ঢাকা সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

বাংলাভিশনে আমাদের রান্নাঘরে  অতিথি তাহমিনা আহমের রোজী


ফয়েজ রেজা  photo ফয়েজ রেজা
প্রকাশিত: ২৮-৭-২০২৩ রাত ৯:৩০
ঐন্দ্রিলা আহমেদ এর উপস্থাপনায় এবং সুব্রত দে'র প্রযোজনায় বাংলাভিশনে প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রচারিত হয় রান্না বিষয়ক অনুষ্ঠান- আমাদের রান্নাঘর। ২৮ জুলাই শুক্রবার  অনুষ্ঠানটির ৭২৯ তম পর্ব প্রচারিত হবে। এ পর্বের অতিথি রন্ধনশিল্পী তাহমিনা আহমেদ রোজী।
অনুষ্ঠানে প্রযোজক সুব্রত দে জানান- অনুষ্ঠানের প্রতি পর্বে একজন করে বিশেষ অতিথি তাঁর একটি রেসিপি তৈরি করে দেখান। এ পর্যন্ত ৭২৮ এটি পর্ব প্রচারিত হয়েছে। দর্শক অনুষ্ঠানটি দেখে নতুন নতুন রান্না শিখতে পারে এবং দেশের জনপ্রিয় রন্ধনশিল্পী অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আমরাও চেষ্টা করি দর্শকের প্রয়োজন অনুধাবন করে ভিন্ন স্বাদের রেসিপি উপস্থাপন করতে। সে কারণে অনুষ্ঠানটি দেশ বিদেশের দর্শকদের কাছে বেশ জনপ্রিয়।' রন্ধনশিল্পী তাহমিনা আহমেদ রোজী বলেন- সব মানুষ খাবার খায়। তবে সব দেশের মানুষ এক ধরণের খাবার খায় না এবং প্রত্যেক দেশের মানুষের খাবার, খাবার তৈরির উপকরণ প্রস্তুত প্রণালী এবং স্বাদে  বৈচিত্র আছে। আমাদের রান্নাঘর অনুষ্ঠানে বৈচিত্রময় খাবারের উপস্থাপন থাকে। সে জন্য অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে পেরে আমি আনন্দিত।' 

Sunny / Sunny