ঢাকা বৃহষ্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

হাসিনা আক্তার শেলী

রেডি টু কুক 


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১২-২-২০২৪ রাত ৮:৫৯

 আসলে শব্দ টা আমরা উচ্চারণ করি বাট সবাই মানে বুঝিনা।সহজ ভাষায় রান্নার জন্য তৈরী। মানে আপনি শুধু রান্না করলেই হবে, বাকিটা প্রসেস করে দেয়া। এখন আপনি একটা মাছের বাজার মূল্যের সাথে রেডি টু কুক এর মূল্য যদি সমান ভাবেন সেটা কি ঠিক হবে? 

একটা শিং মাছ বা যে কোন মাছ, বাজার মূল্য +কাটা+পরিস্কার করে ধোয়া= রেডি টু কুক মাছ

যেকোন হাঁস, হালালভাবে জবাই করা +গরম পানিতে পুরো পরিস্কার করা +আগুনে সপক দেয়া+ সাইজ মতো কাটা+ধোয়া= রেডি টু কুক হাঁস

এই প্রসেসে আপনার হাতে পৌঁছায় রেডি টু কুক মাছ,মুরগী, হাঁস। তাহলে আপনি বাজার মূল্য হিসাব করলে তো হবে না। এই প্রসেসের দাম তো দিতে হবে, তাইনা?

আমরা বেস্ট সার্ভিস চাইলে সেটার জন্য অবশ্য ই পে করতে হবে। সার্ভিস এমনি এমনি হাতে চলে আসে না। একটা নির্দিস্ট প্রসেস এবং পরিশ্রম এর পরে আসে। 

রেডি টু কুক সার্ভিস দিন দিন আমাদের দেশে জনপ্রিয় হচ্ছে, কারন সময় বাচায়, চাকুরীজীবি, ছোট বাচ্চার মা, অসুস্থ রোগীর জন্য বেস্ট অপশন হচ্ছে রেডি টু কুক মাছ গোশ।

Sunny / Sunny