ফুলজোড়ে অবৈধভাবে বালু উত্তোলনে সরকারের রাজস্ব ক্ষতি, ৭জনকে আসামী করে মামলা দায়ের
অবেশেষে সিরাজগঞ্জের রায়গঞ্জের ফুলজোড় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।মামলায় ফাতেমা ড্রেজারের মালিকসহ ৭জনকে আসামী করা হয়েছে। মামলার আসামীরা হলো নারায়গঞ্জ জেলার হোসেন আলীর পুত্র ফাতেমা এন্টারপ্রাইজের মালিক মো.পাপ্পু, মুরাদপুর গ্রামের মৃত আকবর ফকিরের পুত্র আব্দুল মমিন,কুমাজপুর গ্রামের মৃত আফজাল ফকিরের পুত্র হাবিবুর রহমান, মৃত গোলাম মোস্তফার পুত্র লিটক ফকির, মোকছেদ আকন্দের পুত্র ফজলু, মুরাদপুর গ্রামের আকবর ফকিরের পুত্র বাবু, ও আবুল কালাম।
উপজেলার সলঙ্গা থানার সাহেবগঞ্জ ইউনিয়ন ভুমি উপসহকারী কর্মকর্তা মো. ফজলার রহমান বাদী হয়ে রবিবার সলঙ্গা থানায় এ মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক।
মামলা সুত্রে জানা যায়,ফুলজোড় নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন করায় মুরাদপুর গ্রামটি ভেঙ্গে বিলিন হয়ে যাওয়ার আশংকরা সৃষ্টি হয়েছে। শুধু তাই নয় নদী হতে অবৈধভাবে ৫০লক্ষ সেফটি বালি উত্তোলন করায় সরকারের ১কোটি ২০লক্ষ টাকার ক্ষতি হয়েছে। যাহা বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ১৫(১) ধারার অপরাধ সংগঠিত হয়েছে।
জানা যায়,ফুলজোড় নদীর তীরবর্তি নলকা ইউনিয়নের নলছিয়া, তীননান্দিনা ও সুজাপুর এলাকায় ফুলজোড় নদীতে বেশ কয়েকটি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে তা বাল্কহেড ভরা হচ্ছে। বালু ভর্তি বাল্কহেড গুলো সাহেবগঞ্জ ইউনিয়ন ভুমি অফিস সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কের ধারে নেওয়া হচ্ছে।
দীর্ঘদিন যাবৎ বালু উত্তোলন করার কারনে নদীর তীরবর্তি ফসলি জমি ও বাড়িঘর হুমকীর মুখে পড়েছে। ইতিমধ্যে বেশকিছু ফসলি জমি নদী গর্ভে চলে গেছে। সুজাপুর গ্রামের সুকুমার সাহা বলেন,সরকারি কাজের কথা বলে বালু তোলা হচ্ছে। এতে আমাদের ফসলি জমি ভেঙে যাচ্ছে। বাধা দিলে মামলার ভয় দেখায়। একই গ্রামের মাহফুজুর রহমান অভিযোগ করে জানান, আমরা বাধা দিয়েছিলাম, পরে তারা থানা পুলিশের ভয় দেখাইয়া আবার বালু তুলছে।
শুধু সুকুমার সাহা অথবা মাহফুজুর রহমানের অভিয়োগ নয়। এমন অভিযোগ নদী তীরবর্তি শতশত জমি ও বসতবাড়ীর মালিকের। স্থানীয়রা আরও জানায়, বাল্কহেড বালু নিয়ে সাহেবগঞ্জে আনলোড যন্ত্রের মাধ্যমে পাইপলাইনে বুড়িবাড়ি ও রাধানগড়ে দুটি বুষ্টার মেশিন বসিয়ে ১থেকে দেড় কিলোমিটার দুরে বালু নেয়া হচ্ছে রাধানগর চায়না প্রকল্পে। তাদের অভিযোগ, নদীর এই অংশ এমনিতেই গভীর হওয়ায় এখানে দীর্ঘদিন বালু উত্তোলন বন্ধ ছিল। তবে ফাতেমা ড্রেজারটির মালিক স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় এখানে খননযন্ত্র বসিয়ে বালু উত্তোলন করে পাইপলাইনের মাধ্যমে রাধানগর চায়না প্রকল্পের নিচু জায়গা ভরাট করা হচ্ছে।
এখানে প্রভাবশালীরা লাভবান হলেও সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। আর ক্ষতিগ্রস্থ হচ্ছে স্থানীয় তীরবর্তি বসতীরা। সাহেবগঞ্জ ইউনিয়ন ভুমি উপসহকারী কর্মকর্তা মো. ফজলার রহমান জানান, ফাতেমা ড্রেজারের মালিক পাপ্পু'র নিকট কোন কাগজপত্র নেই। সে অবৈধভাবে বালু উত্তোলন করছে এবং সরকারের রাজস্ব ক্ষতি করেছে। এঘটনায় আমি নিজে বাদী হয়ে সলঙ্গা থানায় ৭জনকে আসামী করে মামলা দায়ের করেছি।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এনামুল হক বলেন, সাহেবগঞ্জ ইউনিয়ন ভুমি উপসহকারী কর্মকর্তা মো.ফজলার রহমান একটি এজাহার দিয়েছেন। এখানে ৭জনকে আসামী করা হয়েছে। একাজের যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তানজিল পারভেজ বলেন, প্রথমে ফাতেমা ড্রেজারের মালিককে কাগজপত্রসহ অফিসে ডাকা হয়েছিল। তারা কাগজপত্র নিয়ে হাজির হয়নি। প্রকৃতপক্ষে তাদের বালু উত্তোলনে বৈধ কাগজপত্র নেই এটা নিশ্চিত হওয়া গেছে। এঘটনায় সলঙ্গা থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল বলেন, ফাতেমা ড্রেজার অনুমোদনহীনভাবে বালু উত্তোলন করায় একটি মামলা করা হয়েছে। তিনি আরও বলেন,বালু উত্তোলনকারীরা যতবড় ক্ষমতাশালীই হোক কেউ ছাড় পাবেনা। ফুলজোড় নদী থেকে যারা অবৈধভাবে বালি উত্তোলন করবেন সবাইকে আইনের আওতায় আনা হবে।
এমএসএম / এমএসএম
চুয়াডাঙ্গায় নবযোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের দিনব্যাপী গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম
পালের গোদা উমেদার লোকমান সিন্ডিকেটে জিম্মি ঢাকা সদর সাব-রেজিস্ট্রি অফিস,যেন দেখার কেউ নেই
শ্যামনগরে ড. মনিরুজ্জামানের পক্ষে বিশাল গন-মিছিল ও পথ সভা
গোপালগঞ্জে আওয়ামী লীগের চার নেতার দল থেকে পদত্যাগ
কোম্পানীগঞ্জে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষায় ৩৫০ শিক্ষার্থীকে সম্মাননা ও বৃত্তি প্রদান
উলিপুরে শহীদ রায়হান ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উলিপুর লালদল চ্যাম্পিয়ন
গাজীপুরের নয়া জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
ঘরহীন জীবনের গল্প: রায়গঞ্জে নৌকার ওপর ভাসমান এক বৃদ্ধ দম্পতির দিনযাপন
ধামইরহাটে ‘আরডিআরএস’ এর ২৯৮ তম শাখার উদ্বোধন
মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া (ফাজিল)-এর নতুন বহুতল একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন
জয়পুরহাটে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সিএসডিকে এনজিও'র বাস্তবায়নে বিএনএফ এর অর্থায়নে হত-দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ প্রদান।
শেরপুরে গারো পাহাড়ের জঙ্গল থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
Link Copied