ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

দুমকিতে ৪ সন্তানের জননী কে যৌতুকের দাবিতে তালাকে নোটিশ


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২৬-৭-২০২৩ দুপুর ৩:৮

 পটুয়াখালীর দুমকীতে ৪ সন্তানের জননীকে যৌতুকের দাবিতে তালাকের নোটিশ করা হয়েছে বলে এমন অভিযোগ উঠেছে মোঃ আনোয়ার হোসেনের(৪৫) বিরুদ্ধে। অপর দিকে অভিযুক্ত আনোয়ার হোসেনও স্ত্রী লিমা'র(৩৮) বিরুদ্ধে করেছেন নানান অভিযোগ। 

বিভিন্ন সূত্রে জানা গেছে, উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের মধ্য ঝাটরা গ্রামের ৬নং ওয়ার্ডের মোতালেব হাওলাদারের ছেলে আনোয়ার হোসেন এবং পটুয়াখালী জেলার সদর উপজেলার অন্তর্গত বদরপুর ইউনিয়নের খলিসাখালি গ্রামের শাহ আলম মৃধা'র মেয়ে লিমা আক্তারের সাথে ১৯ বছর পূর্বে বিয়ে হয়। আনোয়ার  পেশায় একজন রং মিস্ত্রি। লিমা- আনোয়ার দম্পতির তিন কন্যা-জেরিন আক্তার(১৬), জেনিসা আক্তার(১৩), আরিফা আক্তার(৮) এবং  লাবিব(১) নামে একটি ছেলে রয়েছে। আনোয়ার হোসেন তার গ্রামের বাড়িতে বিল্ডিং ঘর তৈরি করার সময় স্ত্রী'র কাছে ২ লক্ষ টাকা টাকা দাবি করেন। শারীরিক নির্যাতনের একপর্যায়ে স্ত্রী লিমা বাবার বাড়ি থেকে দাবীকৃত টাকা এনে দেয়। সর্বশেষ লিমার কাছে অভিযুক্ত আনেয়ার ২য় দফায় আবারও ১ লক্ষ টাকা দাবি করেন। লিমা এতে অপারগ প্রকাশ করলে আনোয়ার তার স্ত্রী লিমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। স্থানীয় সালিশের মধ্যস্থতায় বৈঠক করেও কোনো সমাধান হয়নি তাদের। আনোয়ার হোসেন বিগত কয়েক মাস ধরে পরিবারের কোনো খোঁজ-খবর না নিয়ে উল্টো এ বছরের ৩ জুলাই লিমার বিরুদ্ধে তালাক নোটিশ পাঠায়। 

স্বামীর চরিত্রের প্রতি তীব্র অভিযোগ তুলে স্ত্রী লিমা আক্তার বলেন, আমার স্বামী আমাকে বলে তার ভাইয়ের স্ত্রীর বড় বোনকে (বিয়াইনকে) বিয়ে করলে ৫লাখ টাকা দিবে। সেখান থেকে ১লাখ টাকা দিয়ে আমাকে বিদায়(তালাক) দিবে। আর বাকি টাকা তার লাভ থাকবে। 

আমাদের মা-বাবা উভয়কেই দরকার এমন কথা বলে ওই দম্পতির বড় মেয়ে জেনিসা হাউমাউ করে কেঁদে বলেন, কিছুদিন পরে আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। এমন সময় এই খবর। আমার বাবা তো আমাদের জীবন অন্ধকারের দিকে ঠেলে দিল। 

বিয়ের লায়েক মেয়েসহ ৪ সন্তানের মা'কে কেন তালাক নোটিশ করলেন এমন প্রশ্ন করলে জবাবে অভিযুক্ত আনোয়ার বলেন, আমার স্ত্রী ঝগড়াটে এবং বড় মেয়ের বেপরোয়া চলাফেরায় সে সাপোর্ট করে। তার(লিমা) বিরুদ্ধে তার নিজের বাবারও লিখিত অভিযোগ রয়েছে। আমি ছোট বাচ্চার জন্য ১ হাজার /১৫শ' দেই। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি সদস্য মোঃ বশির উদ্দিন বলেন, কোর্টের একটা নোটিশ আমার বাসায় পিওন দিয়ে গেছে। পরে জানতে পেরেছি যে তাদের সংসারে স্বামী-স্ত্রী'র মধ্যে অশান্তি চলছে। 

আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা আমাদের নতুন সময়কে বলেন, লিমা নামের এক গৃহবধূর যৌতুকের অভিযোগ পেয়ে স্বামী-স্ত্রী উভয়কেই পরিষদে আসার জন্য বলেছি।

এমএসএম / এমএসএম

মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের নির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

নড়াইলের লোহাগড়ায় শ্রমিক অধিকার পরিষদের পরিচিতি সভা

চৌগাছায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

নারী ও শিশুদের জন্য নিরাপদ সাইবারস্পেস নিশ্চিত করতে কর্মশালা

বাউফল রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে সভাপতি সিদ্দিক ও সাধারণ সম্পাদক মিলন

নাঙ্গলকোটে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

মেহেরপুরে অ্যাডভোকেট কামরুল হাসানের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

পাবিপ্রবিতে ‘ইনটেলেকচুয়াল প্রোপার্টি রাইটস’ শীর্ষক কর্মশালা

বেনাপোল চেকপোষ্টে কুলি শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

নেত্রকোনায় জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের উদ্যোগে ধলাই নদী পরিষ্কার পরিছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

সিনেমা হলের শেষ গল্প: তাজ সিনেমা হল থেকে স্মৃতি হারাচ্ছে দর্শক

হাটহাজারীতে শারদীয় দূর্গা পূজার ১১৮টি মন্ডপে শেষ মুহূর্তে প্রস্তুতি

মাদারীপুরে মানব কল্যাণ সংগঠনের ফ্রি মেডিকেল ক্যাম্প