ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামে সক্রিয় ’ভূয়া’ মামলাবাজ চক্র


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৯-৭-২০২৩ দুপুর ৪:২৬
চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করার মানসে নগরে কিছু মামলাবাজ চক্র সক্রিয় হয়ে উঠেছে।  যারা ভাড়া করা মহিলা সংগ্রহ করে তাদের মোটা অংকের টাকার বিনিময়ে সাজানো ও কাল্পনিক ঘটনা সৃষ্টি করে মিথ্যা মামলা দায়েরের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের সম্মানিত ব্যক্তিদের সম্মানহানি ও হয়রানি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ধরণের ভূয়া মামলার কারণে বিভ্রন্তিতে পড়ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও তদন্তকারী কর্মকর্তাও। নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা যেকোন অপকর্ম করতে পিছপা হয়না। সম্প্রতি আদালতের মাধ্যমে নগরের বায়েজিদ থানায় দায়ের হওয়া এমন একটি মামলার (বায়েজিদ মোস্তামি থানার মামলা নং-২৫, তারিখ ১৪/৬/২০২৩) কথা উল্লেখ করে গত শনিবার (৮ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার বরাবরে একটি লিখিত আবেদন করেছেন চট্টগ্রাম অটোরিক্সা অটোটেম্পু শ্রমিক লীগের  (রেজি. নং- চট্ট. ১৪৬৯) সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম খোকন। একই সাথে তদন্তপূর্বক এই ঘটনার সাথে জড়িত চক্রের সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে ভুক্তভোগী নজরুল ইসলাম খোকন বলেন, সম্প্রতি চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন আদালত ৪ এ নালিশী অভিযোগের মাধ্যমে বায়েজীদ থানায় আমার নামে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয়েছে। যেখানে আমার কোন সম্পৃক্ততা নেই। তাই প্রকৃত সত্য উন্মোচন করে, দোষীদের আইনের আওতায় আনার জন্য আমি সিএমপি কমিশনার, র‌্যাব-৭সহ সংশ্লিষ্ট একাধিক দপ্তরে লিখিত আদেন জানিয়েছি।
লিখিত আবেদনে বলা হয়েছে, মামলার ভিকটিমের বসতঘর ও ঘটনাস্থল আমার (নজরুল ইসলাম খোকন) বাসা থেকে ১০ কিলোমিটার (কম/বেশি) দূরে। মামলার বাদীকে (ভিকটিম) আমি (নজরুল ইসলাম খোকন) ব্যক্তিগতভাবে চিনিনা, তাকে কখনো দেখেছি বলেও মনে হয়না। তার সাথে আমার কোন শত্রুতা বা সম্পর্ক কোনটিই নেই।  মামলার এজাহারে উল্লেখিত ২ নং ব্যক্তি মো. রিয়াজ আমার পরিচিত হলেও তিনিও ভিকটিমকে চিনেনা। আর এজাহারের ৩ নং ব্যক্তি মোস্তফা ফারুককেও আমরা চিনিনা বা কোন সম্পর্ক কিংবা যোগাযোগ নেই। উল্লেখিত মামলার ঘটনাস্থলে বিগত ১০ বছরেও আমি কোনদিন যাইনি। ঘটনার তারিখ ২০ মে ২০২৩ মামলায় উল্লেখিত সময়ে আমি আমার বাসা ও অফিস এলাকা বাকলিয়া থানার অধিন কালামিয়া বাজার এলাকায় ছিলাম। যাহা সঠিক ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে আমি মনে করি। উল্লেখিত ঘটনায় যদি বিন্দুমাত্র আমার সংশ্লিষ্টতা থাকে তাহলে আমাকে সর্বোচ্চ শাস্তি দিবেন আর যদি মামলাটি সাজানো ও কাল্পনিক হয়ে থাকে তাহলে ওই চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।
যে কারণে হতে পারে মিথ্যা মামলার উৎপত্তি:     
মিথ্যা মামলা দায়েরের কয়েকটি সম্ভাব্য কারন উল্লেখ করে আবেদনে বলা হয়েছে,  থ্রী হুইলার অটোরিক্সা নীতিমালা ২০০৭ লঙ্ঘন করে চট্টগ্রাম মেট্রো এলাকায় কিছু অতিরিক্ত সিএনজি অটোরিক্সা নিবন্ধন দেয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছিল। সেই সুত্র ধরে, অতিরিক্ত নিবন্ধন দেয়া নাম্বারগুলো বাতিল করে পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে জনসম্মুখে প্রকাশ করার জন্য বিআরটিএ চট্টগ্রামের বিভাগীয় পরিচালকের বরাবরে গত ২৭ এপ্রিল আমি একটি আবেদন করেন শ্রমিক নেতা নজরুল ইসলাম খোকন। এছাড়া মেয়াদোত্তীর্ণ সিএনজি স্ক্র্যাপকরণেও মোটা অংকের ঘুসের লেনদেন হয়েছে মর্মে আমাদের কাছে তথ্য আসে। শ্রমিকদের যথাযথ সেব না দিয়ে হয়রানি করা হয়। একজন শ্রমিক নেতা হিসেবে এসব অনিয়ম নিয়ে কথা বলেন তিনি। যা বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। ফলে বিআরটিএ’র কতিপয় বিপদগামী কর্মকর্তা-কর্মচারী ও দালাল চক্রের মূলহোতা বাবু দাশ সহ অপকর্মের সাথে জড়িত দালাল  চক্রের সদস্যরা আর্থিক ক্ষতির মুখে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে তারা এই রাস্তায় হাটতে পারে। 
সুত্রে উল্লেখিত মামলার এজাহারের ২ নং ব্যক্তি সিএনজি মালিক মো. রিয়াজের নিকট থেকে বিআরটিএ’র মেট্রো সার্কেল ১ এর উপপরিচালক তৌহিদুল হোসেন ৩ লাখ টাকা ঘুস নিয়েও চুক্তি মোতাবেক কাজ করেনি এবং টাকাও ফেরৎ দেয়নি এমন অভিযোগ তুলে বিআরটিএ’র চট্টগ্রাম বিভাগীয় পরিচালকের বরাবরে গত ৩০ এপ্রিল ২০২৩ লিখিত আবেদন করেন তিনি।  পরে সেই মালিক অন্য আরেকটি অটোরিক্সা স্ক্র্যাপ করতে গেলে তাকে নানাভাবে হয়রানির পর ৭ লাখ টাকার মৌখিক চুক্তিতে তার গাড়িটি স্ক্র্যাপ করলেও টাকা পরিশোধ না করায় তাকে স্লীপ (স্ক্র্যাপ ডকুমেন্টস) দেয়া হয়নি। এমনকি তাকে মারধর করে, ভয় দেখিয়ে জিম্মি করে ব্ল্যাংক স্ট্যাম্প ও সাদা কাগজে স্বাক্ষর নেয়ার অভিযোগ উঠে। এই ব্যপারে আদালতে মামলা করতে গেলে মামলা না নেয়ায় গত ৬ জুন জেলা প্রশাসকের বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
গত ১১ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস পালনের জন্য চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের প্রস্তুতি সভায় যোগ দেয়ার সময় নগরীর দোস্ত বিল্ডিং এলাকায় এক শ্রমিক নেতার উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। ওই ঘটনায় স্থানীয় কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করেন আহত শ্রমিক নেতা মো. ফারুক হোসেন। ওই হামলার প্রতিবাদে ১২ জুন দোস্ত বিল্ডিং এর সামনে প্রতিবাদ সভা করে চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগ। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সেখানে প্রধান অতিথি ছিলেন।
বিআরটিএ’র পক্ষ নিয়ে গত ১৩ জুন চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের চট্টগ্রাম জেলা কমিটির ব্যানারে বিআরটিএ’র কতিপয় মাফিয়া দালালের সাথে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করে একটি পক্ষ। জেলা কমিটির (বর্তমানে বিলুপ্ত) সভাপতি মো. ইউছুফের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজিজের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি (বর্তমানে বহিষ্কৃত) উজ্জল বিশ্বাস। মেয়াদোত্তীর্ণ পুরাতন প্রাইভেট টু-স্ট্রোক বেবী-টেক্সীকে অবৈধভাবে ফোর-স্ট্রোক  সিএনজিতে রূপান্তর করে ক্রয়-বিক্রয়কারী ইয়াছিন কোম্পানী, আব্দুল মতিন রুবেল ও ফোরকানসহ অনেকে সেখানে উপস্থিত ছিলেন। সেখানে অভিযোগকারীর নাম ধরে অশ্লীল ভাষায় শ্লোগান দেয় এবং মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিবকেও কটুক্তি করা হয়। 

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা