ঝালকাঠি পৌরসভা নানা সমস্যায় জর্জরিত

ঝালকাঠি পৌরসভার মেয়রের অদক্ষতার কারণে সমস্যায় জর্জরিত নাগরিক জীবন। ক্ষমতা গ্রহণের পর থেকে রাস্তাঘাট পরিষ্কার, নালা-নর্দমা সংস্কারের অভাবে ব্যাহত হচ্ছে নাগরিক জীবন। যার কারণে ভোগান্তিতে পড়েছেন পৌরসভার বাসিন্দারা।
নিয়মিত ময়লা-আবর্জনা পরিষ্কার না করায় শহরের অলিগলিতে জমেছে ময়লার স্তূপ।সড়কবাতি গুলো ঠিক মতো জ্বলে না, টিকাদান কর্মসূচি গতানুগতিক, কর সংগ্রহ, নাগরিক সনদ প্রদান, ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ দৈনন্দিন কার্যক্রমে রয়েছে নানা অসঙ্গতি।এ কারণে সেবাগ্রহীতারা চরমভাবে অসন্তোষ প্রকাশ করেছেন।বর্তমান মেয়র লিয়াকত আলী তালুকদার ঝালকাঠি পৌরসভা নির্বাচনে মেয়র পদে গত ২০২১ সালে নৌকা প্রতীক নিয়ে পুনরায় নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন রানা।
ঝালকাঠী পৌরসভাটি ঢাকা থেকে ১৯৫ কি:মি: দক্ষিণে এবং বরিশাল বিভাগীয় শহর থেকে ২০ কি:মি: পশ্চিমে সুগন্ধা নদীর উত্তর তীরে এবং গাবখান ও ধানসিড়ি নদীর পূর্বতীরে অবস্থিত।২০১০ সালে পরিচালিত এক জরিপ সূত্রে জানা গেছে ঝালকাঠী পৌরসভায় ৪৭ টি মহল্লা, ১২ টি মৌজা এবং ৯ টি ওয়ার্ড, সর্বমোট জন সংখ্যা ৪৭৫৩৪ জন।স্থানীয়রা জানান,কয়েক দিনে ধরে ভারী বর্ষণ হচ্ছে। এতে করে শহরের বান্দাঘাট,কাঠপট্টি,আমতলা সড়ক,বিকনা,পুর্বচাঁদ কাঠি, বাশপট্টি, প্রাথমিক শিক্ষা অফিস,বাসন্ডা ব্রিজের নিচের সড়ক, সহ কবিরাজ বাড়ি থেকে বউবাজার এলাকা তলিয়ে গেছে পানিতে।এসব এলাকাসহ বিভিন্ন স্থানে নালার পানি উপচে সড়কে উঠে আসছে। বিভিন্ন দোকান, এমনকি নিচু বাসাবাড়িতেও পানি উঠছে। একইভাবে কিছু আবাসিক এলাকার নিচু স্থানেও তৈরি হচ্ছে জলাবদ্ধতার।এসব জলা বদ্ধতার কারণে সড়কে জমে থাকা পানিতে জন্ম নিচ্ছে এডিস মশা। জলাবদ্ধতার কারণে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে। এডিসমশার কামড়ে পৌর এলাকায় ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দিয়েছে।মশক নিবারনে কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পৌরসভার বিশাল এলাকায় মাত্র দু'জন কর্মী দিয়ে মশার ওষুধ প্রয়োগ করা হয়। এ সকল বিষয়ে জানতে চাইলে ঝালকাঠি পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার দৈনিক সকালের সময় কে বলেন, জলাবদ্ধতার সমস্যা এখন সারা বাংলা দেশেই, আমার এলাকায় বৃষ্টির পানি জমলে ঘন্টা খানেকের মধ্যেই নেমে যায়, বিষয়টি জোয়ার ভাটার সাথে সম্পৃক্ত,৭০/৭২ জন পরিচ্ছন্নতা কর্মী দিয়ে ময়লা আবর্জনা পরিষ্কার, নালা-নর্দমা সচল রাখা হয়। নিয়মিত ডেঙ্গুর ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছি তাছাড়া কিছু এলাকায় সরকারি খাল দখল করে ভরাটের কারনে সমস্যা হচ্ছে,এ ব্যাপারে আমি এসব খাল উদ্ধারে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেছি।
তিনি আরো বলেন,গত কয়েক বছরে কোন উন্নয়ন প্রকল্প পাইনি, শুধু কিছুদিন পর পর মিটিং হয় আর খাওয়া দাওয়া করে চলে আসি।তিন বছর যাবত শুধু পরিদর্শনের মধ্যেই উন্নয়ন কার্যক্রম সীমাবদ্ধ। তবে নাগরিক ভোগান্তির বিষয়গুলো এড়িয়ে যান তিনি।ঝালকাঠি পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা নাসির খান বলেন, এলাকায় কালভার্ট, জলাবদ্ধতার সমস্যা, ময়লা আবর্জনা পরিষ্কার না করা আমাদের চিরস্থায়ী সমস্যা। আমরা এই সমস্যার স্থায়ী সমাধান চাই।
এমএসএম / এমএসএম

সীমান্তবর্তী চার জেলার থানার সমন্বয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথ কার্যক্রমের সিদ্ধান্ত

মনোহরদীর রামপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষামূলক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ত্রিশালে খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ড বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

অভয়নগরে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ইজিবাইক চালকের মৃত্যু

রাজশাহীতে সড়ক ও জনপথের কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

দোহারে তরুণদের মিলনমেলা: অন্যায় ও অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিজ্ঞা

গোপালগঞ্জে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাভারে দখলবাজির সঙ্গে রাজনৈতিক পরিচয় জড়ানোর অভিযোগ।

লাকসামে অস্তিত্ব সংকটে খেজুর গাছ রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা

থানার ভেতরে চাঁদা দাবি, না দেওয়ায় সাইনবোর্ড ভাংচুর ও হত্যার হুমকি

৩১ দফা বাস্তবায়নে তাড়াশে লিফলেট বিতরণ ও শো ডাউন

রায়গঞ্জে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
