নার্স, উদ্যোক্তা ও সংগঠক রাহাতুননেছা
রাহাতুননেছা ছোটবেলায় স্বপ্ন দেখতেন নার্স হওয়ার। তাঁর ছোটবেলা কেটেছে পিরোজপুর জেলার নেছারাবাদ থানার বালিহারি গ্রামে। ছোটবেলা পড়াশোনা করেছেন পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলাতে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন নার্সিং শেষ করে এখন এমএসসি ইন নার্সিংয়ে পড়াশোনা করছেন। তাঁর স্বামী মোঃ শফিকুল ইসলাম একজন রয়াসনবিদ। ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তার স্বামীই প্রতিষ্ঠানের ফেসবুক পেইজ ও ওয়েব সাইটের কাজে সাহায্য করেন। রাহাতুননেসা এক সন্তানের জননী। বর্তমানে তিনি একজন নার্স, উদ্যোক্তা ও একটি উদ্যোক্তা সংগঠনের জেলা সহ প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। স্বামী, স্ত্রী মিলে প্রয়োজনের তাগিদে এবং ভালো মানের পণ্য সকলের নিকট পৌঁছানোর জন্য উদ্যোক্তা জীবন শুরু করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০২০ সালের ২৩ অক্টোবর Utkristo প্রতিষ্ঠা করেন।
নিজেস্ব জমিতে উৎপাদিত পণ্যসহ প্রতিষ্ঠানটিতে পাওয়া যাচ্ছে খেজুরের গুড় ও আখের গুড়, সরিষার তেল, ঘি, মাসকলাই ডাল ও মাসকলাই ডালের গুঁড়া, কুমড়ো বড়ি, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, মসুর ডাল ও খিচুড়ি মিক্স ডাল, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সাবিত্রী ও রসকদম্ব মিষ্টি, আম, বরই, রসুন, চালতা, জলপাই আচার, মেহেরপুর এর আম, লাল আটা, উৎকৃষ্ট স্পেশাল মসলা, যবের ছাতু ও মিক্সড ছাতু, বরিশালের মুড়ি, চিয়া সিড, সরিষা, লিচু, কালোজিরা, সজনা ফুলের মধু, মরিঙ্গা পাউডার, বেসন এবং লাল চাল। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৫ জন কর্মী আছে। প্রতি বছর প্রায় ৭ লাখ টাকা লেনদেন করছে প্রতিষ্ঠানটি। Utkristo ঢাকাসহ সারাদেশে কুরিয়ারের মাধ্যমে পণ্য ডেলিভারি দিয়ে থাকে। তাঁরা স্বপ্ন দেখছেন ঢাকাতে একটি সপ ওপেন করার।
Sunny / Sunny