ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

গোবিন্দগঞ্জে দঃ পাঃ সরকারী প্রাথমীক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা অচল


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২-৭-২০২৩ দুপুর ১২:৫০

গোবিন্দগঞ্জের নাকাই ক্লাষ্টারের দক্ষিন পাটোয়া সরকারী প্রাথমীক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার অচল অবস্থা। শিক্ষকরা যে যার মত বিদ্যালয়ে উপস্থিত হচ্ছে নেই কোন তদারকী, উপস্থিত নেই কোন ছাত্র-ছত্রী তার পরেও প্রতিমাসের বেতন তুলছে তারা। গত ৯ জুলাই রবিবার সারা বাংলাদেশে সরকারী ঘোষণা মতে একযোগে সকল শিক্ষা প্রতিষ্ঠান চালু এবং বিদ্যালয় গুলোতে পাঠদান শুরু হওয়ার কথা। দক্ষিন পাটোয়া সরকারী প্রাথমীক বিদ্যালয়ে সকাল দশটায় গীয়ে কোন শিক্ষক,ছাত্র-ছাত্রী পাওয়া যায়নি। এ বিষয়ে তাৎক্ষনিক গাইবান্ধা জেলা প্রাথমীক শিক্ষা অফিসারকে এবং সংশ্লিষ্ট ক্লাষ্টারের সহকারী শিক্ষা অফিসারকে মোবাইলে জানানো হয়। বিদ্যালয়টিতে প্রতি বছর বরাদ্ধ দেওয়া হয় অবকাঠামো উন্নয়নের জন্য কিন্তু বিদ্যালয়টির অবস্থা এতটাই নাজুক যে লেখাপড়ার কোন পরিবেশ নাই। ২০-২১ অর্থ বছরে ক্ষুদ্র মেরামতের বরাদ্ধ ২ লক্ষ,স্লিপ -৫০,প্রাক-১০ হাজার,২১-২২ অর্থ বছরে বরাদ্ধ দেওয়া হয় স্লিপ -৫০ , রুটিন-৪০,ওয়াস ব্লক-২০,প্রাক-১০হাজার এবং ২২-২৩ অর্থ বছরে বরাদ্ধ-৫০ হাজার মোট বরাদ্ধ চার লক্ষ ত্রিশ হাজার(৪,৩০০০০) টাকা। স্কুলের ক্লাস রুমের প্লাস্তার খসে পড়ছে এবং শিশু শ্রেনীতে বাচ্চাদের খেলার কোন সরঞ্জাম নাই,নেই কান পড়া লেখার পরিবেশ। স্কুলের বাহিরে শিশুদের খেলার জন্য একটি দোলনার দুটি স্টান দেখা যায় অন্য সরঞ্জাম নেই এতে বুঝা যায়,স্কুলের বরাদ্ধের টাকা আত্নসাৎ করছে প্রতিবছর। স্কুলে দেরীতে আসা এবং বরাদ্ধের টাকার বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মমতা আকতার বানু বলেন,আপনি ডিপিও,ডিডি,ডিজিকে জানাতে পারেন আমার কিছুই করতে পারবে না। আমি আপনার কাছে কৈফিয়ত দিতে বাধ্য নই। ঐদিন সকাল ১১ টায় ধানখুনিয়া সরকারী প্রাথমীক বিদ্যালয়ে গীয়ে প্রধান শিক্ষক কাজী সাইফুল ইসলামকে অনু-উপস্থিত পাওয়া যায়,দুপুর বারটায় মেঘারচর সরকারী প্রাথমীক বিদ্যালয়ে গীয়ে দেখা যায়, তিনজন শিক্ষক উপস্থিত কিন্তু ছাত্র মাত্র একজন এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ গোফ্ফার বলেন আজ প্রথম দিন তাই কোন ছাত্র আসেনি। এ বিয়ষে গাইবান্ধা জেলা প্রাথমীক শিক্ষা অফিসার বলেন, বিদ্যালয়ে দেরীতে আসার সুযোগ নেই এ বিষয়ে কোন বক্তব্য দেওয়ার সুযোগ নেই। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মাসুদ রানা বলেন,এগুলো বিষয়ে ছাড় দেওয়া হবে না শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

নওগাঁয় মশার উপদ্রবে অতিষ্ঠ পৌরবাসী

মান্দায় নারী উন্নয়ন ফোরামের নামে ১০ লাখ টাকা ‘গায়েব’

নেত্রকোণা-১ খেলাফত মজলিশের এমপি প্রার্থী গোলাম রব্বানী বিশাল মোটর সাইকেল নিয়ে নির্বাচনী শোডাউন

সিংড়ার চলনবিলে নৌকায় কাটছেন আমন ধান

মধুখালীতে ভেজাল কীটনাশক কারখানায় অভিযান ১ লক্ষ টাকা জরিমানা ও ১ বছরের কারাদন্ড

রোগী বাড়ছে মেহেরপুর হাসপাতালে, কিন্তু অধিকাংশ ওষুধ নেই

মান্দায় বিজয় ও শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বড়লেখায় র‍্যাবের অভিযানে সাড়ে সাতাশ লক্ষ টাকার ইয়াবা জব্দ; গ্রেফতার যুবক

শ্রীমঙ্গলে ঝোপ কাটতে গিয়ে ধরা পড়ল ১২ ফুটের অজগর

সন্দ্বীপে জলবায়ু উদ্বাস্তু ব্যবস্থাপনা ও পুনর্বাসন শক্তিশালীকরণে সেমিনার অনুষ্ঠিত

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনডিএফের ইসিজি মেশিন প্রদান

মনপুরায় এতিমের হক আত্মসাৎ করার অভিযোগ আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক এর বিরুদ্ধে

মানিকগঞ্জে চালু হলো আধুনিক ‘ডায়ালাইসিস সেন্টার’