সায়লা পারভীন
আমার ইচ্ছা শক্তিই আমার কাজের ভিত্তি
ব্যবসায় বিভাগের ছাত্রী ছিলেন সায়লা পারভীন। পরবর্তীতে একজন সাধারণ চাকরিজীবী হন। ২০১৪ সালে যৌথভাবে বিজনেস শুরু করেন সায়লা পারভীন। একজন স্লিপিং পার্টনার হিসেবে ছিলেন তিঁনি। স্বাধীনভাবে কিছু করার ইচ্ছে থেকেই ২০২০ সালে উদ্যোক্তা জীবনের শুরু করেন এককভাবে। তাঁর উদ্যোগের নাম ট্র্যাডিশনাল ইন্সিগ্নিয়া এর অর্থ ঐতিহ্যের মুকুট বা চিহ্ন।

সায়লা পারভীন বলেন, আমার ইচ্ছে আছে ট্র্যাডিশনাল অনেক পণ্য নিয়ে কাজ করার। শুরু করছি রংপুরের শতরঞ্জি নিয়ে। বর্তমানে মসলিন, জামদানী ও টাঙ্গাইলের শাড়িও পাওয়া যাচ্ছে। ইউনিক ডিজাইনের পণ্য ও পণ্যের গুণগত মান ঠিক রাখেন সায়লা পারভীন। যেকারণে তাঁর পণ্য বারবার ক্রয় করেন একই ক্রেতা। মূলত যারা ট্র্যাডিশনাল পণ্য পছন্দ করেন তারাই আসেন ট্রাডিশনার ইন্সিগ্নিয়াতে। পারিবারিক সহোযোগিতা আর প্রবল ইচ্ছা শক্তির সাহায্যে এগিয়ে চলেছেন নারী উদ্যেক্তা সায়লা পারভীন। তিনি বিশ্বাস করেন, মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে। আমার ইচ্ছা শক্তিই আমার কাজের ভিত্তি। প্রত্যেকটার সমন্বয়ে সফলতা আসে। সবগুলোরই প্রভাব সমানভাবে রয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সায়লা পারভীন বলেন, একটা ইন্সটিটিউট যেখানে আন্ডার প্রিভিলেইজড নারীরা হাতের কাজ করবে। তাদের পণ্যগুলো আমি বাজারজাত করবো। সরকারের কাছে তিনি প্রত্যাশা করেন, ব্যবসার পরিবেশ যেন নারীবান্ধব হয়। ট্রেড লাইসেন্স থেকে শুরু করে ডকুমেন্টস সংক্রান্ত সকল কাজ কম খরচে করার সুবিধা। প্রতি বছর রিনিউ না করে রিনিউ এর মেয়াদকাল ৩ থেকে ৫ বছর রাখা।
Sunny / Sunny
চুয়াডাঙ্গার অনুকরণীয় নারী উদ্যোক্তা নাহিদার সাফল্যগাথা উত্থান
দেশী ও বিদেশি নারীদের ফ্যাশন হাউজ অপরাজিতা
সৈয়দ সামিউল হোসেন: হোটেল ইন্ডাস্ট্রির স্বপ্নবাজ এক তরুণ পেশাজীবী
অপ্সরা ডিজায়ার হেয়ার সেলুনের যাত্রা থেকে সাফল্যের গল্প
হোটেল ও রেস্টুরেন্ট শিল্পের সফল জাদুকর সুকান্ত সৈকত
শুরু হয়ে গেল রাঁধুনী নিবেদিত মাংসের সেরা রেসিপি ২০২৫ সিজন ৪ রান্নার প্রতিযোগিতা
অপরাজিতায় কবিতার শাড়ি
ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে শক্তিশালী করতে এসএমই ফাউন্ডেশন ও অক্সফ্যাম একসাথে কাজ করবে
ঈদ ফ্যাশন ফিক্সেশন এর উদ্বোধন
ভর্তার স্বাদ ও সাতকাহন
মাসরুমের গুরুত্ব ও মাশরুমের উৎপাদন কৌশল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
আমার মমতাময়ী মা