ড. মোঃ মফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন
ছোট প্রতিষ্ঠান কিভাবে বড় করবেন
আপনি ইতোমধ্যে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত। ছোট প্রতিষ্ঠানকে আরেকটু বড় করার কথা ভাবছেন। আপনার বিশেষ সহযোগিতা দরকার। সেটি অর্থ সহযোগিতা হতে পারে। হতে পারে পরামর্শ বা পণ্য উৎপাদনের কাঁচামালের উৎসের সন্ধান। নতুন প্রজন্মের চিন্তা, চেতনা, জীবনবোধ ও তথ্য প্রযুক্তির অগ্রগতির সাথে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় পরার্মশ ও সহযোগিতা প্রদান করে এসএমই ফাউন্ডেশন। এ বিষয়ে এসএমই ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক এর সাক্ষাৎকার নিয়েছেন দৈনিক সকালের সময় এর যুগ্ম সম্পাদক ফয়েজ রেজা
সকালের সময়ঃ যারা উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত, বেশ কয়েক বছর আগে ব্যবসা শুরু করেছেন। ছোট ব্যবসা বড় করতে চান। এসএমই ফাউন্ডেশন থেকে তারা কি ধরণের সেবা সহযোগিতা পেতে পারে?
ড. মো: মফিজুর রহমানঃ যারা ইতোমধ্যে ব্যবসা শুরু করে দিয়েছেন এবং মোটামুটি লাভজনক জায়গায় আছেন, তাদের জন্য প্রাথমিক প্রশিক্ষণ সেন্টার এর প্রয়োজন নেই। তাদের জন্য দরকার হচ্ছে বিশেষ কোনো মার্কেট লিংক। তিনি যে পণ্য উৎপাদন করছেন, সে পণ্য তিনি কোথায় বিক্রি করবেন? কিভাবে আরও বেশি ভালোভাবে বিক্রী করতে পারবেন, ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় যোগাযোগ স্থাপন করায় এসএমই ফাউন্ডেশন। এছাড়া সাধারণ ক্রেতাদের সাথে তার উৎপাদিত পণ্যকে পরিচয় করিয়ে দেওয়ার কাজটি করে। সাধারণ মানুষের কাছে পণ্যের পরিচয় করিয়ে দেওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে মেলা। এসএমই ফাউন্ডেশন জাতীয় মেলা, আঞ্চলিক মেলা, আন্তজাতিক মেলা, বাণিজ্য মেলার আয়োজন করে এবং সমস্ত জায়গায় দেশের উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের ব্যবস্থা করে। মেলায় দর্শক ও নির্দিষ্ট ক্রেতাদের আমন্ত্রণ করে নিয়ে আসে এসএমই ফাউন্ডেশন। এটাকে আমরা বলি ‘ম্যাচ মেকিং’। উদ্যোক্তা তার পণ্য নিয়ে আসেন এবং সম্ভাব্য ক্রেতা যারা এবং বিশেষ করে বিগ বায়ার যারা আছেন, তারা আসেন। কর্পোরেট বায়ারসহ আরও বড় বড় যেসব প্রতিষ্ঠান আছে, তাদেরকে আমরা নিয়ে আসি। বিক্রেতারা তাঁদের পন্য নিয়ে আসেস. ক্রেতারা পছন্দ করে নেন তাদের প্রয়োজনীয় পণ্য। দারপর তারা দরদাম ঠিক করে কেনা বেচা করেন। সেখানে আমরা হাত দেই না।
সকালের সময়ঃ এ সময়ে ক্রেতাদের একটি বড় অংশ অনলাইনে কেনাকাটা করেন। অন্যলাইনে পণ্য বেচার বিষয়ে উদ্যোক্তাদের আপনারা কি ধরণের সহযোগিতা দিয়ে থাকেন?
ড. মো: মফিজুর রহমানঃ অনলাইনে মার্কেটে তারা কিভাবে ব্যবসা করবেন? এ বিষয়ে প্রশিক্ষণ দেই। অনলাইনের নিবন্ধন কিভাবে নিবে? সে প্রশিক্ষণও আমরা দেই। আর সব চেয়ে বড় যে বিষয়টি, আমাদের দেশের উদ্যোক্তাদের যেটি দরকার, সেটি হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বা টাকা পয়সা বা ঋণ পাওয়ার বিষয়। একজন উদ্যেক্তা আজকে ব্যাংকে গিয়ে টাকা চাইলে তাকে ব্যাংক টাকা দিবে না। রেডিনেস এর ব্যাপার আছে। এই রেডিনেসটাই আমরা তাদেরকে করে দেই। প্রথম কথা হচ্ছে- আপনার ব্যাংকে একাউন্ট আছে কিনা? ট্রেড লাইসেন্স আছে কি না? ট্রেড লাইসেন্স না থাকলে আমরা ট্রেড লাইসেন্স করে দিচ্ছি। ব্যাংক একাউন্ট না থাকলে আমরা তাকে ব্যাংক একাউন্ট করে দিচ্ছি। এরপর হচ্ছে কিভাবে তার বিজনেস রেকর্ড রাখবে? আমরা সেই প্রশিক্ষণ দিচ্ছি। এভাবে সব ধরনের প্রশিক্ষণ দিয়ে তাঁকে তৈরি করছি। এখন সে ব্যাংকে গেলে সে ফিরে আসবেনা। এভাবে তৈরি করে আমরা উদ্যোক্তাকে পাঠাই ব্যাংকে।
Sunny / Sunny