ঢাকা শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবেঃ শায়েখে চরমোনাই


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ২৩-৭-২০২৩ বিকাল ৫:৫২
আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, বর্তমান অবৈধ সরকার সংবিধানের দোহাই দিয়ে আরও একটি পাতানো নির্বাচনের আয়োজন করতে চায় কিন্তু তা কোনো ভাবেই করতে দেওয়া হবে না। আন্দোলন সংগ্রামের মাধ্যমে তা প্রতিহত করব। রাজনীতি মানুষের কল্যাণের জন্য কিন্তু  ক্ষমতাসীনরা রাজনীতিকে অবৈধ আয়ের উৎস বানিয়েছে। সরকারের পায়ের তলায় মাটি নেই তাই কোন আন্দোলনই সহ্য করতে পারেনা। একটি অথর্ব নির্বাচন কমিশন দ্বারা বারবার  নির্বাচন ব্যবস্থার উপর নগ্ন হস্তক্ষেপ করছে। এই অথর্ব নির্বাচন কমিশন বাতিল এবং সরকারকে পদত্যাগ করে একটি জাতীয় সরকারের অধিনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে। অন্যথায় এদেশের তরুণ, যুবক, ওলামা মশায়েখ,ছাত্র,শিক্ষক  শ্রমজীবী  সহ সকল পেশার মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। 
 
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আজ (২৩ জুলাই) রবিবার বিকাল ৩টায় পিরোজপুর কুটুমবাড়ী কমিউনিটি সেন্টারে সভাপতি মাওলানা মুহাম্মাদ আল-আমিন হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ মুফতী রেদওয়ান হুসাইনের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই  প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
 
প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ ) প্রভাষক মাওলানা মুহাম্মাদ আল-আমিন, বিশেষ অতিথির  বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার,  সহ-সভাপতি মুহাম্মাদ নজরুল আহসান, সেক্রেটারী মুহাম্মাদ মনিরুল হাসান, উপদেষ্টা মাওলানা মুহাম্মাদ সুলাইমান মিয়া, শেখ মুহাম্মাদ আলাউদ্দিন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা উত্তরের সাবেক সভাপতি কবি মিজানুর রহমান, সহ-সভাপতি মুহাম্মাদ হাফিজুল ইসলাম। আরো বক্তব্য রাখেন  ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সহ-সভাপতি মুফতী তালুকদার তরীক মাসুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আব্দুর রহমান সিদ্দিকী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলা সভাপতি হাফেজ মাওলানা হাফিজুল্লাহ বিন আলী, ভান্ডারিয়া উপজেলা সভাপতি মুহাম্মাদ খলিলুর রহমান, মঠবাড়িয়া উপজেলা সভাপতি মুহাম্মাদ সাইদুল ইসলাম,নেছারাবাদ উপজেলা সভাপতি হাফেজ হুসাইন আহমেদ, ইন্দুরকানী উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ জাকির হুসাইন ও নাজিরপুর উপজেলা  সহ-সভাপতি মাওলানা অরিদ আহমেদ প্রমুখ। 

এমএসএম / এমএসএম

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদ জন্ম হবে না: শওকত হোসেন সরকার

পাটগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস পালন

টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিরাপদ পানি, স্যানিটেশন, হাইজিন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় সাংবাদিক রফিকুল ইসলাম কালভীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বাউফলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে বাজারের ইজারা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সন্ত্রাসী হামলায় ৫ পুলিশসহ আহত ৬, গ্রেপ্তার ৩

নওগাঁয় মামলা তদন্তে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

টিএইচই র‌্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

‎আনোয়ারায় মোবাইল কোর্ট অভিযান,তিন মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন ও সাংবাদিক ওরিয়েন্টেশন

রাজশাহী সড়ক-জনপথে কর্মচারীদের জনসংযোগ

শাহজাদপুরে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন