ঢাকা মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

বোদার বড়শশী ইউনিয়নে সড়কের অর্ধেক নদীর পেটে ঝুঁকি নিয়ে চলাচল


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১২-৮-২০২৩ দুপুর ১২:২৫

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নে ঘোড়ামারা নদীর পেটে যাচ্ছে সড়ক। ইতিমধ্যে একটি অংশে সড়কের অর্ধেক নদীতে ভেঙে গেছে।ঝুঁকি নিয়ে পথচারী চলাচল করছে, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।অন্যদিকে অতি বৃষ্টি হলে কাঁদাপানিতে একাকার হয় সড়কটি। ফলে চলাচলে ভোগান্তি পোহাতে হয় মানুষকে।

সরেজমিনে দেখা গেছে,বোদা উপজেলার আউলিয়ার ঘাট-বদেশ্বরী সড়ক দিয়ে প্রতিদিন কালিয়াগঞ্জ, বড়শশী,চিলাহাটি তিনটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ যাতায়াত করেন উপজেলা শহরে।আউলিয়ার ডাঙ্গা এলাকায় কয়েকশ মিটার সড়ক ইতিমধ্যে ঘোড়ামারা নদীর পেটে চলে গেছে। এই সড়কে যাতায়াতের সময় যাত্রীরা যানবাহন থেকে নেমে ভাঙনের অংশ পার হয়ে আবার যানবাহনে উঠছেন।দীর্ঘদিন ধরে চলাচলের সড়কটি ধীরে ধীরে নদীর পেটে গেলেও এগিয়ে আসেনি, কোন জনপ্রতিনিধি বা প্রশাসন অভিযোগ এলাকাবাসীর।

ভাউলাগঞ্জ এলাকার মনির হোসেন বলেন, সড়কটির কিছু অংশ ঘোড়ামারা নদীতে ভেঙে গেছে।মানুষের বাঁশবাগানের ভিতর দিয়ে চলাচল করতে হয়।প্রতি বছরেই সড়কটি নদীতে ভেঙ্গে পড়ছে কিন্তু সড়কটি রক্ষার্থে কোন ব্যবস্থা নেয়নি কেউ। বদেশ্বরী এলাকার অটোভ্যান চালক আইয়ুব আলী ও মন্তাজ আলী বলেন,আউলিয়ার ডাঙ্গা এলাকায় সড়কটির অংশে যে পরিমাণ নদীতে ভেঙে গেছে, তাতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।এ ছাড়া কাঁদাপানিতে গাড়ি চালাতে দুর্ভোগে পড়তে হয়। সড়কটি দ্রুত মেরামতের দাবি জানান তারা।

বোদা উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ এরফান আলী চৌধুরী জানান,সড়কের ভাঙন অংশটি মেরামত করার দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের।এছাড়া সেখানে একটি সেতু নির্মাণ করা হবে, সেটা হলে সেখানকার সড়কের নকশা পরিবর্তন হয়ে বদেশ্বরী মন্দিরের সামনে গিয়ে উঠবে।
পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন জানান, বিভিন্ন জায়গায় নদী ভাঙ্গন রয়েছে আমরা অর্থ বরাদ্দ চেয়েছি, পেলে সংস্কারের ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

শ্রীমঙ্গলে গণঅভ্যুত্থান দিবসের বিজয় র‍্যালিতে মানুষের ঢল

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বারহাট্টায় বিএনপির বিজয় মিছিল

ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে ৮২ শহিদ পরিবার এবং ১৪৮৩ জন জুলাই যোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়

ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপতি উপলক্ষে নাগরপুরে বিএনপি’র বিজয় র‍্যালি

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে গণঅভ্যুত্থান দিবস পালন

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে খোকসা'তে বিজয় মিছিল ও আলোচনা সভা

সিংগাইরে বিএনপির দুই গ্রুপের বিজয় র‍্যালি

শহীদদের রক্তের সাথে বেঈমানী করে রাজনীতি সম্ভব নয় -বিজয় র‍্যালিতে এম.এ. মতিন

পটুয়াখালীতে নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস

গণঅভ্যুত্থান দিবসে সাটুরিয়ায় বিজয় র‍্যালী ও আলোচনা সভা

পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ জনের কারাদণ্ড

লোহাগড়ায় বিএনপির উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন

জুড়ীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন