ব্লু স্কাই লাউঞ্জ রেস্টুরেন্টে আরিশা ফুড ওয়ার্ল্ডের আলোচনা সভা
ওয়ান ডিস পার্টি আরিশা ফুড ওয়ার্ল্ড এর পক্ষ হতে ২১ জুলাই রাজধানীর খিলগাঁও তালতলা ব্লু স্কাই লাউঞ্জ রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার মূল বিষয় ছিলো যারা খাবার নিয়ে করছেন তাদের কাজের সম্পর্কে ধারণা নেওয়া ও তাদের কাজকে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায় ও কি করলে একজন উদ্যোক্তা সফলভাবে এগিয়ে যাবে তাদের মতামত নেওয়া। এই সভাতে ঢাকা ও ঢাকা বাহিরে থেকে ৩০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উদ্যোক্তাদের মতামত এবং তাদের কাজের উৎসাহ প্রদান করেন বর্তমান সময়ের অন্যতম সেরা রন্ধনশিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব নাহার কুকিং ওয়ার্ল্ড এর কর্ণধার হাসিনা আনছার ও ইন্টারন্যাশনাল শেফ, মাদার কিচেন এর কর্ণধার মোঃ মুরাদ দেওয়ান। আলোচনা সভাতে আরও মতামত প্রদান করেন নারী উদ্যোক্তা আইনুন নাহার চৌধুরী, নারী উদ্যোক্তা রাবেয়া খাতুন, নারী উদ্যোক্তা রাজিয়া সুলতানা, নারী উদ্যোক্তা শারমিন হাসান, নারী উদ্যোক্তা আফরোজা জলি সকলে তাদের সফল নারী উদ্যোক্তা হওয়ার পিছনে জীবনের গল্প তুলে ধরেন। এছাড়াও অনুষ্ঠানের আয়োজক রাজিয়া সুলতানা সে তার সফল উদ্যোক্তা জীবনের গল্প বলেন। তিনি বলেন, আমি পেশায় একজন স্কুল শিক্ষিকা আবার খাবার নিয়ে কাজ করা সফল নারী উদ্যোক্তা। কথাগুলো বলে উপস্থিত উদ্যোক্তাদের অনুপ্রানিত করেন। অনুষ্ঠানে অন্যসব উদ্যোক্তা তাদের নিজ নিজ মতামত তুলে ধরেন।
আলোচনা সভাতে জানানো হয়, হাসান মিঠাই ঘর বিক্রমপুর ও নচিকেতা নীল শাড়ি এর যৌথ উদ্যোগে আগামীতে কেএমসি ৪৮ মেলা আয়োজন করা হবে। মেলায় সকল পেশার উদ্যোক্তা ও ব্যাবসায়ীগণের অংশ্রহণ থাকবে মেলাটিতে। মেলা’র সময় ও তারিখ শ্রীঘ্রই ঘোষণা করা হবে। সভাটিতে কেক স্পন্সর করেন নাজমিন সুলতানা, আফরোজা জলি ও আমেনা ইসলাম মেঘ। ব্যানার স্পন্সর করেছেন চাদনী সুলতানা। আর পাওয়ার্ড বাই স্পনসর ছিলেন হাসিনা আনছার ও হাসান আলম। আলোচনা সভাটিতে সহযোগী আয়োজক হিসেবে ছিলেন হাসান মিঠাই ঘর বিক্রমপুর এর কর্ণধার হাসান আলম, ঝটপট খাবার এর কর্ণধার আইনুন নাহার চৌধুরী , রুবি'স হোম কিচেন এর কর্ণধার রাবেয়া খাতুন, আফরোজা'স কিচেন এর কর্ণধার আফরোজা জলি, ঘরের খাবার এর কর্ণধার চাদনী সুলতানা। এছাড়াও সভাটিতে অংশগ্রহণ করেন গাজীপুর থেকে মমতাজ আক্তার ও রাবেয়া জয়, ঢাকা হতে সাদিয়া শাহনাজ, চুমকি ফরিদ, রুনি আহমেদ, রেবেকা জেসমিন, শিলা ইসলাম, সোনিয়া ইসমাইল, সুভ, আসমা, নামিরা খান, রোকেয়া ইসলাম, আমেনা ইসলাম মেঘ প্রমুখ।
Sunny / Sunny