ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামে শ্রমিক জনতার মহাসমাবেশ সফল করার আহ্বান


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৪-৭-২০২৩ বিকাল ৭:০

জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের উদ্যোগে আয়োজিত ১৬ জুলাইয়ের মেহনতি শ্রমিক জনতার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে দেশবাসীর উদ্দেশ্যে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এ.এম. নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী শেখ নুরুল্লা বাহারের সঞ্চালনায় সংবাদ সম্মেলন করেছে। শুক্রবার (১৪ জুলাই)  বেলা সাড়ে ১০টায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স.ম. জামাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইদ্রিস মিয়া, সহ-সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান, এম.আর.মনজু, তাহের আহাম্মদ, আজিজ উদ্দিন মিন্টু, মোতালেব চৌধুরী, শাহেনে ওয়াজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক এড. ইকবাল হোসেন,  মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল সরকার, শ্রমিক নেতা মো. আবদুর লতিফ, সংবাদ সম্মেলনে সভাপতি বক্তব্যে বলেন, শ্রমিক জনতার মহাসমাবেশ প্রমান করবে গণতন্ত্রের পূর্ন উর্দ্ধার, ভোটের অধিকার প্রতিষ্ঠা যে এক দফা ঘোষণা হয়েছে তার প্রতি সমর্থন জানানোর জন্য চট্টগ্রাম বিভাগের সর্বস্তরের জনগণ প্রস্তুত আছে। তাই সরকার তাদের দলের গুন্ডা, পান্ডা দিয়ে এই সমাবেশকে বানচাল করার কোন সড়যন্ত্র করা হলে চট্টগ্রামবাসী প্রতিহত করবে এবং সারা দেশের ন্যায় চট্টগ্রামের মানুষ আগামী রবিবারে সমাসমবেশকে মহাসমুদ্রের পরিণত করিবে। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, বর্তমান সরকারের সীমাহীন দূর্নীতি, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল এবং পতেঙ্গা টার্মিনাল বিদেশীদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদ, সরকারী প্রতিষ্ঠানে আউট সোর্সিং বন্ধ এবং পে-কমিশন ও মজুরি কমিশন ঘোষণার দাবীসহ অবৈধ সরকারের পদত্যাগের দাবি। বর্তমানে দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। ভোটার বিহীন অবৈধ সরকারের দুঃশাসনে শ্রমজীবি গরীব মানুষের জীবন আজ অতিষ্ট, মানুষের দৈনন্দিন আয় কমে গেছে। বাজার ব্যবস্থার সাথে তাল মিলানো কষ্টকর। অনাহারে, অর্ধহারে শ্রমজীবী মানুষের দিন যাচ্ছে। এ গণবিরোধী ব্যর্থ সরকারের ব্যর্থতায় এবং সীমাহীন লুটপাট ও র্দুনীতির ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম আকাশ ছোয়া, পেয়াজ ২৫০টাকা অতিক্রম করেছিল। কাঁচামরিচ ১২শত টাকা অতিক্রম করেছে। আদা ৬শত টাকা অতিক্রম করেছে। চাল, ডাল, আটা, তেল ও সব্জীর, কৃষি উৎপাদনের কীটনাশক পণ্য সহ মূল্য অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। বাজার ব্যবস্থা এখন সরকারের মন্ত্রীরা বলছেন সিন্ডিকেটের হাতে জিম্মি। সরকার ইচ্ছাকৃতভাবে বিদ্যুতের মুল্য বৃদ্ধি করে ও তেলের মূল্য বাড়িয়ে দিয়ে বাহার নিয়ন্ত্রণহীন করে দিয়েছে। দেশ বিদ্যুৎ এর অভাবে, কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের পথে, ডলার সংকটে কয়লা আমদানী করতে না পারাই বিদ্যুৎ উৎপাদনে ব্যাঘাত ঘটেছে যার মাশুল দিতে হচ্ছে জনগণকে। জনগণ সময়মত বিদ্যুৎ বিল পরিশোধ করার পরও নিজের প্রয়োজনীয় সময়ে বিদ্যুৎ ব্যবহার করতে পারেনি। অসহনীয় লোড শেডিং এর কবলে বাংলাদেশ। এই যেন আলো হারিয়ে অন্ধকারের দিকে যাত্রা। এই সরকারের কর্তাব্যক্তিদের বিদেশে টাকা পাচারের কারণে বর্তমানে রির্জাভ কমে যাওয়া এবং ডলার সংকটের মূল কারণ বলে মনে করেন বাংলাদেশের জনগণ। সরকারের লুঠপাট ও সুবিধা ভোগিদের বিদেশে টাকা পাচার, কমিশন বাণিজ্য, উন্নয়নের নামে বিভিন্ন প্রকল্পে সরকারের টাকা অপচয় এবং অব্যবস্থার কারণে সরকারি পাটকলগুলো ও ক্যামিকেল ফ্যাক্টরীগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে লক্ষ লক্ষ মানুষ বেকার। সরকারি প্রতিষ্ঠানে আউট সোর্সিং এর মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে। যার ফলে সরকারি প্রতিষ্ঠান সমূহে স্থানীয় চাকুরীতে শ্রমিক কর্মচারী নিয়োগ বন্ধ হয়ে গেছে। এছাড়াও অত্যাবশকীয় পরিষেবা বিল সংশোধনের নামে শ্রমিক কর্মচারীদের ধর্মঘট সহ ট্রেড ইউনিয়ন অধিকার হরণ করার তৎপরাতা চলচ্ছে। এ সরকার গণবিরোধী, স্বৈরাচারি কায়দায় বিরোধী রাজনৈতিক কর্মিদের গুম, খুন, হত্যা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে যাচ্ছে। ২০১৪ সালে ভোটার বিহীন সরকার গঠন এবং ২০১৮ সালে রাতের ভোটে সরকার গঠন করে তারা গণতন্ত্র হত্যা করেছে। আবারও বিরোধী দল বিহীন এক তরফা নির্বাচনের পায়তারা চলছে। এবার জনগণ তাদের অপকর্মের দাঁতভাঙ্গা জবাব দিবেন। এ সরকার অন্যায়ভাবে দেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফরমায়েসি রায়ে সাজা দিয়ে গৃহবন্দি করে রেখেছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বিদেশে নির্বাসনে রেখে জিয়া পরিবার ও বিএনপিকে জনবিচ্ছিন্ন ও নিশ্চিহ্ন করতে চায়। আমরা বীরের জাতি হিসেবে অতীতের গৌরবোজ্জ্বল ইতিহাসের পুনরাবৃত্তি করে ৬৯ এর গণঅভ্যুাত্থান ৭১ এর মাহান মুক্তিযুদ্ধ, ১৯৮৪ শ্রমিক আন্দোলন ও ১৯৯০ এর গণ আন্দোলনের চেতনাকে ধারণ করে শ্রমিক কর্মচারীদের অস্তি¡ত্ব রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে গণবিরোধী ভোট চোর, স্বৈরাচার, লুঠেরা ও একদলীয় বাকশালীদের বিরুদ্ধে শ্রমিক মেহনতি জনতা ১৬ জুলাইয়ের মহাসমাবেশ সফল করার মধ্য দিয়ে চূড়ান্ত পর্যায়ে গণজাগরণ ও গণঅভ্যুত্থান সৃষ্টি করে বিএনপি ঘোষিত ১ দফা দাবী মানে এ অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করাবে এবং জনগণের কল্যাণকারী সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা