গ্যাসে উৎপাদন রাউজানের বিসিক নগরীতে
‘বিসিক শিল্প নগরী রাউজান প্রকল্প’ দ্রুত তম সময়ের মধ্যে শেষ হওয়ার পথে। স্বপ্ন ছোঁয়া কর্মযজ্ঞে রাউজানের বিসিক নগরীর প্লটগুলোতে গ্যাসে উৎপাদন নিশ্চিত করা হচ্ছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের মাধ্যমে। কারন বিদ্যুতের মাধ্যমে সব ধরনের উৎপাদন সম্ভব নয়। শিল্প মন্ত্রনালয়ের অধীনে থাকা এ প্রকল্প রাউজানকে সুপ্রতিষ্ঠিত করে তুলবে এমন ধারনা সরকারের।
সরকারের পক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন(বিসিক) এ প্রকল্পের বাস্তবায়ন করছে সম্পূর্ণ সরকারী অর্থায়নে। সরকার কর্মসংস্থান বাড়াতে চট্টগ্রামের রাউজান উপজেলায় ৯৩ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে গড়ে তুলছে রাউজান বিসিক শিল্প নগরী। এ পর্যন্ত প্রকল্পের প্রায় ৭৫ ভাগকাজ শেষ হয়েছে। যদিও ২০২২ সালের জুনে এ প্রকল্পের কাজ শেষ করে প্লটবরাদ্দ দেওয়ার কথা ছিল কিন্তু অবকাঠামোগত উন্নয়ন শতভাগ শেষ না হওয়ায় সময় বাড়িয়ে তা ২০২৩ সালের জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছিল।
এদিকে, বরাদ্দকৃত ভূমির ৩৫ একরের মধ্যে প্রয়োজন অনুযায়ী মাটি ভরাট কাজ শেষ পর্যায়ে। প্রকল্প পরিচালনার জন্য অবকাঠামো নির্মাণও প্রায় শেষ। প্রথম ধাপে ১৭ একরের মাটি ভরাটের কাজ শেষ হয়েছে ২০২১ সালের মাঝামাঝিতে। এরপর থেকে ১৮ একরের মাটি ভরাট কাজ শেষ হয়েছে। আগামী বছরের জুনে ছোট বড় শিল্প প্রতিষ্ঠান অনুযায়ী প্লট বরাদ্দ দেয়া হবে। প্রকল্পের ভেতরে কর্মসংস্থান হবে প্রায় সাড়ে সাত হাজার কর্মজীবির। আর বাহিরেও এ প্রকল্পকে ঘিরে আরো প্রায় ৮ হাজার লোকের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।
প্রকল্পের তথ্যানুযায়ী, ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর একনেকে অনুমোদন পাওয়া এ প্রকল্পটি ৩৫ একর ভূমির উপর প্রতিষ্ঠিত করার অনুমতি পেয়েছে। প্রতি একর ভূমিরমূল্য পড়েছে প্রায় ৬৭ লাখ ৫২ হাজার ৫৪২ টাকা। ৩৫ একর ভূমির মোট মূল্য প্রায় ২৩ কোটি ৬৩ লাখ ৩৮ হাজার ৯৭১ টাকা। পরিকল্পনা কমিশন হতে ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারী এবং শিল্প মন্ত্রনালয় হতে একই বছরের ৪ মার্চ প্রথম সংশোধনীর অনুমতি পেয়েছিল। ১৮৪টি শিল্প প্লটের মধ্যে ১৪৮টি শিল্প ই্উনিট তৈরী করা হবে। প্রকল্পের অঙ্গভিত্তিক প্রাক্কলন ব্যয় হচ্ছে রাজস্ব খাতে ১৬৩ দশমিক ৯৮ লাখটাকা, মূলধনখাতে ৮ হাজার ৮৪৫ দশমিক ৪২ লাখ টাকা, প্রাইস কন্টিজেন্সি খাতে ১৭৯ দশমিক ৯০ লাখটাকা, ফিজিক্যাল কন্টিজেন্সি খাতে ১৭৬ দশমিক ৭০ লাখ টাকা সহ মোট ৯ হাজার ৩৬৬ লাখ টাকা এ প্রকল্পের মোট ব্যয়।
এ ব্যাপারে বিসিকের চট্টগ্রামস্থ জেলা কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, এ প্রকল্পের মূল উদ্দেশ্য হল উদ্যোক্তাদের শিল্প প্লটের বর্ধিত চাহিদা পূরণ করা। এক্ষেত্রে ১৪৮টি এসএমই ইউনিট স্থাপনের জন্য ১৮৪টি শিল্প প্লটের জন্য অবকাঠামোগত সুবিধাগুলো তৈরী এখন প্রায় শেষ পর্যায়ে। প্রকল্পের ভেতরে প্রায় সাড়ে সাত হাজার কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র বিমোচনসহ দ্রুতগতিতে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে জিডিপি বৃদ্ধি করা যাবে। প্রকল্পের প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে।
আরো জানা গেছে, প্রকল্পে বিদ্যমান খালের উভয় দিকে প্রায় সাতশ’ফুট দীর্ঘ রিটেননিং ওয়াল দেয়া হয়েছে মাটি ভাঙ্গন রোধে। পুরো প্রকল্প জুড়ে দেয়া হয়েছে সীমানা প্রচীর। বিদ্যুত সংযোগের জন্য বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) প্রায় এক কোটিটাকা দেয়া হয়েছে। গ্যাস লাইনের জন্য সাড়ে তিন কোটি টাকা পরিশোধ করা হয়েছে কর্ণফুলীগ্যাস এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডকে (কেজিডিসিএল)। ২০১৬ সালের জুলাই মাসে শুরু হওয়া এই প্রকল্পের মেয়াদ ছিল ২০১৯ সালের জুন পর্যন্ত। সীমানাপ্রাচীর ও বিসিকের এশটি প্রশাসনিক ভবনের কাজও প্রায় শেষ। প্রশাসনিক ভবনে একজন কর্মকর্তার অধীনে ৮জন কর্মচারী কাজ করবে। এ প্রকল্পে ‘এ’ ক্লাসপ্লট ৩২ হাজার বর্গফুটের ১৮টি, ‘বি’ক্লাস ১৭ হাজার ৬০০ বর্গফুট পরিমাপের ২টি, ‘সি’ক্লাস প্লটগুলো ১১ হাজার ২০০ বর্গফুটের ১৭টি এবং স্পেশাল ক্যাটাগরির আওতায় রয়েছে ৬ হাজার ৪২৩ বর্গফুট থেকে ১৫ হাজার ৬৪৪ বর্গফুট পরিমাপের ২৮টি প্লট। ২০১৯ সালে যদিও এ প্রকল্পেরকাজ শেষ হওয়ার কথা ছিল কিন্তু ভূমি অধিগ্রহন নির্দিষ্ট সময়ে শেষ না হওয়ার কারনে এই প্রকল্পের মেয়াদ আরো দুই বছর বৃদ্ধি করে ২০২১ সালের জুন পর্যন্ত নেয়া হয়েছিল এখন তা বর্ধিত করে ২০২৩ সালের জুনে নেওয়া হয়েছিল। প্রকল্পে প্রবেশের জন্য ৪০ ফুট প্রশস্থ এপ্রোস সড়ক তৈরী করাসহ প্রত্যেকটি প্লটের সামনে ৩০ ফুটপ্রশস্থ রাস্তা থাকছে।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫