কারাগার থেকে খিলগাঁও এলাকায় চাঁদাবাজি করছেন ওমর ফারুক

ঢাকা কেন্দ্রীয় কারগারে বন্দী রয়েছেন রাজধানীর খিলগাঁও নন্দীপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী ফারুক বাহিনীর প্রধান ওমর ফারুক। সেখান থেকে মোবাইল ফোনে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছেন তিনি। জেলখানায় বসেই চাঁদা দাবি করছেন। এতে এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন।
জানা গেছে, মঙ্গলবার রাত ১টা ৩৩ মিনিটে নন্দীপাড়া এলাকার একজনকে মোবাইল ফোনে কল করে মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন ওমর ফারুক। ভুক্তভোগী ওই ব্যক্তি তার ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন।
ওমর ফারুকের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। গত ৪ জুন অস্ত্রসহ গোয়েন্দা পুলিশের (ধানমন্ডি জোনাল টিম) হাতে গ্রেফতার হন তিনি। তিনি এখন ঢাকার কেন্দ্রীয় কারাগারে হাজত বাস করছেন। নন্দীপাড়া এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমের মাধ্যমে চাঁদাবাজি আর মাদক ব্যবসার একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল তার। হাজতবাস করেও সেই একচ্ছত্র নিয়ন্ত্রণ এখনো তার হাতে রয়েছে বলে জানান এলাকাবাসী। ফারুক বাহিনীর প্রধান ওমর ফারুকের বাবার নাম মৃত আলী আকবর। তার মায়ের নাম হাসিনা বেগম। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৭৪ নং ওয়ার্ডের পূর্ব নন্দীপাড়া ৫ নং হোল্ডিংয়ের বাসিন্দা। তার বিরুদ্ধে ডেমরা থানায় ইতোপূর্বেও জখম ও হত্যা চেষ্টার ঘটনায় মামলা রয়েছে। বন্দী অবস্থায় কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে সূর্যমুখী সেলের ৩ তলার ১৮ নং কক্ষে আয়েশী জীবন যাপন করছেন তিনি। সেখানে দুর্নীতিবাজ কারা কর্মকর্তাদের মাধ্যমে ব্যবহার করছেন মোবাইল ফোন। একজন সাধারণ হাজতি আসামি হয়েও ভিআইপি সেলে অবস্থান করছেন তিনি। অথচ সেখানে ডিভিশনপ্রাপ্ত কয়েদীদের থাকার কথা। সেখানেই অর্থের বিনিময়ে জায়গা করে নিয়েছেন এই অপরাধ জগতের শীর্ষ সন্ত্রাসী। জেলখানা থেকে মুক্তি পাওয়া একাধিক ব্যক্তির সাথে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। জেলখানায় ওমর ফারুক নিজেকে জেল সুপারের কাছের লোক বলে পরিচয় দিয়ে বিশেষ সুবিধা নিয়ে থাকেন।
বক্তব্য জানতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষকে একাধিক বার মোবাইলে ফোন কল করা হয়। তবে তিনি রিসিভ করেননি। কারা অধিদপ্তরের সহকারী মহা-পরিদর্শক আব্দুল কুদ্দুছ দৈনিক সকালের সময়কে বলেন, আমি এখানে নতুন জয়েন করেছি। বিষয়টি আমাকে টেক্সট করুন। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাকে পাঠিয়ে দিব।
এমএসএম / এমএসএম

সংবাদ প্রকাশের জেরে কুমিল্লার নাঙ্গলকোটে সাংবাদিককে হুমকি

ভূরুঙ্গামারীতে বসতভিটা দখলের প্রতিবাদে মানববন্ধন

রায়গঞ্জে ৬ লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ: বাগান থেকে মটর সাইকেল উদ্ধার

সাংবাদিক জগতের নক্ষত্র ছিলেন প্রয়াত সাংবাদিক সাঈদুর রহমান রিমনঃ সিআরএ

কাপ্তাইয়ে ১৪ হাজার ৭শত ৪২ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে

কসবায় বিদেশি মদসহ নারী আটক

লালমাইতে বিয়ে করতে এসে ১৫ লক্ষ টাকা জরিমানা দিলো বর

কুতুবদিয়ায় এনসিপি নেতা হেলালিসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা

লায়ন নুর ইসলামের নির্বাচনী এলাকা নড়াইল ২ এ ভি,পি নূরকে ফুলের শুভেচ্ছা

বোদায় যৌথবাহিনীর অভিযানে জরিমানা ও হাসপাতাল সিলগালা

শালিখায় জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান

গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

কাশিয়ানীতে গাড়ির ধাক্কায় যুবক নিহত, আহত-২
Link Copied