বোদার বড়শশী ইউনিয়নে সড়কের অর্ধেক নদীর পেটে ঝুঁকি নিয়ে চলাচল
পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নে ঘোড়ামারা নদীর পেটে যাচ্ছে সড়ক। ইতিমধ্যে একটি অংশে সড়কের অর্ধেক নদীতে ভেঙে গেছে।ঝুঁকি নিয়ে পথচারী চলাচল করছে, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।অন্যদিকে অতি বৃষ্টি হলে কাঁদাপানিতে একাকার হয় সড়কটি। ফলে চলাচলে ভোগান্তি পোহাতে হয় মানুষকে।
সরেজমিনে দেখা গেছে,বোদা উপজেলার আউলিয়ার ঘাট-বদেশ্বরী সড়ক দিয়ে প্রতিদিন কালিয়াগঞ্জ, বড়শশী,চিলাহাটি তিনটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ যাতায়াত করেন উপজেলা শহরে।আউলিয়ার ডাঙ্গা এলাকায় কয়েকশ মিটার সড়ক ইতিমধ্যে ঘোড়ামারা নদীর পেটে চলে গেছে। এই সড়কে যাতায়াতের সময় যাত্রীরা যানবাহন থেকে নেমে ভাঙনের অংশ পার হয়ে আবার যানবাহনে উঠছেন।দীর্ঘদিন ধরে চলাচলের সড়কটি ধীরে ধীরে নদীর পেটে গেলেও এগিয়ে আসেনি, কোন জনপ্রতিনিধি বা প্রশাসন অভিযোগ এলাকাবাসীর।
ভাউলাগঞ্জ এলাকার মনির হোসেন বলেন, সড়কটির কিছু অংশ ঘোড়ামারা নদীতে ভেঙে গেছে।মানুষের বাঁশবাগানের ভিতর দিয়ে চলাচল করতে হয়।প্রতি বছরেই সড়কটি নদীতে ভেঙ্গে পড়ছে কিন্তু সড়কটি রক্ষার্থে কোন ব্যবস্থা নেয়নি কেউ। বদেশ্বরী এলাকার অটোভ্যান চালক আইয়ুব আলী ও মন্তাজ আলী বলেন,আউলিয়ার ডাঙ্গা এলাকায় সড়কটির অংশে যে পরিমাণ নদীতে ভেঙে গেছে, তাতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।এ ছাড়া কাঁদাপানিতে গাড়ি চালাতে দুর্ভোগে পড়তে হয়। সড়কটি দ্রুত মেরামতের দাবি জানান তারা।
বোদা উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ এরফান আলী চৌধুরী জানান,সড়কের ভাঙন অংশটি মেরামত করার দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের।এছাড়া সেখানে একটি সেতু নির্মাণ করা হবে, সেটা হলে সেখানকার সড়কের নকশা পরিবর্তন হয়ে বদেশ্বরী মন্দিরের সামনে গিয়ে উঠবে।
পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন জানান, বিভিন্ন জায়গায় নদী ভাঙ্গন রয়েছে আমরা অর্থ বরাদ্দ চেয়েছি, পেলে সংস্কারের ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
মৌলভীবাজার-১ আসনে 'শাপলা কলি' নিয়ে নির্বাচনে লড়বেন এনসিপির তামিম
সাতকানিয়ায় বাস-সিএনজির সংঘর্ষে নিহত ১
বকশীগঞ্জে অসুস্থ তিন সন্তানের জননীর খোঁজ নিলেন ইউএনও শাহ জহুরুল হোসেন
মুকসুদপুরে চলমান জাতীয় টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা
বরগুনায় ঝুঁকিপূর্ন ভবনে আতঙ্কিত অবস্থায় শিক্ষা নিচ্ছে শিক্ষার্থীরা
১২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ
খুলনায় ইজিবাইকে ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু
বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশন এর পরিচিতি সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গমারীতে মাদককারবারী সন্দেহে ৫ জন আটক
সাতকানিয়ায় পারিবারিক কলহের জেরে নিজ সন্তানের হাতে বাবার মৃত্যু
কোটালীপাড়ায় প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি
মানিকগঞ্জে স্কুল বাসে আগুন