সায়মা শাওন
অনুপ্রাণিত হয়ে নিজেই উদ্যোক্তা হলেন
সরকারি তিতুমীর কলেজ থেকে মাস্টার্স শেষ করে ইচ্ছা ছিলো সরকারি চাকরি করার। চেষ্টাও করেছিলেন। কিন্তু, প্রতিযোগিতামূলক এই চাকরির বাজারে সরকারি চাকরি পেলেন না। তবে, বর্তমানে তিনি একজন নারী উদ্যোক্তা। এ. জে কালেকশন এর প্রতিষ্ঠাতা সায়মা শাওন। দৈনিক সকালের সময়কে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককেই দেখি উদ্যোক্তা হতে। পেজের মাধ্যমে অনেকেই সফলভাবে ব্যবসা পরিচালনা করে আসছে। আরও দেখেন অনেক উদ্যেক্তা সংগঠন রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখান থেকে তিনি একটি উদ্যোক্তা সংগঠনের সাথে যুক্ত হয়ে যান। দেখেন ইতোমধ্যে অনেক নারী উদ্যোক্তা তাঁরা তাদের ভাগ্য পরিবর্তন করেছেন ঘরে বসেই। তিনিও উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতে থাকেন। সায়মা শাওন দুই সন্তানের জননী। তিনি বলেন, আমি আমার সন্তানদেরও খেয়াল রাখতে চাই সেইসাথে উদ্যেক্তা জীবন গড়তে চাই। যার একমাত্র পথ তিনি দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যম। ভবিষ্যতে তিনি একটি শো রুম নিবেন। ততোদিনে সন্তনরা বড় হয়ে যাবে। সেই ভাবনা থেকে পরিবারকে বুঝিয়ে অল্প বিনিয়োগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিষ্ঠা করেন এ. জে কালেকশন নামে একটি পেইজ। শুরু হয় সায়মা শাওনের উদ্যেক্তা জীবন। কাজ করছেন ড্রস, বেডশিট ও বিভিন্ন ধরনের থ্রি পিস নিয়ে। ইতোমধ্যে তিনি ২ টি উদ্যোক্তা মেলাতে অংশগ্রহণ করেছেন। সায়মা শাওন বলেন, পণ্যের কোয়ালিটি শতভাগ ঠিক রাখার চেষ্টা করেন। বিশেষ করে কালার ও ডিজাইনের প্রতি। এছাড়াও পণ্যটি যেন ইউনিক থাকে সে বিষয়েও গুরুত্ব দেয়া হয়। সফলতার এই পর্যন্ত আসতে এর পেছনে সবচেয়ে বেশি অবদান তাঁর স্বামীর বলেন এ. জে কালেকশন এর প্রতিষ্ঠাতা সায়মা শাওন। ভবিষ্যতে তিনি তাঁর ব্যবসাকে আরও শ্রশ্বস্ত করতে চান সেই সাথে একজন সফল উদ্যোক্তা ও ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
Sunny / Sunny