কাজী কামরুন নাহার হেলেন
আমি নারী আমি পারি
জীবন সংগ্রামশীল। জীবন ক্ষণিকের। জীবন সম্পর্কে যত কথাই বলা হোক না কেন- জীবনের সংজ্ঞা দেয়া সত্যি কঠিন। জীবনের সঠিক সংজ্ঞা পেতেই জীবনে এগিয়ে যাবো নাকি অল্প বয়সে নিজের সাথে একটা বোঝাপড়া করে শুধুই সংসার ধর্মে মনোনিবেশ করবো এমনই ভাবনা যখন নিজের মাঝে গভীরভাবে কাজ করছিল ঠিক তখনই ভেতর থেকে উত্তর এলো স্বপ্ন দেখতে হবে । স্বপ্ন পূরনে আমাকেই কাজ করতে হবে। সেই থেকে জীবনের চ্যালেঞ্জকে মেনে নিয়ে সামনে এগিয়ে চলার সিদ্ধান্ত । জীবন সম্পর্কে এমনই ধারনা কাজী কামরুন নাহার হেলেনের।
একজন নারীর সংগ্রামী জীবনের গল্প জানতে চাইলে কামরুন নাহার হেলেন জানান, খুব অল্প বয়সে সংসারের দায়িত্ব নিতে হয় আমাকে। ভালোবেসে বিয়ে করে পরিবারের কাছ থেকে আলাদা হতে হয়। পড়াশোনা চালিয়ে যেতে হবে এই মনোবল ছিল আমার । তাইতো পিছু ফিরে তাকাইনি। পথ ছুটেছি । অল্প বয়সে বাচ্চাদের দায়িত্ব, পড়াশোনা চালিয়ে যাওয়া, রান্না বান্না , সামাজিকতা ঠিক রাখা। অনেক সময় মনে হত হয়তো আর পারছিনা। কিন্তু থেমে যাইনি। মনে মনে বলতাম আমি পারবো । আমাকে পারতেই হবেই । বাবা আমাকে নিয়ে যে স্বপ্ন দেখেছেন তা অনেক বড় হবার । বয়স যখন ১০ বা ১২ তখন বাবা গান শিখতে পাঠিয়ে দেন জনপ্রিয় কন্ঠশিল্পী আরতি ধরের কাছে। নারায়ঙ্গঞ্জ বুলবুল ললিতকলা একাডেমি থেকে গিটার ও নাচ ও শেখা হয় । এগুলো সম্ভব হয়েছিল মায়ের উৎসাহ আর বাবার অনুপ্রেরণায়। গানের জন্য পুরস্কার পেয়েছি অনেকবার। একটি পুরস্কারের কথা না বললেই নয় । নাচে ও গানে ২য় স্থান অর্জন করে প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের হাত থেকে পুরুষ্কার নেয়া। কলেজের গন্ডি পেরুনোর পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মাস্টার্স। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যাল্য় থেকে রাষ্ট্র বিজ্ঞানে মাস্টার্স এবং ঢাকা সিটি ল কলেজ থেকে ল সম্পন্ন। এম ফিল করেছি। যদিও পি এইচ ডি শেষ করা হয়নি এখনো।
ছোটবেলার প্রসঙ্গে জানান, ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল রেডিও, টেলিভিশনে কাজ করার । বাচ্চারা যখন একটু বড় হয় তখন সেই সুযোগ আসে । ২০০৫ সালে বিটিভিতে আবৃত্তি শিল্পী হিসাবে কাজ শুরু । ২০০৬ সালে আবৃত্তি সংগঠনের সাথে যুক্ত হওয়া । মঞ্চে আবৃত্তি করার সুযোগ হয়েছে অনেকবার। বর্তমানে শব্দবৃত্তি আবৃত্তি সংগঠনের সাধারন সম্পাদকের দায়িত্বে আছি । এরপর ২০০৮ সালে বাংলাদেশ বেতারে অডিশন দিয়ে পাশ করার পর থেকে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি আজ অবধি। ২০১০ সালে টেলিভিশনে কন্ঠশিল্পী হিসাবে তালিকাভুক্ত হয়েছি কবিতা সেতো আমার ভালবাসা, ভালোলাগার সাথী । দুটি কবিতার সিডি বের হয়েছে ’অধরা ভালোবাসা’ এবং ’বিষন্ন সময়’ শিরোনামে। এখন সময় কাটছে একটি গল্পের বই এবং কবিতার বই ছাপানোর ব্যস্ততায়। ইচ্ছে আছে আগামী বই মেলায় প্রকাশ করার । সত্যি জীবনে ইচ্ছে থাকলে সকল বাধা পেরুনো সম্ভব ।
Sunny / Sunny