পরিত্যক্ত পাহাড় কেটে সরকারী কর্মকর্তার ভাড়া বাণিজ্য
সরকারের পরিত্যক্ত ঘোষণা করা পাহাড় (সরকারী সম্পত্তি) কেটে ৪০ বছর যাবত ভাড়া বাণিজ্য গড়ে তুলেছে পরিবেশ ও বন মন্ত্রলায়ের এক ব্যবস্থাপনা পরিচালক। সরকারী এ কর্মকর্তার দাপটে চট্টগ্রামের পরিবেশ অধিদফতরও নিশ্চুপ। এদিকে, সরকারী পরিত্যক্ত ভূমি অবৈধ দখলে নিয়ে প্লট বাণিজ্যের পাঁয়তারা করছেন এই সরকারী কর্মকর্তা। পরিবেশ ও বন মন্ত্রনালয়ের অধীনে থাকা বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট এর ব্যবস্থাপনা পরিচালক মো. ছায়েদুজ্জামান (বিসিএস কোড-২০২০১) এমন অবৈধ ঘটনার সঙ্গে জড়িত।
প্রত্যক্ষভাবে দেখা গেছে, চট্টগ্রামের লট-৯ পাহাড়তলী মৌজায় প্রায় ৬০ কোটি টাকা মূল্যের ১ একর ১২ শতক পরিত্যক্ত জায়গা অবৈধ দখলে রেখে তাঁর সহোদর নুরুজ্জামানকে দিয়ে দেখভাল করে আসছেন। অথচ ২০০৯ সালে এসব ভূমির খতিয়ান বাতিলের সিদ্ধান্ত দিয়েছিলেন এসি ল্যান্ড মোহাম্মদ আব্দুল কাদের। এই ফাইলটিও গায়েব করেছে ভূমিদস্যু চক্রটি। ২০২২ সালের অক্টোবরে কাট্টলী ভূমি অফিসে গিয়ে এসি ল্যান্ড মো. উমর ফারুককে এসব ভূমি নিজের নামে করিয়ে দিতে স্বশরীরে গিয়ে চাপাচাপি করেছেন সরকারী এই কর্মকর্তা এমন অভিযোগও পাওয়া গেছে।
চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির ১৯৭২ সালের পিও ১৬/৭২ এর আওতায় পরিত্যক্ত ঘোষণা করা হয় এসব সম্পত্তি। ১৯৮৮ সালের ২৬ ডিসেম্বর বাংলাদেশ গেজেট অতিরিক্ত এর ৯৬ এবং ৯৭ নং ক্রমিকে এসব জমি পরিত্যক্ত তালিকাভুৃক্ত আছে। এদিকে, উচ্চ আদালতের তথ্য অনুযায়ী জেলা প্রশাসনের এই ভূমি পরিত্যক্ত ঘোষণাকে স্থগিত করতে নুরুজ্জামানসহ আটজন ২০০১ সালের ২২ নভেম্বর উচ্চ আদালতে একটি রীট পিটিশন(৬৫৯০/২০০১) দায়ের করে। এদিকে, বিবিধ মামলা(নং-৯৪/২০০০-২০০১) পিও-১৬/৭২ রায়ে সহকারী কমিশনার (ভূমি), সদর চট্টগ্রাম কে এম বেনজামিন রিয়াজী ২০০১ সালের ২ সেপ্টেম্বর ১.১২ একর জায়গা পরিত্যক্ত ঘোষণার সুপারিশ করেন।
কাট্টলী সার্কেল ভূমি অফিস সূত্রে জানা গেছে, ১ একর ১২শতক ভুমি দলিল নং ৪৩৩৫ তারিখঃ ১২/১২/১৯৫০ অনুযায়ী অ-বাঙ্গালী হাসিনা ইব্রাহিম ও আনোয়ারুল হক এই ভূমির মালিক। যা ১৯৬৪-৬৫ সালে পিএস রেকর্ডভুক্ত ছিল । আর এস ৫৫ দাগের আওতায় নামজারী মোকাদ্দমা ২১৯ অনুযায়ী পিএস ২৮ নং খতিয়ান তৈরী হয়েছিল ওই অবাঙ্গালীর নামে। এই খতিয়ানের আওতায় পিএস ৬০ ও ৬২ দাগের অধীনে বিএস খতিয়ান ৮৫ ও ৯৫ এর অনুরূপ বিএস দাগ নং ৭০,৭৩,৭৪,৭৫,৭৬ ও ৭৯। ২০০৮ সালের ২২ জুন চাঁন্দগাও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাদের স্বাক্ষরিত এক আদেশে উল্ল্যেখ করা হয়েছে এসব ভূমি পরিত্যক্ত তালিকায় রয়েছে। এমনকি এই সহকারী কমিশনার ২০০৯ সালের ১৩ জানুয়ারী এক আদেশে সরকারী এই অবৈধ দখলদাদের বিএস খতিয়ান বাতিল করে আইনগত ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত দিয়েছেন। যাহা দীর্ঘ ১৫ বছরেও কার্যকর করেনি কাট্টলী সার্কেল ভূমি অফিস। যাহার স্মারক নং-৩-১/০৮-১৬/২০০৯/চাঁন্দ, ভূমি, তারিখ-১৪/১/২০০৯। ২০০৯ সালের ১৩ জানুয়ারী চাঁন্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার(ভূমি) স্মারক নং ১৮১/কাট্টলী তাং- ২৪/১২/২০০৮ ইং ভূমি সহকারী কর্মকর্তার প্রতিবেদনে পিএস ৭১ দাগে বিএস ৭১, ৭৬,৭৮,৭৯ ও ৮২ দাগ এবং বিএস ৭২,৭৩,৭৪ ও ৭৫ দাগের পিএস দাগ নং ৭৩।
কাট্টলী সার্কেলের আওতাধীন পাহাড়তলী ভূমি অফিস সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালের ২৬ ডিসেম্বরের অতিরিক্ত গেজেট অনুযায়ী উল্লেখিত বিএস দাগদ্বয় এপি তালিকাভুক্ত আছে। রেজিস্টার ০২ পর্যালোচনায় বিএস ৮৫, ৮৬,৯৫ ও ১১১ নং খতিয়ানে বাংলা ১৪০০ সাল পর্যন্ত খাজনা আদায় করা হলেও এপি গেজেটের আওতায় উক্ত ভূমি পরিত্যক্ত ঘোষণার পর খাজনা আদায় বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে, পরবর্তীতে ২০১৬ সালে সরকারী কর্মকর্তার ভাই মো. নুরুজ্জামান পরিত্যক্ত এ ভূমির উন্নয়ন কর পরিশোধের জন্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রীট পিটিশন(নং-১৪৯৪২/২০১৬) দায়ের করেন। এতে হাইকোর্ট আইনানুগভাবে আবেদনটি নিস্পত্তির নির্দেশনা প্রদান করেন। আবারও ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর মোহাম্মদ নুরুজ্জামান ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য ভূমি মন্ত্রনালয়ে স্মারক নং ৩১.০০.০০০.০৪৫.৫৫.০৩১.১৯-৪৯৮ অনুযায়ী ২০১৯ সালের ০৩ অক্টোবর আরডিসি মুহাম্মদ মাহমুদ উল্ল্যাহ মারুফ সহকারী কমিশনার (ভূমি) কাট্টলী সার্কেলকে পরিত্যক্ত সম্পত্তির বিষয়ে মতামতের জন্য চিঠি প্রেরণ করেন।
অপরদিকে, দুদকের ২০২০ সালের ২৮ জানুয়ারীর এক অভিযোগের ভিত্তিতে পরিত্যক্ত সম্পত্তির অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়েছিল। দুদকের পরিচালক মো. জহিরুল ইসলাম ‘দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেল’ থেকে ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর এ বিষয়ে জেলা প্রশাসককে একটি চিঠি প্রেরণ করেন। যা রাজস্ব শাখার রায়হান নামে কেউ গ্রহন করেছেন।
এদিকে, আর এস ৫৬ দাগে পিএস রেকর্ডিয় মালিক সাহিদ হোসেন রেজভী থেকে দলিল গ্রহিতা ছৈয়দর রহমান ৩৮ শতক জায়গা ক্রয় করেছেন ১৯৭০ সালের ৫ ডিসেম্বর। কিন্তু কোন ধরনের বন্টননামা বা বায়া দলিল নেই অবৈধ দখলদার নুরুজ্জামানের কাছে। অবাঙ্গালী আনোয়ারুল হক আরএস ৫৫ দাগে ১.১২ একর জায়গার মালিক ছিল। মাহবুবুল আলম ও আতীয়া চৌধুরী ক্রয়সূত্রে মাত্র ১১ শতকের মালিক হলেও মূলত তারা ১ একর ১২ শতক জায়গা অবৈধভাবে দখল করে রেখেছে।
এ বিষয়ে কাট্টলী সার্কেলের এসি ল্যান্ড মো. উমর ফারুক সকালের সময়ের প্রতিবেদককে বলেন, সরকারী গেজেটে এসব ভূমি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ১৯৮৮ সালের গেজেট তালিকায় এসব ভূমি থাকায় ১৪০০ বাংলা থেকে খাজনা নেওয়া বন্ধ রয়েছে। ২০০৯ সালে তৎকালিন চান্দগাঁও সার্কেলের এসি ল্যান্ড এসব ভূমির খতিয়ান বাতিলের সিদ্ধান্ত দিয়েছেন। এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন সময়ের রিপোর্টে দেখা গেছে অবাঙ্গালী হাসিনা ইব্রাহীমের মালিকানায় এসব সম্পত্তি ছিল।
এব্যপারে জানতে চাইলে জমিটি তাদের নিজস্ব সম্পত্তি দাবি করেন, পরিবেশ ও বন মন্ত্রনালয়ের অধীনে থাকা ’বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট’ এর ব্যবস্থাপনা পরিচালক মো. ছায়েদুজ্জামান। পাহাড় কেটে পরিবেশ বিপর্যয়ের কাজে সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এসব বিষয় দেখার জন্য আপনাকে কে দায়িত্ব দিয়েছে? এগুলো দেখার জন্য পরিবেশ অধিদপ্তর আছে, আদালত আছে, তারা দেখবে।
এসব বিষয়ে জানতে চাইলে সম্পত্তিটি নিজেদের কেনা দাবি করে ও খাজনা আদায় না করার বিষয়টি স্বীকার করে, অবৈধ দখলদার নুরুজ্জামান বলেন, খতিয়ান বাতিলের একটি সিদ্ধান্ত হয়েছিল ১৫ বছর আগে, তখন আমরা আদালতের আশ্রয় নিয়ে রাজস্ব দেয়ার চেষ্টা করেছি কিন্তু ভূমি অফিস নিচ্ছেনা। এজন্য আমরা ভূমি মন্ত্রণালয়ে একটি আবেদন করেছি তবে এখনো সুরাহা হয়নি।
পরিবেশ অধিদপ্তর কার্যলয়ের নিকটেই অবৈধভাবে পাহাড় কেটে বাসা ভাড়া বাণিজ্য চালালেও প্রয়োজনীয় ব্যবস্থা কেন নেয়া হচ্ছেনা, তা জানার জন্য পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস ও উপ পরিচালক মিয়া মাহমুদুল হককে মোবাইলে কল ও ক্ষুদেবার্তা দিয়েও কোন সাড়া না পাওয়ায় কথা বলা সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫