লামায় প্রধানমন্ত্রী প্রদত্ত ত্রাণসামগ্রী বিতরণ

কোভিড-১৯ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। লামা কেন্দ্রীয় পৌর বাস স্টেশনে এ ত্রাণসামগ্রী বিতরণ করে লামা পৌরসভা। অনুষ্ঠান শেষে রুপসী পাড়া ইউনিয়ন ও ইয়াংছায় অনুষ্ঠানের মাধ্যমে ত্রাণ বিতরণ করা হয়। লামায় বন্যাদুর্গত দুই হাজার পরিবারকে জরুরি খাদ্য সহায়তা ও ৯০ পরিবারকে ২ হাজার ৫০০ চাকা করে এবং বেশকিছু পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়। এ সময় উপহারসামগ্রী হিসেবে চাল, তেল, ডাল, লবণ, আলু প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ত্রাণসামগ্রী বিতরণ করেন। বিতরণের অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার শিরীন শারমিন, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার রেজা রশিদ, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাশ, শেখ মাহবুবুর রহমান, জেলা পরিষদ সদস্য ও নারী নেত্রী ফাতেমা পারুল, এএসপি (লামা সার্কেল) রেজওয়ানুল ইসলাম, থানায় অফিসার ইনচার্জ মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, নেতৃবৃন্দ ও পৌরসভার কাউন্সিলবৃন্দসহ উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে পার্বত্য চট্ট্রগাম বিষয়ক মন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর কারণেই বৃষ্টি, ব্যান, ঢল, জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত ও চলমান কঠোর লকডাউন ও করোনার দুঃসময়ে সরকারি সহায়তা পাচ্ছে। এ ধরনের সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনু্যায়ী অসহায় ও দরিদ্র মানুষ যেন করোনাকালে না খেয়ে না থাকে- এই নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসনের নেতৃত্বে কাজ করে যাচ্ছেন বান্দরবান পার্বত্য জেলার পৌর মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ। মন্ত্রী মহোদয় এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্তকরণের মাধ্যমে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে আমরা দৃঢ় অঙ্গীকারবদ্ধ।
এমএসএম / জামান

হাইস্পিড গ্রুপ অফ কোম্পানির মালিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান

বোদায় মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

হাটহাজারী মাদ্রাসায় বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য কবর জেয়ারত ও পরিচালক'র সাথে সৌজন্য সাক্ষাত

ভবদাহ অঞ্চলে পানিবন্দি শত শত পরিবার

বারহাট্টার প্রকৃতিতে ফুটন্ত শাপলা যেন হাতছানি দিয়ে ডাকছে

কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের দরিদ্র মহিলাদের মাঝে সেলাই/হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন

মানিকগঞ্জে সাবেক মন্ত্রী মুন্নুর মৃত্যুবার্ষিকীতে চিকিৎসা সেবা ও শ্রদ্ধাঞ্জলি

বিয়ে হয়নি তবুও নিচ্ছেন মাতৃত্বকালীন ভাতার টাকা

মির্জাগঞ্জে চাঁদাবাজির মামলায় রাসেল মৃধা গ্রেপ্তার

কর্ণফুলী পেপার মিলসের তামার তার পাচারের সময় ১ জন গ্রেফতার

নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা বিস্ফোরক মামলার আসামি ভারতে পালানোর সময় গ্রেপ্তার

তানোরে বিএনপির স্থবিরতা কাটাতে মিজানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি তৃণমূল নেতাকর্মীদের!

মেহেরপুর জেলা বিএনপি'র উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
Link Copied