ঢাকা বুধবার, ১ অক্টোবর, ২০২৫

পতিত জমিতে বস্তা ও টাওয়ার পদ্ধতিতে সবজি চাষে সফল মহারাজ দম্পতি


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ১৯-৮-২০২৩ দুপুর ১২:১২

ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্পের আওতায় বস্তা  টাওয়ার পদ্ধতিতে সবজি চাষ করে সফল হয়েছেন বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের কৃষক মোঃ মহারাজ মোল্লা দম্পতি। 
তিনি কৃষি অফিসের পরামর্শ ও সহযোগীতা নিয়ে বাড়ির আঙিনাসহ ঘরের আশপাশের পতিত জমিতে বস্তা টাওয়ার পদ্ধতিতে শসা, লাউ, চিচিঙ্গা, বরবটি, ঝিঙাসহ বিভিন্ন প্রকার সবজি চাষ করে ভাল ফলন পেয়েছেন। যা নিজেরা খেয়ে বাজারে বিক্রিও করছেন তারা। নিজ আঙিনায় মহারাজ মোল্লার বস্তা  ও টাওয়ার পদ্ধতিতে সবজি চাষ দেখে এই চাষে উদ্ভুদ্ধ হচ্ছেন অনেকে।
আষাঢ়ের প্রথম দিকে উপজেলা কৃষি অফিস থেকে ১০ প্রকারের বীজ এবং ২৬ টি বস্তা ও একটি টাওয়ার নিয়ে বাড়ির ৩৩ শতক জমির ঘর ও পুকুর বাদে বাকি সব জমিতেই সবজি চাষ করেন মহারাজ মোল্লা (৫৫) ও তার স্ত্রী সাহেরা বেগম (৫০)। এর মধ্যে তারা বাড়ির আঙিনায় বস্তা ও টাওয়ারের উপরে নেটজাল টানিয়ে লাউ, চিচিঙ্গা, ঝিঙা ও শসা চাষ করেন। এছাড়া বাড়ির আশপাশের জমির মাটিতে আলাদা শেড করে ওল কপি, ঢেঁড়শ, বরবটি, বেগুন, করলা ও শিম চাষ করেন। 
কোনো প্রকার রাসায়নিক সার প্রয়োগ না করে একমাত্র জৈব সার ব্যবহার করে মহারাজ মোল্লার এসব সবজি গাছে এক থেকে দেড় মাসের মাথায় ফুল ধরে এবং দুই মাসের মাথায় ফলন আসে। বর্তমানে তাদের সবজি ক্ষেতে ঝুলছে চিচিঙ্গা, লাউ, শসাসহ নানান প্রকারের বর্ষাকালীন সবজি। এছাড়া হলুদ রংঙের ফুলসহ গাছে রয়েছে ছোট বড় অসংখ্য ফল। তাই মহারাজ মোল্লার সবজি ক্ষেত দেখতে প্রতিদিন ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা অনেকে। তার এমন বস্তা, টাওয়ার পদ্ধতিতে সবজি চাষে সফলতা দেখে আশপাশের অনেকেই উদ্ভুদ্ধ হচ্ছেন এই চাষে। 
এ ব্যাপারে মহারাজ মোল্লা জানান, তিনি একজন কৃষক। কিন্তু এর আগে জানতেন না যে বৃষ্টির পানি জমে এমন নিচু জমিতে বস্তা দিয়ে সবজি চাষ করা যায়। তাই তিনি কৃষি অফিসের পরামর্শে বস্তা টাওয়ার ও ১০ প্রকারের বীজ নিয়ে ঘর ও পুকুর বাদে বাড়ির বাকি জমিতে সবজি চাষ করেন।
মহারাজ মোল্লার স্ত্রী সাহেরা বেগম বলেন, নারীরা সাধারণত মাঠে গিয়ে কাজ করতে পারেনা। তাই ঘরের আঙিনায় কৃষি চাষ করার উদ্যোগ নিয়ে কৃষি অফিসের সহযোগীতা ও পরামর্শে তারা সবজি চাষ করেছেন। মহারাজ দম্পতি’র বাড়ি সবজি ক্ষেত দেখতে আসা আকলিমা বেগম, নুরুল ইসলাম আকন ও ফুয়াদ জোমাদ্দার বলেন, আমরা বাড়ির আঙিনায় বস্তা ও টাওয়ার পদ্ধতিতে এই প্রথম সবজি চাষ করতে দেখেছি। বর্ষাকালে এভাবে সবজি চাষ করে মহারাজ সফল হয়েছেন। আগামীতে আমরাও বাড়ির আঙিনায় এই পদ্ধতিতে সবজি চাষ করবো।
এবিষয় উপ-সহকারী কৃষি অফিসার   হাসিবুল ইসলাম মনি বলেন - মহারাজ দম্পতির শাক সবজি চাষের আগ্রহ দেখে শসা, লাউ, চিচিঙ্গা, বরবটি, ঝিঙাসহ ১০ প্রকার উন্নত জাতের  বিজ, বস্তা ও টাওয়ার  কৃষি অফিস থেকে বিনা মুল্যে দেওয়া হয়েছে। পরে আমি এবং আমার স্যার প্রতিনিয়ত পরামর্শ  দিয়ে যাচ্ছি এবং স্পটে এসে পরিদর্শন করি। মহারাজ দম্পতি সবজি চাষে সফল হওয়ায় এলাকার অসংখ্য লোকজনের আগ্রহ বেড়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা জনাব দেবব্রত সরকার বলেন, ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্পের আওতায় আমরা বস্তা ও টাওয়ার পদ্ধতির প্রদর্শনী করেছি। জমিতে লবনাক্ততা থাকলে এবং বর্ষাকালে বাড়ির আঙিনায় পানি জমলে এই পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই সবজি চাষ করা যাবে। এছাড়া অনাবাদি ও পতিত জমিতে এই প্রযুক্তি ব্যবহার করে সবজি চাষ করা যাবে। এই পদ্ধতিতে আঙিনার চারপাশে বস্তা থাকবে এবং মাঝখানে একটি টাওয়ার থাকবে। তার উপরে নেটজাল থাকবে । এরপর ওই সকল বস্তা থেকে গাছগুলো বেয়ে জালে উঠবে। আশা করা যায় এই প্রযুক্তি গ্রহণ করে শরণখোলার কৃষকরা লাভবান হবেন।

এমএসএম / এমএসএম

খাগড়াছড়ি ও গুইমারা সংঘাত পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

টাঙ্গাইলে আইসিইউ বন্ধ, পর্যাপ্ত ডাক্তারও নেই, রোগীরা আশানুরূপ সেবা পাচ্ছেননা

সিংড়ায় পূজা মন্ডপে বিএনপি নেতার অনুদান প্রদান

অভয়নগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজসহ সার বিতরণ

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মাদারীপু‌রে অ‌নিয়‌মের অ‌ভি‌যো‌গে দুদ‌কের অ‌ভিযান

রায়গঞ্জে ভিডব্লিউবি'র কর্মসূচি'র পচা ও নিম্ন মানের চাল বিতরণ

‎মিরসরাইয়ে এতিমের টাকা আত্মসাৎ এর অভিযোগ জহুরুল হক এর বিরুদ্ধে

চন্দনাইশে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন সাবেক বিচারপতি মামুন

কালীগঞ্জে কৃষকদের মাঝে শাক সবজি বীজ ও সার বিতরণ

হাটহাজারী উপজেলা প্রশাসনের উপহার দৈনিক সকালের সময় প্রকাশিত সেই মানবিক এনাম

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা মা-মেয়ে নিহত স্বামীসহ আহত-৫

টেকনাফে ২৪ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক