ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

দুমকিতে ৪ সন্তানের জননী কে যৌতুকের দাবিতে তালাকে নোটিশ


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২৬-৭-২০২৩ দুপুর ৩:৮

 পটুয়াখালীর দুমকীতে ৪ সন্তানের জননীকে যৌতুকের দাবিতে তালাকের নোটিশ করা হয়েছে বলে এমন অভিযোগ উঠেছে মোঃ আনোয়ার হোসেনের(৪৫) বিরুদ্ধে। অপর দিকে অভিযুক্ত আনোয়ার হোসেনও স্ত্রী লিমা'র(৩৮) বিরুদ্ধে করেছেন নানান অভিযোগ। 

বিভিন্ন সূত্রে জানা গেছে, উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের মধ্য ঝাটরা গ্রামের ৬নং ওয়ার্ডের মোতালেব হাওলাদারের ছেলে আনোয়ার হোসেন এবং পটুয়াখালী জেলার সদর উপজেলার অন্তর্গত বদরপুর ইউনিয়নের খলিসাখালি গ্রামের শাহ আলম মৃধা'র মেয়ে লিমা আক্তারের সাথে ১৯ বছর পূর্বে বিয়ে হয়। আনোয়ার  পেশায় একজন রং মিস্ত্রি। লিমা- আনোয়ার দম্পতির তিন কন্যা-জেরিন আক্তার(১৬), জেনিসা আক্তার(১৩), আরিফা আক্তার(৮) এবং  লাবিব(১) নামে একটি ছেলে রয়েছে। আনোয়ার হোসেন তার গ্রামের বাড়িতে বিল্ডিং ঘর তৈরি করার সময় স্ত্রী'র কাছে ২ লক্ষ টাকা টাকা দাবি করেন। শারীরিক নির্যাতনের একপর্যায়ে স্ত্রী লিমা বাবার বাড়ি থেকে দাবীকৃত টাকা এনে দেয়। সর্বশেষ লিমার কাছে অভিযুক্ত আনেয়ার ২য় দফায় আবারও ১ লক্ষ টাকা দাবি করেন। লিমা এতে অপারগ প্রকাশ করলে আনোয়ার তার স্ত্রী লিমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। স্থানীয় সালিশের মধ্যস্থতায় বৈঠক করেও কোনো সমাধান হয়নি তাদের। আনোয়ার হোসেন বিগত কয়েক মাস ধরে পরিবারের কোনো খোঁজ-খবর না নিয়ে উল্টো এ বছরের ৩ জুলাই লিমার বিরুদ্ধে তালাক নোটিশ পাঠায়। 

স্বামীর চরিত্রের প্রতি তীব্র অভিযোগ তুলে স্ত্রী লিমা আক্তার বলেন, আমার স্বামী আমাকে বলে তার ভাইয়ের স্ত্রীর বড় বোনকে (বিয়াইনকে) বিয়ে করলে ৫লাখ টাকা দিবে। সেখান থেকে ১লাখ টাকা দিয়ে আমাকে বিদায়(তালাক) দিবে। আর বাকি টাকা তার লাভ থাকবে। 

আমাদের মা-বাবা উভয়কেই দরকার এমন কথা বলে ওই দম্পতির বড় মেয়ে জেনিসা হাউমাউ করে কেঁদে বলেন, কিছুদিন পরে আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। এমন সময় এই খবর। আমার বাবা তো আমাদের জীবন অন্ধকারের দিকে ঠেলে দিল। 

বিয়ের লায়েক মেয়েসহ ৪ সন্তানের মা'কে কেন তালাক নোটিশ করলেন এমন প্রশ্ন করলে জবাবে অভিযুক্ত আনোয়ার বলেন, আমার স্ত্রী ঝগড়াটে এবং বড় মেয়ের বেপরোয়া চলাফেরায় সে সাপোর্ট করে। তার(লিমা) বিরুদ্ধে তার নিজের বাবারও লিখিত অভিযোগ রয়েছে। আমি ছোট বাচ্চার জন্য ১ হাজার /১৫শ' দেই। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি সদস্য মোঃ বশির উদ্দিন বলেন, কোর্টের একটা নোটিশ আমার বাসায় পিওন দিয়ে গেছে। পরে জানতে পেরেছি যে তাদের সংসারে স্বামী-স্ত্রী'র মধ্যে অশান্তি চলছে। 

আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা আমাদের নতুন সময়কে বলেন, লিমা নামের এক গৃহবধূর যৌতুকের অভিযোগ পেয়ে স্বামী-স্ত্রী উভয়কেই পরিষদে আসার জন্য বলেছি।

এমএসএম / এমএসএম

গাইবান্ধার ফুলছড়িতে প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ

দুমকীতে দুই আওয়ামীলীগ নেতা আটক

চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা

পবিপ্রবির দুই শিক্ষার্থী পুনঃভর্তির আদেশ

দৈনিক সকালে সময় পত্রিকাই সংবাদ প্রকাশের পর পানিবন্দি থেকে মুক্তি পেলেন অর্ধশত পরিবার

জয়পুরহাটে কাব ক্যাম্পুরী ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্পের বর্ণাঢ্য উদ্বোধন

শেরপুরের শ্রীবরদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত

সিংড়া মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বড়লেখায় ৩ দফা দাবিতে সহকারি শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত, ১৫১ প্রাইমারি স্কুলে অচলাবস্থা

কুমিল্লায় ৫ হাজার গাড়ীবহর নিয়ে বিএনপিনেতা গফুর ভূইয়ার প্রচারনা

রাজশাহীতে ‘‘অপারেশনস্ ফার্স্ট লাইট’’ অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার: ১৩

বালাগঞ্জে পরিচ্ছন্নতা ও রোগীর স্বাস্থ্য রক্ষায় নতুন উদ্যোগ নিলেন ডা. মামুন

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি