ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

ফারজানা আক্তার

শিক্ষকতার পাশাপাশি সফল নারী উদ্যোক্তা


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৩-৮-২০২৩ দুপুর ৪:১২

ফারজানা আক্তার নিজে কিছু করার অদম্য ইচ্ছা তাঁর সবসময়ই ছিলো। বর্তমানে তিনি একটা স্কুলে (স্টার্লিং স্কুল এন্ড কলেজ) শিক্ষক হিসেবে প্রায় দশ বছর যাবত কর্মরত। পাশাপাশি তিনি একজন নারী উদ্যোক্তা। তাঁর উদ্যোগ ‘সাফা'স আঙিনা’। উদোক্তা জার্নি টা শুরু করেন ২০২০ সালে। ফারজানা আক্তার বলেন, করোনা মহামারীতে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সবকিছু যখন বন্ধ হয়ে গেলো। লকডাউন এর সময়সীমা যত বাড়তে থাকল মনের মধ্যে হতাশা ভর করতে লাগলো । কি করবো, কি করা উচিত, ভাবতে লাগলাম। হঠাৎ ফেসবুক স্ক্রল করতে করতে দেখা পেলাম একটি নারী উদ্যোক্তা সংগঠনের। সেখান থেকে বিভিন্ন ট্রনিং নিয়ে অনুপ্রাণিত হয়ে মনে হল আমাকেও কিছু করতে হবে। মাত্র ২ হাজার ৫০০ টাকার কিছু মেটরিয়ালস কিনে নিজের হাতে কিছু গয়না তৈরি করি। যেগুলো আমার কাছের মানুষ দের কাছে ভীষণ প্রশংসা পায়।এভাবেই পথচলাটা শুরু। ফারজানা আক্তার বলেন, শুরুর দিকে চ্যালেঞ্জ  ছিলো অনেক। কোথা থেকে প্রোডাক্ট সোর্সিং করবো, কিভাবে  ডেলিভারি দিবো, কিভাবে মার্কেটিং করবো, প্যাকেজিং এসব কিছু মিলিয়ে ছিলো ভীষণ এলোমেলো। তবে আমি হাল ছেড়ে দেইনি। নিজে বিভিন্ন জায়গায় প্রোডাক্ট সোর্সিং এর জন্য  বের হয়েছি। ক্রেতার চাহিদা মতো প্রোডাক্ট তৈরি করতে আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। এখন আমি আমার উদ্যোগটাকে গুছিয়ে নিতে পেরেছি। পণ্যের কোয়ালিটি ও বিশেষত্ব সম্পর্কে বলেন,  আমি এবং আমার নিজস্ব কারিগর দ্বারা আমার গয়নাগুলো তৈরি। তাই কোয়ালিটির ব্যাপারে আমি শতভাগ নিশ্চিন্ত। আমার সব গয়না দেশীয় কারিগর দ্বারা তৈরি। আমি নিজেও তৈরি করি। রয়েছে কাস্টমাইজ করে নেয়ার সুবিধা।

তিনি আরও বলেন, আমি বিভিন্ন ধরনের গয়না নিয়ে কাজ করছি। যেমনঃ অরিজিনাল মুক্তার গয়না গোল্ড প্লেট ওসিলভার প্লেটের গয়না। আমার সিগনেচার প্রোডাক্ট হলো অরিজিনাল মুক্তার গয়না। মুক্তার গয়না আমার উদ্যোগকে সবচেয়ে বেশি পরিচিতি এনে দিয়েছে । মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সব ধরনের কাস্টমার রয়েছে আমার পণ্যের।শুধু দেশেই না, দেশের বাইরেও আমি আমার গয়না পাঠিয়েছি অনেক বার।এমনকি দেশের বাইরে রিপিট কাস্টোমারও পেয়েছি এই অল্প কয়েক দিনে। ফারজানা আক্তারের সফলতা ভিত্তি সম্পর্কে বলেন, আমার ইচ্ছাশক্তি আর পরিশ্রম করার ইচ্ছা। আর সবচেয়ে বড় ভিত্তি হল কাস্টমার রিভিউ। এই অল্প কয়েকদিনে আমি আমার কাস্টমার ফিডব্যাক পেয়েছি অনেক ভালো। যেখান থেকে আমার অনেক রিপিট কাস্টমার তৈরি হয়েছে। তিনি মনে করেন সফলতার পিছনে সময়, সুযোগ, সৃষ্টিশীলতা, পরিশ্রম আর সাহায্য এসব গুলোই ওতপ্রোতভাবে জড়িত। সময় সুযোগ বুঝে আপনাকে পরিশ্রম করে আপনার সৃষ্টিশীলতাকে কাজে লাগাতে হবে। তবেই আসবে সফলতা। তিনি আরও  বলেন, সফলতার সংজ্ঞা একেকজনের কাছে একেক রকম। আমার এইটুকু সফলতার পেছনে সবচেয়ে বেশি যেটা ছিল সেটা হল আমার পরিবারের সাপোর্ট। আমার কাছের মানুষদের পরামর্শ। সিদ্ধান্ত নেয়া প্রসঙ্গে ফারজানা আফরোজ বলেন, যেকোনো সিদ্ধান্ত নেয়ার আগে অনেক চিন্তা ভাবনা করতে হয়। তবে সেই চিন্তা যেন আপনার মূল্যবান সময়কে নষ্ট না করে। তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করে দেয়া উচিত। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এই নারী উদ্যোক্তা বলেন, সাফা'স আঙিনা একটি ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভ করবে। পণ্যের কোয়ালিটি বজায় রেখে গ্রাহকের চাহিদা মতো সেবা প্রদান করাই আমার লক্ষ্য। শুধু দেশের মধ্যে ই না, দেশের বাইরে ও সমানভাবে এগিয়ে যাবে সাফা'স আঙিনা। দেশীয় গয়নাকে বিদেশের মাটিতে পৌঁছে দিতে চাই আমার সাফা'স আঙিনার মাধ্যমে। আমার নিজস্ব একটা শোরুম থাকবে এটা আমার স্বপ্ন। তিনি সরকারের কাছে প্রত্যাশা করেন আমাদের মত ক্ষুদ্র উদ্যোক্তারা যাতে দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে পারে খুব সহজে এর একটা সহজ কোনো উপায় বের করা।
  

Sunny / Sunny

অপরাজিতায় কবিতার শাড়ি 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে শক্তিশালী করতে এসএমই ফাউন্ডেশন ও অক্সফ্যাম একসাথে কাজ করবে

ঈদ ফ্যাশন ফিক্সেশন এর উদ্বোধন

ভর্তার স্বাদ ও সাতকাহন 

মাসরুমের গুরুত্ব ও মাশরুমের উৎপাদন কৌশল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

আমার মমতাময়ী মা 

শেষ হলো আইডিয়া পিচিং কম্পিটিশন ক্রিয়েভেঞ্চার ৩.০

ছোট উদ্যোক্তা থেকে বড় উদ্যোক্তা হওয়ার প্লার্টফর্ম সম্পূর্ণা বাংলাদেশ

টিকটকে যে নারীরা অনুপ্রেরণা যোগায়

চল্লিশেই সফল ব্যবসায়ী- নিয়াজ মোর্শেদ এলিট

ইপি-উদ্যোক্তা প্ল্যাটফর্ম এর বিভিন্ন জেলায় পুষ্পস্তাবক অর্পণ - 

সম্পূর্ণার দ্বিতীয় চেইন শপের উদ্বোধন

অপরাজিতার পোশাকে কথা, কবিতা ও বর্ণমালার আয়োজন