে নিয়েছেন আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটিতে। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগে। যদিও তিনি স্কুলজীবন থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুক্ত ছিলেন ছাত্রলীগের রাজনীতিতে। ছাত্রলীগের চট্টগ্রাম কমার্স কলেজ শাখায় সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

তিনি চট্টগ্রাম খুলশী ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি, জুনিয়র চেম্বার চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ দাবা ফেডারেশান চট্টগ্রামের চিফ কো-অর্ডিনেটর, ব্রাদার্স ইউনিয়ন (ঢাকা ও চট্টগ্রাম) ক্রিকেট কমিটির সভাপতি, একুশে মেলা পরিষদের মহাসচিব, চট্টগ্রাম বোট ক্লাবের সদস্য ও শাহীন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের আজীবন সদস্য।

এছাড়াও তিনি বাংলাদেশ রিজিয়নাল ক্রিকেট কমিটির চট্টগ্রাম রিজিয়নের সদস্য, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব লিমিটেড ঢাকা ও চট্টগ্রামের পরিচালক, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব লিমিটেড ক্রিকেট কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর, চট্টগ্রাম রিজিওনাল ক্রিকেট কাউন্সিলের পরিচালক এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান।

আন্তর্জাতিক ক্ষেত্রেও তিনি তার দক্ষতার ছাপ রেখেছেন। পেয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতিও। তরুণ ব্যবসায়ী ও সংগঠক মো. নিয়াজ মোর্শেদ এলিট ২০১৭ সালে তিনি জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল একাডেমিতে অংশ নিয়েছেন। ২০১৮ সালে চীনে এশিয়ান আফ্রিকান ইয়ুথ ফেস্টিভ্যালে ডেলিগেট হিসেবে অংশ নিয়েছেন।

তার তৈরি করা স্বেচ্ছাসেবামূলক সংগঠন ‘নিয়াজ মোর্শেদ এলিট ব্লাড ডোনার্স ক্লাব’ দিনে ২-৩ জনকে রক্ত দিয়ে সমাজে আস্থা ও সম্প্রীতিকে এগিয়ে নেয়।আওয়ামী লীগের রাজনীতির সারথী হয়ে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তর করার জন্য তিনি মিরসরাইয়ের উন্নয়নে প্রত্যক্ষভাবে কাজ করে যাচ্ছেন।

উল্লেখ্য, নিয়াজ মোর্শেদ এলিট ২০০০ সালে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০০২ সালে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০০৬ সালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন। পরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার পাশাপাশি তিনি নিজ ব্যবসায় মনযোগ দেন। 

ব্যক্তিগত জীবনে নিয়াজ মোর্শেদ এলিট বিবাহিত। তাসমিনা আহমেদ শ্রাবণী তাঁর স্ত্রী। তিনিও একজন নারী উদ্যোক্তা। এছাড়া তাঁদের এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। তারা হলেন নোহা ইউসুফ নিয়াজ এবং নাওয়াফ নিয়াজ।

Sunny / Sunny

অপরাজিতায় কবিতার শাড়ি 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে শক্তিশালী করতে এসএমই ফাউন্ডেশন ও অক্সফ্যাম একসাথে কাজ করবে

ঈদ ফ্যাশন ফিক্সেশন এর উদ্বোধন

ভর্তার স্বাদ ও সাতকাহন 

মাসরুমের গুরুত্ব ও মাশরুমের উৎপাদন কৌশল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

আমার মমতাময়ী মা 

শেষ হলো আইডিয়া পিচিং কম্পিটিশন ক্রিয়েভেঞ্চার ৩.০

ছোট উদ্যোক্তা থেকে বড় উদ্যোক্তা হওয়ার প্লার্টফর্ম সম্পূর্ণা বাংলাদেশ

টিকটকে যে নারীরা অনুপ্রেরণা যোগায়

চল্লিশেই সফল ব্যবসায়ী- নিয়াজ মোর্শেদ এলিট

ইপি-উদ্যোক্তা প্ল্যাটফর্ম এর বিভিন্ন জেলায় পুষ্পস্তাবক অর্পণ - 

সম্পূর্ণার দ্বিতীয় চেইন শপের উদ্বোধন

অপরাজিতার পোশাকে কথা, কবিতা ও বর্ণমালার আয়োজন